Last Updated on October 31, 2021 by Science Master
অষ্টম শ্রেণীর পরিবেশবিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১
(ENVS Model Activity Task 2021 Answer for Class 8)
১. ঠিক উত্তর নির্বাচন করো।
১.১ চাপের S.I. একক হলো – ক) নিউটন খ) নিউটন বর্গমিটার গ) নিউটন / বর্গমিটার ঘ) নিউটন / বর্গমিটার।
উঃ- নিউটন / বর্গমিটার।
১.২ আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হল এদের – ক) ভর সমান খ) প্রোটন সংখ্যা সমান গ) নিউট্রন সংখ্যা সমান ঘ) ভরসংখ্যা সমান।
উঃ- ভরসংখ্যা সমান।
১.৩ যে কোশীয় অঙ্গানুর মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হল – ক) মাইটোকন্ড্রিয়া খ) রাইবোজোম গ) নিউক্লিয়াস ঘ) লাইসোজোম।
উঃ- লাইসোজোম।
২. সংক্ষিপ্ত উত্তর দাও।
২.১ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমান বল দিয়ে আকর্ষণ করে ?
উঃ- ধরি, 1 Kg ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ তার মান F নিউটন।
পৃথিবীর ভর =
পৃথিবীর ব্যাসার্ধ = 6370 km = = পৃথিবীপৃষ্ঠে থাকা বস্তু ও পৃথিবীর কেন্দ্রের দূরত্ব
আমরা জানি,
যেখানে G = অভিকর্ষজ ত্বরণ =
M = পৃথিবীর ভর , m = বস্তুর ভর = 1 Kg
R = পৃথিবীপৃষ্ঠে থাকা বস্তু ও পৃথিবীর কেন্দ্রের দূরত্ব
নিউটন।
F = 9.797 নিউটন।
পৃথিবী 9.797 নিউটন বল দিয়ে বস্তুকে আকর্ষণ করবে।
২.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হল – Na, Fe, H, Cu, Au । এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো।
উঃ- Na
২.৩ চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে।
উঃ- দণ্ডাকার রডকোশ।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও।
৩.১ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং K রাশিটির S.I. একক উল্লেখ করো।
উঃ- ◼ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হল –
ও তড়িতাহিত বস্তুদুটির আধানের পরিমান
r = তড়িতাহিত বস্তুদুটির মধ্যে দূরত্ব
F = বস্তুদুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান।
◼ K রাশিটির S.I. একক = ( নিউটন. মিটার ² / কুলম্ব ² )
৩.২ খুব শুকনো ও ঠাণ্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়।
উঃ- ১.খুব শুকনো ও ঠাণ্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোশে অ্যাণ্টিফ্রিজ প্রোটিন থাকে, যা কোশীয় তরলে বরফের কেলাস তৈরীতে বাধা দেয়।
২. তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোশের প্রাচুর্য থাকে।
৪. তিন চারটি বাক্যে উত্তর দাও।
৪.১ সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অনুর প্রাথমিক গঠন কিরকমের তা এঁকে দেখাও।
উঃ- জল, মিথেন এবং অ্যামোনিয়া অনুর প্রাথমিক গঠন-
৪.২ এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো।
উঃ- এন্ডোপ্লাজমীয় জালিকা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লীয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। কতকগুলো পর্দাবেষ্টিত নানা আকারের নল নিয়ে এরা গঠিত। এরা সাইটোপ্লাজমকে কতকগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে। কোনো কোনো পর্দার বাইরে দিকে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম যুক্ত থাকে। তাই এদের অমসৃণ দেখায়। আর কোনো পর্দার বাইরের দিকে রাইবোজোম না থাকায় মসৃণ হয়।
এন্ডোপ্লাজমীয় জালিকা বিভিন্ন কোশীয় বস্তু যেমন প্রোটিন , লিপিড সংশ্লেষ, পরিবহণ ও সঞ্চয়ে অংশ গ্রহণ করে।
Thank you for this answer🥰🥰
থ্যাংকস দাদা
Very important question
Very important question 😁😉😉 answer
Thank you so much