Last Updated on May 13, 2022 by Science Master

 Solution Chapter Mock Test for Class 12

দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায় দ্রবন ২০২২ সালের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুতবপূর্ণ। তাই পরীক্ষার্থীদের এই অধ্যায়ের ধারনা পরিস্কার করার জন্য একটি Mock Test এর ব্যবস্থা করা হল।
প্রশ্নের ধরনঃ- এখানে মোট ২০ টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান ১ করে। সময় থাকবে ১ মিনিট।
Mock Test দেওয়ার পদ্ধতিঃ- ১. প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলে  Mock Test দেওয়ার পেজ খুলে যাবে।
২. তারপর ছাত্র-ছাত্রীর নাম লিখে Next করলে প্রশ্নগুলি আসতে থাকবে।
৩.  সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে Submit করতে হবে ।
৪. তারপর Result দেখার অপশন থাকবে, যেখান থেকে Result জানা যাবে।
৫. তবে নির্দিষ্ট সময়ের মধ্যে Submit করতে হবে তা না হলে সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে Autometic Submit হয়ে যাবে।
👇👇👇

0%
13
Created on By
Science Master

দ্বাদশ শ্রেণীর দ্রবন (Solution) অধ্যায়

1 / 20

নিন্মলিখিত কোনটির জলীয় দ্রবনের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ-

2 / 20

 নিন্মলিখিত কোনটির জলীয় দ্রবনের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ-

3 / 20

দ্রাবের সংকোচনের ক্ষেত্রে ভ্যান্ট হফ গুনকের (i) মান- >

4 / 20

স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রবকের S.I. একক হল-

5 / 20

সংখ্যাগত ধর্ম নির্ভর করে –

6 / 20

সানুদ্রিক জল থেকে লবণ পৃথকীকরণ হয় কোন পদ্ধতিতে ?

7 / 20

আরও দেখুন:  মাধ্যমিক জীবন বিজ্ঞান " বংশগতি এবং কয়েকটি সাধারন জিনগত রোগ " | Madhyamik Life Science Online Test

আইসোটোনিক দ্রবন গুলির ক্ষেত্রে –

8 / 20

শুষ্ক কিশমিশ দানাকে চিনির গাড় দ্রবনে রাখলে দানাটি চুপসে যায়। এটি যে দ্রবনের উদাহরণ তা হল-

9 / 20

নিন্মের কোন জোড়ের ক্ষেত্রে রাউল্ট সূত্রের ধনাত্মক বিচ্যুতি লক্ষ করা যায়-

10 / 20

নিন্মের কোন জোড়ের ক্ষেত্রে রাউল্ট সূত্রের ঋণাত্মক বিচ্যুতি লক্ষ করা যায়-

11 / 20

হিমাঙ্কের অবনমন যেটির সমানুপাতিক-

12 / 20

HCl, CuSO4 এবং K2SO4 এর 0.1 (M) জলীয় দ্রবনের হিমাঙ্ক অবনমনের অনুপাত হল-

13 / 20

নিচের কোন সমীকরণ দ্বারা দ্রবনের অভিস্রবণ চাপ নির্ণয় করা যায়-

14 / 20

মোলালিটির একক হল –

15 / 20

নিচের কোন গাড়ত্বের একক উষ্ণতার উপর নির্ভরশীল নয় ?

16 / 20

বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নির্ভর করে-

17 / 20

নিচের কোনটির অভিস্রবণ চাপ সবচেয়ে বেশি-

18 / 20

1. 0.01(M) গ্লূকোজ দ্রবনের তুলনায়, 0.01(M) MgCl2 দ্রবনের হিমাঙ্ক অবনমনের মান-

19 / 20

উষ্ণতা বাড়লে হেনরি ধ্রুবকের (KH) মান-

20 / 20

এক মোল পদার্থ কোথায় থাকলে তাকে মোলাল দ্রবন বলে ?

Your score is

The average score is 33%

0%

আরও দেখুন:  মাধ্যমিক জীবন বিজ্ঞান " বংশগতি এবং কয়েকটি সাধারন জিনগত রোগ " | Madhyamik Life Science Online Mock Test

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d