Last Updated on August 17, 2024 by Science Master
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান (Poribesh O Bigyan Class 8 Chapter 2.4) বিষয় থেকে দ্বিতীয় অধ্যায়ের তড়িতের রাসায়নিক প্রভাব থেকে সমস্ত রকম প্রশ্ম (সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ, অতি সংক্ষিপ্ত প্রশ্ম, সংক্ষিপ্ত প্রশ্ম) এবং তার উত্তর করে দেওয়া হলো। এই প্রশ্ম-উত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রশ্মগুলি বিভিন্ন প্রশ্মবিচিত্রা থেকে সংগ্রহ করা হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত তারা এই প্রশ্ম-উত্তর গুলি অনুসরন করতে পারো।
সঠিক উত্তর নির্বাচন করে লেখ। (Poribesh O Bigyan Class 8 Chapter 2.4)
(1) যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হল- (a) সোডিয়াম ক্লোরাইড (b) অ্যামোনিয়াম সালফেট (c) সালফিউরিক অ্যাসিড (d) অ্যাসিটিক অ্যাসিড।
উত্তর- অ্যাসিটিক অ্যাসিড।
(2) যেটি তড়িৎ বিশ্লেষ্য নয়, সেটি হল- (a) সোডিয়াম ক্লোরাইড (b) অ্যামোনিয়াম সালফেট (c) গ্লুকোজ (d) অ্যাসিটিক অ্যাসিড
উত্তর- গ্লুকোজ।
(3) গলিত সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণের সময়- (a) অ্যানোডে সোডিয়াম উৎপন্ন হয় (b) অ্যানোডে বিজারণ ঘটে (c) ক্যাথোডে জারণ ঘটে (d) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।
উত্তর- অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।
(4) গলিত সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণ করার সময়- (a) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে (b) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে (c) অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে (d) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
উত্তর- ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে।
(5) তড়িৎ বিশ্লেষণ এর সময় গলিত পদার্থ বা দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে-(a) ক্যাটায়নগুলি (b) অ্যানায়ন গুলি (c) অনু গুলি (d) ক্যাটায়ন ও অ্যানায়নগুলি
উত্তর- ক্যাটায়ন ও অ্যানায়নগুলি।
(6) প্রদত্ত কোন পদার্থটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ- (a) পিতল (b) চিনি (c) ম্যাগনেসিয়াম (d) কোনোটিই নয়।
উত্তর- কোনোটিই নয়।
(7) কোনটি তড়িৎ পরিবহন করে না- (a) গলিত সোডিয়াম ক্লোরাইড (b) সালফিউরিক অ্যাসিড (c) চিনি (d) কিউপ্রিক সালফেট দ্রবণ।
উত্তর- চিনি।
(8) কোন যৌগটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য- (a) KOH (b) C6H12O6 (c) NaOH (d) CH3COOH
উত্তর- CH3COOH
(9) গলিত সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণের সময় প্রদত্ত কোন ঘটনাটি ঘটে? (a) ক্লোরাইড আয়ন ক্যাথোডে যায় (b) সোডিয়াম আয়ন ক্যাথোডে যায় (c) ক্লোরাইড আয়ন বিজারিত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় (d) সোডিয়াম আয়ন জারিত হয়ে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়।
উত্তর- সোডিয়াম আয়ন ক্যাথোডে যায়।
(10) গ্যালভানাইজেশন এর সময় লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেয়া হয় (a) জিংক (b) সোনা (c) প্লাটিনাম (d) নিকেল
উত্তর- জিংক।
(11) কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়- (a) চিনি (b) NaCl (c) KOH (d) MgSO4
উত্তর- চিনি ।
(12) প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ- (a) চিনি (b) গ্লুকোজ (c) নুন (d) ইউরিয়া।
উত্তর- নুন ।
(13) জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়- (a) অক্সিজেন (b) হাইড্রোজেন (c) নাইট্রোজেন (d) প্লাটিনাম।
উত্তর- অক্সিজেন ।
সত্য ও মিথ্যা উল্লেখ করো (Poribesh O Bigyan Class 8 Chapter 2.4)
(1) গলিত সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উপজাত পদার্থ হিসেবে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়।
উত্তর- সত্য।
(2) তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন গুলি তড়িৎ পরিবহন করে।
উত্তর- ভুল।
(3) ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বার কে অ্যানোড বলে।
উত্তর- সত্য।
(4)
শূন্যস্থান পূরণ করো। (Poribesh O Bigyan Class 8 Chapter 2.4)
(1) জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন গ্যাসের নাম হলো ____ এবং _____।
উত্তর- হাইড্রোজেন, অক্সিজেন।
(2) সোডিয়াম ক্লোরাইড হলো একটি ______তড়িৎ বিশ্লেষ্য।
উত্তর- তীব্র।
(3) একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হল______।
উত্তর- অ্যাসিটিক অ্যাসিড।
(4) তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ________ রূপে ব্যবহার করা হয়।
উত্তর- অ্যানোড।
(5) তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে একটি ধাতুর ওপর অপর একটি ধাতুর প্রলেপ দেওয়াকে ______ বলে।
উত্তর-– তড়িৎ লেপন।
(6) ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িদদ্বারকে _____ বলে।
উত্তর- অ্যানোড।
আরও দেখুনঃ অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান- জীবদেহের গঠন | Class 8 Poribesh o Bigyan Chapter 6
নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও।
(1) রুপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে গেলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে?
