গ্রুপ-১৫ মৌলসমূহ (Group-15 Elements)
Group-15 Elements Class 12 Chemistry Chapter 2 MCQ: দ্বাদশ শ্রেণীর SEMESTER-III এর রসায়ন বিষয়ের দ্বিতীয় অধ্যায় ” p- ব্লক মৌলসমূহ ” তে মোট চারটি গ্রুপের (Group-15, Group-16, Group-17, Group-18) মৌলসমসুহ নিয়ে আলোচনা করা হয়েছে। এই পেজে আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের Group-15 Elements সমস্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর দিলাম। যে সমস্ত ছাত্র-ছাত্রী দ্বাদশ শ্রেণীতে পাঠরত এবং যারা এই বছর SEMESTER-III পরীক্ষা দেবে তারা তাদের রসায়ন বিষয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য এই গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারো। Group-15 Elements সমস্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর নীচে দেওয়া হলো।
(1) PH3, AsH3, NH3, BiH3-এর ক্ষারকীয়তার সঠিক ক্রম-
(a) NH3 > PH3 > AsH3 > BiH3
(b) PH3 > AsH3 > BiH3 > NH3
(c) AsH3 > PH3 > NH3 > BiH3
(d) BiH3 > NH3 > PH3 > AsH3
Ans➯ (a) NH3 > PH3 > AsH3 > BiH3
(2) নীচের হাইড্রাইডগুলির স্থায়ীত্বের ক্রমগুলির মধ্যে কোনটি সঠিক?
(a) NH3 > PH3 > AsH3 > SbH3
(b) NH3 < PH3 < AsH3 < SbH3
(c) PH3 > NH3 > AsH3 > SbH3
(d) AsH3 < NH3 < PH3 < SbH3
Ans➯ (a) NH3 > PH3 > AsH3 > SbH3
(3) বিজারণ ধর্মের সঠিক ক্রম হল-
(a) NH3 < PH3 < AsH3 < SbH3 < BiH3
(b) NH3 < SbH3 < PH3 < AsH3 < BiH3
(c) NH3 < BiH3 < SbH3 < PH3 < AsH3
(d) PH3 < SbH3 < AsH3 < BiH3 < NH3
Ans➯ (a) NH3 < PH3 < AsH3 < SbH3 < BiH3
(4) প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি উভধর্মী?
(a) N2O3 (b) P4O6 (c) Bi2O3 (d) As2O3
Ans➯ (b) P4O6
(5) নাইট্রোজেনের সর্বোচ্চ সমযোজ্যতা-
(a) 3 (b) 5 (c) 4 (d) 6
Ans➯ (b) 5
(6) অসওয়াল্ড পদ্ধতিতে NH3 দ্বারা NO প্রস্তুতিতে 2 মোল NH3 থেকে NO পাওয়া যায়-
(a) 2 মোল (b) 3 মোল (c) 4 মোল (d) 6 মোল।
Ans➯ (a) 2 মোল
(7) 3:1 অনুপাতে গাঢ় HCI ও গাঢ় HNO3-এর মিশ্রণের মধ্যে থাকে-
(a) CIO2 (b) NOCI (c) NCl3 (d) N2O4
Ans➯ (b) NOCI
(৪) অ্যাকোয়া রিজিয়া হল-
(a) 3 আয়তন গাঢ় HCI + 1 আয়তন গাঢ় HNO3
(b) 3 আয়তন গাঢ় HCI + 1 আয়তন লঘু HNO3
(c) 3 আয়তন লঘু HCI + 1 আয়তন গাঢ় HCI
(d) 3 আয়তন লঘু HCI + 1 আয়তন লঘু HNO3
Ans➯ (a) 3 আয়তন গাঢ় HCI + 1 আয়তন গাঢ় HNO3
(9) NH3 ও PH3-এর মধ্যে পার্থক্য করা যায় না-
(a) NaOH দ্রবণের সাহায্যে
(b) CuSO4 দ্রবণের সাহায্যে
(c) গন্ধের সাহায্যে
(d) ব্লিচিং পাউডারের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে।
Ans➯ (a) NaOH দ্রবণের সাহায্যে
(10) 125°C উয়তায় NH₄HF₂-এর তড়িবিশ্লেষণের ফলে উৎপন্ন হয়-
(a) HF (b) NH3 (c) NF3 (d) N₂
Ans➯ (c) NF3
(11) নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে নাইট্রোজেনের জারণ সংখ্যা সর্বাধিক?
