মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test

svmcm 2024-25 Swami Vivekananda Scholarship

SVMCM 2024-25 | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫

Solution Chapter Mock Test for Class 12 Chemistry

Last Updated on May 13, 2022 by Science Master

 Solution Chapter Mock Test for Class 12

দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায় দ্রবন ২০২২ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুতবপূর্ণ। তাই পরীক্ষার্থীদের এই অধ্যায়ের ধারনা পরিস্কার করার জন্য একটি Mock Test এর ব্যবস্থা করা হল।
প্রশ্নের ধরনঃ- এখানে মোট ২০ টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান ১ করে। সময় থাকবে ১ মিনিট।
Mock Test দেওয়ার পদ্ধতিঃ- ১. প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলে  Mock Test দেওয়ার পেজ খুলে যাবে।
২. তারপর ছাত্র-ছাত্রীর নাম লিখে Next করলে প্রশ্নগুলি আসতে থাকবে।
৩.  সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে Submit করতে হবে ।
৪. তারপর Result দেখার অপশন থাকবে, যেখান থেকে Result জানা যাবে।
৫. তবে নির্দিষ্ট সময়ের মধ্যে Submit করতে হবে তা না হলে সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে Autometic Submit হয়ে যাবে।
👇👇👇

0%
22
Created on By 00d0779a4fe0f0a66dd13e233acfd9a6Science Master

দ্বাদশ শ্রেণীর দ্রবন (Solution) অধ্যায়

tail spin

1 / 20

নিন্মলিখিত কোনটির জলীয় দ্রবনের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ-

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test

2 / 20

সংখ্যাগত ধর্ম নির্ভর করে –

3 / 20

1. 0.01(M) গ্লূকোজ দ্রবনের তুলনায়, 0.01(M) MgCl2 দ্রবনের হিমাঙ্ক অবনমনের মান-

4 / 20

দ্রাবের সংকোচনের ক্ষেত্রে ভ্যান্ট হফ গুনকের (i) মান- >

5 / 20

নিচের কোনটির অভিস্রবণ চাপ সবচেয়ে বেশি-

6 / 20

সানুদ্রিক জল থেকে লবণ পৃথকীকরণ হয় কোন পদ্ধতিতে ?

7 / 20

মোলালিটির একক হল –

8 / 20

আইসোটোনিক দ্রবন গুলির ক্ষেত্রে –

9 / 20

নিচের কোন গাড়ত্বের একক উষ্ণতার উপর নির্ভরশীল নয় ?

10 / 20

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test

উষ্ণতা বাড়লে হেনরি ধ্রুবকের (KH) মান-

11 / 20

HCl, CuSO4 এবং K2SO4 এর 0.1 (M) জলীয় দ্রবনের হিমাঙ্ক অবনমনের অনুপাত হল-

12 / 20

হিমাঙ্কের অবনমন যেটির সমানুপাতিক-

13 / 20

নিন্মের কোন জোড়ের ক্ষেত্রে রাউল্ট সূত্রের ঋণাত্মক বিচ্যুতি লক্ষ করা যায়-

14 / 20

নিচের কোন সমীকরণ দ্বারা দ্রবনের অভিস্রবণ চাপ নির্ণয় করা যায়-

15 / 20

নিন্মের কোন জোড়ের ক্ষেত্রে রাউল্ট সূত্রের ধনাত্মক বিচ্যুতি লক্ষ করা যায়-

16 / 20

শুষ্ক কিশমিশ দানাকে চিনির গাড় দ্রবনে রাখলে দানাটি চুপসে যায়। এটি যে দ্রবনের উদাহরণ তা হল-

17 / 20

এক মোল পদার্থ কোথায় থাকলে তাকে মোলাল দ্রবন বলে ?

18 / 20

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test
 নিন্মলিখিত কোনটির জলীয় দ্রবনের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ-

19 / 20

বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নির্ভর করে-

20 / 20

স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রবকের S.I. একক হল-

Your score is

The average score is 29%

0%

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top