উত্তর- সোনা।
(2) লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে লোহাকে ব্যাটারির কোন মেরুতে যুক্ত করতে হবে?
উত্তর- ঋণাত্মক মেরুতে।
(3) কপার এর ওপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড রূপে কি কি নিতে হবে?
উত্তর- কপার কে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে এবং সোনাকে অ্যানোড রূপে ব্যবহার করতে হবে।
(4) গ্যালভানাইজড লোহা কাকে বলে?
উত্তর- জল আর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় লোহায় মরচে পড়ে। তাই তার ওপর অপেক্ষাকৃত কম ক্ষয় হয় এমন একটা ধাতু জিংক এর প্রলেপ দেওয়া থাকে। এই ধরনের লোহাকে গ্যালভানাইজড লোহা বলা হয়।
(5) নুন ও চিনির মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য?
উত্তর- নুন।
(6) তড়িৎপ্রলেপন কি?
উত্তর- তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটা ধাতুর জিনিসের ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে।
নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
(1) বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করা যায় না কেন? কিভাবে জলকে তড়িৎ বিশ্লেষণের উপযোগী করা হয়?
উত্তর- বিশুদ্ধ জলে আয়ন সংখ্যা এত কম যে তা তড়িতের সুপরিবাহী নয়। তাই বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করা যায় না।
তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের মধ্যে আয়ন সংখ্যা বাড়াতে হবে, এই উদ্দেশ্যে জলের সঙ্গে সামান্য ক্ষার (NaOH, KOH) কি়ংবা সামান্য অ্যাসিড (H2SO4) মেশাতে হয়, যাতে আয়নের সংখ্যা অনেক বেড়ে যায় এবং তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব হয়।
(2) একটি লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কি কি ব্যবহার করতে হবে?
উত্তর- লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে নিকেল ও ক্যাথোড হিসেবে লোহার চামচ ব্যবহার করতে হবে।
(3) দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি আয়নীয় যৌগের নাম লেখ। জলীয় দ্রবণে কি কি আয়ন দেয়? যৌগটি মৃদু না তীব্র তড়িৎ বিশ্লেষ্য?
উত্তর- দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি আয়নীয় যৌগের নাম হলো সোডিয়াম ক্লোরাইড (NaCl) । জলীয় দ্রবণে এটি বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন (Na+) ও ক্লোরাইড আয়ন (Cl–) উৎপন্ন করে এটি একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
(4) গলিত CaCl2 তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে সংগঠিত বিক্রিয়া দুটি লেখ।
উত্তর- ক্যাথোড বিক্রিয়া: Ca²+ + 2e– ⟶ Ca
অ্যানোড বিক্রিয়া: 2Cl– ⟶ Cl2 + 2e–
(5) লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করবে? আয়োডিন স্টার্চের অনুর সঙ্গে যুক্ত হলে কোন রং দেখা যায়?