(a) NH2OH (b) N3H (c) N2H4 (d) NH4OH
Ans➯ (d) NH4OH
(12) গাঢ় HNO3 অ্যাসিড রাখা যায়-
(a) অ্যালুমিনিয়াম পাত্রে (b) তামার পাত্রে (c) দস্তার পাত্রে (d) রুপোর পাত্রে।
Ans➯ (a) অ্যালুমিনিয়াম পাত্রে
(13) NO2+, NO3– এবং NH4+ আয়নে কেন্দ্রীয় নাইট্রোজেন পরমাণুর সংকরায়ণের মাত্রা যথাক্রমে-
(a) sp, sp³, sp2
(b) sp, sp², sp³
(c) sp², sp³, sp
(d) sp², sp, sp³
Ans➯ (b) sp, sp², sp³
(14) নাইট্রোজেনের কোন্ অক্সাইডটি প্রশম?
(a) N2O (b) N2O3 (c) N2O5 (d) N2O4
Ans➯ (a) N2O
(15) নীচের কোন্টি নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড?
(a) NO (b) N2O5 (c) N2O3 (d) N2O4
Ans➯ (c) N2O3
(16) কোন্ যৌগকে উত্তপ্ত করলে নাইট্রোজেন (N₂) পাওয়া যায়?
(a) NH4NO2 (b) (NH4)2Cr2O7 (c) NaN3 (d) সবগুলি।
Ans➯ (b) (NH4)2Cr2O7
(17) N এর কোন্ হ্যালাইডটি আর্দ্রবিশ্লেষিত হয় না?
(a) NCI3 (b) NF3 (c) NI3 (d) NBr3
Ans➯ (b) NF3
(18) NO3– এর বলয় পরীক্ষায় বাদামি বলয় উৎপন্ন হওয়ার জন্য দায়ী-
(a) [Fe(H2O)5 (NO)]2+
(b) FeSO4. NO2
(c) [Fe(H2O)4(NO2)]2+
(d) FeSO4.HNO3
Ans➯ (a) [Fe(H2O)5 (NO)]2+
(19)
(a) (b) (c) (d)
Ans➯
(20) O-N-O বন্ধন কোণ সর্বনিম্ন হল-
(a) NO2 (b) N2O3 (c) N2O4 (d) N2O5
Ans➯ (b) N2O3
(21) কোন্ গ্যাসটি লাফিং গ্যাস হিসেবে পরিচিত?
(a) N2O (b) N2 (c) NO2 (d) NO
Ans➯ (a) N2O
(22) কেবলমাত্র জারকধর্মী এবং কেবলমাত্র বিজারকধর্মী ফসফরাসের যৌগ দুটি হল যথাক্রমে-
(a) PH3 এবং H3PO4
(b) H3PO2 এবং H3PO4
(c) H3PO4 এবং PH3
(d) H3PO3 এবং H3PO4
Ans➯ (c) H3PO4 এবং PH3
(23) ফসফরাসের হাইড্রাইড যৌগ PH3 হল-
(a) তড়িৎযোজী (b) সমযোজী (c) ধাতবধর্মী (d) কোনোটিই নয়।
Ans➯ (b) সমযোজী
(24) দেশলাই প্রস্তুতিতে ব্যবহার করা হয়-
(a) সাদা ফসফরাস (b) লাল ফসফরাস (c) কালো ফসফরাস (d) বেগুনি ফসফরাস।
Ans➯ (b) লাল ফসফরাস
(25) ফসফিনের শোষক হল-
(a) গাঢ় H2SO4 (b) গাঢ় H3PO4 (c) NaOH দ্রবণ (d) Ca(OCl)Cl
Ans➯ (d) Ca(OCl)Cl
(26) নিম্নলিখিত কোন্টির ক্ষেত্রে ফসফরাসের অনুপ্রভা দেখা যায়?
(a) লাল P (b) কালো P (c) সাদা P (d) বেগুনি P
Ans➯ (c) সাদা P
(27) ফসফোর ব্রোঞ্জ হল ফসফরাসযুক্ত একটি ধাতুসংকর যাতে থাকে-
(a) Fe এবং Cr (b) Cu এবং Zn (c) Cu এবং Sn (d) Al এবং Mg
Ans➯ (c) Cu এবং Sn
(28) ফসফরাসের কোন্ রূপভেদটি তড়িতের পরিবাহী?
(a) লাল ফসফরাস (b) সাদা ফসফরাস (c) কালো ফসফরাস (d) বেগুনি ফসফরাস।
Ans➯ (c) কালো ফসফরাস
(29) সাদা ফসফরাসের গঠনাকৃতি-
(a) সামতলিক বর্গাকার (b) অষ্টতলাকৃতি (c) সামতলিক ত্রিকোণাকার (d) চতুস্তলকীয়
Ans➯ (d) চতুস্তলকীয়
(30) ধাতব ফসফাইডের আর্দ্রবিশ্লেষণে উৎপন্ন হয়-
(a) H4P2O6 (b) H3PO4 (c) PH3 (d) H3PO3
Ans➯ (c) PH3
(31) অর্থোফসফরাস অ্যাসিডকে উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন
(a) (HPO3)3 (b) P2O5 (c) H3PO2 (d) PH3
Ans➯ (d) PH3
(32) H3PO5 এর ক্ষারগ্রাহিতা-
(a) 1 (b) 2 (c) 3 (d) 4
Ans➯ (c) 3
(33) কঠিন অবস্থায় PCI5 কীরূপে অবস্থান করে?
(a) [ PCl6 + ] [ PCl4 – ] (b) [ PCl3+ ] [ PCl7– ] (c) [ PCl4+ ] [PCl6–] (d) [ PCl7+ ] [PCl3–]
Ans➯ (c) [ PCl4+ ] [PCl6–]
(34) কোন্ দ্বিক্ষারীয় অ্যাসিডটির বিজারণ ধর্ম বর্তমান?
(a) H3PO4 (b) H3PO2 (c) H3PO3 (d) HPO3
Ans➯ (c) H3PO3
(35) কোন্ যৌগটির নিরুদনে P4O10 সাহায্য করে?
(a) H3PO2 (b) H3PO3 (c) H3PO4 (d) H4P2O7
Ans➯ (c) H3PO4
(36) H3PO4 এর অনুবন্ধী ক্ষারকটি হল-
(a) H3PO4 (b) PO43- (c) H2PO4– (d) HPO42-
Ans➯ (c) H2PO4–
(37) কোনটি অ্যাসিডগুলির আম্লিক চরিত্রের সঠিক ক্রম নির্দেশ করে
(a) H3PO4 > H3PO3 > H3PO2
(b) H3PO2 > H3PO3 > H3PO4
(c) H3PO4 > H3PO2 > H3PO3
(d) H3PO4 = H3PO3 = H3PO2
Ans➯ (a) H3PO4 > H3PO3 > H3PO2
(38) নীচের অ্যাসিডগুলির মধ্যে কোনটি তিন ধরনের লবণ উৎপাদন করে?
(a) H3PO2 (b) H3PO4 (c) H3PO3 (d) H3BO3
Ans➯ (b) H3PO4
(39) ফসফিন গ্যাস বাতাসের সংস্পর্শে এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় কারণ রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয়-
(a) NH4Cl (b) PH4Cl (c) P2O5 (d) P3N5
Ans➯ C
(40) অর্থোফসফরিক অ্যাসিডের সংকেতটি হল-
(a) H3PO2 (b) H3PO3 (c) H3PO4 (d) H3PO5
Ans➯ (c) H3PO4
(41) কোনটিতে P-O-P বন্ধন আছে?
(a) হাইপোফসফরিক অ্যাসিড (b) পাইরোফসফরাস অ্যাসিড (c) ফসফরাস অ্যাসিড (d) অর্থো ফসফরিক অ্যাসিড।
Ans➯ (b) পাইরোফসফরাস অ্যাসিড
(42) সবচেয়ে বেশি স্থিতিশীল রূপভেদটি হল-
(a) সাদা P (b) α-কালো P (c) লাল P (d) β-কালো P
Ans➯ (d) β-কালো P
(43) অর্থোফসফরিক অ্যাসিডে P-O-H বন্ধনের সংখ্যা হলো-
(a) 2 (b) 4 (c) 3 (d) 1
Ans➯ (c) 3
(44) কোন্ লবণটির অস্তিত্ব নেই?
(a) Na2HPO3 (b) NaH2PO4 (c) Na3PO4 (d) Na3PO3
Ans➯ (d) Na3PO3
(45) নিম্নলিখিত কোনটির আকার অষ্টতলকীয়-
(a) PCl3 (b) PCl5 (c) PCl4+ (d) PCl6–
Ans➯ (d) PCl6–
(46) P4O10 – এ সেতুবন্ধনকারী O-এর সংখ্যা-
(a) 6 (b) 4 (c) 2 (d) 5
Ans➯ (a) 6

(47) লাল ফসফরাসে P-P-P কোণের মান-
(a) 101⁰ (b) 90⁰ (c) 60⁰ (d) 135⁰
Ans➯ (a) 101⁰
(48) কোন্ অ্যাসিডে ফসফরাস +5 জারণস্তরে অবস্থান করে?
(a) অর্থোফসফরিক অ্যাসিড (b) পাইরোফসফরিক অ্যাসিড (c) মেটাফসফরিক অ্যাসিড (d) উপরে উল্লিখিত তিনটিই।
Ans➯ (d) উপরে উল্লিখিত তিনটিই।
(49) NaH2PO2 যৌগের অ্যান্যায়ন মধ্যস্থ কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা-
(a) +3 (b) +5 (c) +1 (d) -3
Ans➯ (c) +1
(50) সাইক্লোট্রাইমেটাফসফরিক অ্যাসিডে P-O-P বন্ধনের সংখ্যা-
(a) শূন্য (b) তিন (c) দুই (d) চার।
Ans➯ (b) তিন
(51) নিম্নলিখিতগুলির মধ্যে শক্তিশালী অ্যাসিডটি হল-
(a) H3PO3 (b) H3PO4 (c) HPO2 (d) H3PO2
Ans➯ (b) H3PO4
(52) নীচের কোনটিতে P-P বন্ধণী উপস্থিত?
(a) H3PO2 (b) H4P2O6 (c) H4P2O7 (d) H4P2O5
Ans➯ (b) H4P2O6

(53) নিম্নলিখিত কোনটিতে P-H বন্ধন অনুপস্থিত?
(a) H3PO2 (b) H3PO3 (c) H4P2O5 (d) H3PO4
Ans➯ (d) H3PO4
(54) সাদা ফসফরাস ধাতব ক্যালশিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যে যৌগ গঠিত করে তার আর্দ্রবিশ্লেষণে উৎপন্ন গ্যাসটি হল-
(a) PH3 (b) H2 (c) P2H4 (d) O3
Ans➯ (a) PH3
(55) সাদা ফসফরাস ও গাঢ় H2SO4 কে উত্তপ্ত করলে পাওয়া যায়-
(a) H3PO4 (b) H3PO3 (c) HPO3 (d) H4P2O7
Ans➯ (a) H3PO4
(56) সাদা ফসফরাস বেশি দ্রবীভূত হয়-
(a) কেরোসিন (b) Cs2 (c) CO2 (d) SO2
Ans➯ (b) Cs2
(57) নীচের কোন্ মৌলটি বহুরুপতা দেখায় না?
(a) N (b) P (c) As (d) Sb
Ans➯ (a) N
(58) কোন্ অক্সাইডটি বেশি আম্লিক?
(a) P4O6 (b) As4O6 (c) N2O3 (d) Bi2O3
Ans➯ c
(59) হাইপোফসফরাস অ্যাসিড ও NaOH-এর প্রশমনে উৎপন্ন লবণটি হল-
(a) Na3PO2 (b) Na3PO3 (c) NaH2PO2 (d) Na2HPO2
Ans➯ (c) NaH2PO2
(60) H3PO3 প্রতিস্থাপনযোগ্য H-পরমাণুর সংখ্যা হল-
(a) 0 (b) 1 (c) 2 (d) 3
Ans➯ (c) 2
(61) কোনটি সবচেয়ে ক্ষারীয়?
(a) BH3 (b) PH3 (c) CH4 (d) NH3
Ans➯ (d) NH3
(62) নীচের কোনটির ক্ষারকীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি?
(a) NH3 (b) PH3 (c) AsH3 (d) BiH3
Ans➯ (a) NH3
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- গ্রুপ-১৬ মৌলসমূহ MCQ দ্বাদশ শ্রেণী- রসায়ন (Sem-III) | Group-16 Elements MCQ Class 12 Chemistry
- গ্রুপ-১৫ মৌলসমূহ MCQ-দ্বাদশ শ্রেণীর রসায়ন | Group-15 Elements Class 12 Chemistry Chapter 2 MCQ
- পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় MCQ প্রশ্ম উত্তর | States of Matter-Solid and Gases | Chemistry Class 11 Chapter 5 MCQ
- Vidyasagar Science Olympiad 2025 Layer-1 Result | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025
- রাসায়নিক বন্ধন- MCQ একাদশ শ্রেণী Semester- I | Chemical Bonding Chemistry Class 11 Chapter 4 MCQ