উত্তর- লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে এবং ক্রোমিয়ামের দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে।
আয়োডিন স্টার্চের অনুর সঙ্গে যুক্ত হলে নীল রং দেখা যায়।
(6) বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলের সঙ্গে সামান্য লঘু সালফিউরিক অ্যাসিড মেশাতে হয় কেন?
উত্তর- বিশুদ্ধ জলে আয়ন সংখ্যা এতই কম যে তড়িতের সুপরিবাহী নয়। তড়িৎ বিশ্লেষণ করতে হলে তাই জলের মধ্যে আয়ন সংখ্যা বাড়াতে হবে। এই উদ্দেশ্যে জলের সঙ্গে সামান্য সালফিউরিক অ্যাসিড মেশানো হয়। সালফিউরিক অ্যাসিড তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই এটি মেশালে আয়নের সংখ্যা অনেক বাড়ে। তখন তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব হয়।
(7) গ্যালভানাইজেসন কাকে বলে? লোহায় মরিচা ধরা আটকানোর দুটি উপায় লেখ।
উত্তর- জল আর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় লোহায় মরচে পড়ে। তাই লোহার ওপর অপেক্ষাকৃত কম ক্ষয় হয় এমন একটা ধাতু জিংক এর প্রলেপ দেওয়া হয়। লোহার ওপর জিংকের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেসন বলা হয়।
লোহায় মরিচা ধরা আটকানোর দুটি উপায়:
(ক) লোহার উপরে তেল রং বা আলকাতরা প্রলেপ দিলে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারেনা হলে সহজে মরচে ধরে না
(খ) লোহার ওপরে জিঙ্কের আস্তরণ দিলে জিংক লোহার মরিচা ধরাই বাধা দেয়।
(8) তড়িদবিশ্লেষণ পদ্ধতির দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখ।
উত্তর- ধাতু নিষ্কাশন করতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। তড়িৎ লেপন পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়।
(9) সব তড়িৎ বিশ্লেষ্যই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়- ব্যাখ্যা করো।
উত্তর- তড়িৎ বিশ্লেষ্য হতে গেলে গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন দিতেই হবে। যেমন সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। জলীয় দ্রবণে এটি বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। আর আয়ন উৎপন্ন করতে পারে বলেই সোডিয়াম ক্লোরাইড তড়িৎ এর পরিবাহী। অন্যদিকে লোহা তড়িৎ এর পরিবাহী কিন্তু জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় এটি কোনোরকম আয়ন দেয় না। তাই এটি তড়িৎ বিশ্লেষ্য নয়। অর্থাৎ বলা যায় সব তড়িৎ বিশ্লেষ্যই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়।
(10) তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে জারণ ও কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? গলিত MgCl2 এর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিক্রিয়া লেখ।
উত্তর- তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়।
গলিত MgCl2 এর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়া:-
ক্যাথোড বিক্রিয়া: Mg2+ +2e– ⟶ Mg
অ্যানোড বিক্রিয়া: 2Cl– ⟶ Cl2 + 2e–
(11) তড়িৎলেপন কি? লোহার চামচের ওপর নিকেলে প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়?
উত্তর- তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটা ধাতুর জিনিসের ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে।
লোহার চামচের ওপর নিয়ে খেলে প্রলেপ দিতে হলে ক্যাথর হিসেবে লোহার চামচ ব্যবহার করতে হবে আর অ্যানোড হিসেবে নিকেলের দণ্ড ব্যবহার করতে হবে।
(12) তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
উত্তর- গলিত অবস্থায় বা দ্রবণে কোন পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোর নাম তড়িৎ বিশ্লেষণ। একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হল পটাশিয়াম হাইড্রোক্সাইড (KOH)।
(13) তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও
উত্তর- যেসব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আইন উৎপন্ন করতে পারে না তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। যেমন চিনি, গ্লুকোজ।
Latest Posts:
- প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণঃ অষ্টম শ্রেণীর পরিবেশবিদ্যা | Poribesh O Bigyan Chapter 5
- VSO Layer 2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024
- তড়িতের রাসায়নিক প্রভাব: অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান | Poribesh O Bigyan Class 8 Chapter 2.4
- Aikyashree Scholarship 2024-2025 | ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ, যোগ্যতা
- VSO Layer-1 Result 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৪ পরীক্ষার রেজাল্ট
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট