Physical Science Model Question 2022
Class – 10 Full Marks – 90
২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্মপত্র (Physical Science Model Question) করে দেওয়া হলো। যেসমস্ত ছাত্র-ছাত্রী ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখেই এই মডেল প্রশ্ম পত্র তৈরী করা হলো। আশা রাখছি ২০২২ সালে যেসমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুব উপকার হবে।
A. বহু বিকল্পভিত্তিক প্রশ্ম। প্রতিটি প্রশ্মের নীচের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখোঃ
1 x 15 = 15
1. বায়োগ্যাসের মূল উপাদান কোনটি-
(a) CO2 (b) CH4 (c) H2 (d) H2S
2. SO2 গ্যাসের বাষ্প ঘনত্ব-
(a) 44 (b) 22 (c) 64 (d) 32
3.ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহণ করে-
(a) ক্যাটায়ন (b) অ্যানায়ন (c) ইলেকট্রন (d) কোনটিই নয়।
4. দুই মোল অক্সিজেন গ্যাসের ভর কত?
(a) 32 g (b) 64 g (c) 16 g (d) 28 g
5. গাড়ির ভিউফাউণ্ডারে ব্যবহৃত হয়-
(a) অবতল দর্পন (b) সমতল দর্পন (c) উত্তল দর্পন (d) কোনটিই নয়।
6. কোন বর্ণের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি ?
(a) লাল (b) নীল (c) সবুজ (d) হলুদ।
7. লাইভ তারের রঙ-
(a) লাল (b) কালো (c) সবুজ (d) আকাশি।
8. 220V – 40W এর একটি বাতির রোধ-
(a) 220 ওহম (b) 1210 ওহম (c) 40 ওহম (d) 121 ওহম ।
9. রোধাঙ্কের এককটি হল-
(a) ওহম (b) স্ট্যাট ওহম (c) ওহম – মিটার (d) ওহম – সেমি।
10.নীচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ-
(a) সোডিয়াম (b) ক্লোরিন (c) সেজিয়াম (d) ফ্লোরিন।
11. নীচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়-
(a) খাদ্যলবন (b) চিনি (c) কস্টিক সোডা (d) তুঁতের দ্রবন।
12. CaCl2 যৌগে Ca এর তড়িৎ যোজ্যতা কত ?
(a) 2 (b) 4 (c) 1 (d) 3
13. নীচের কোন মৌলটি সন্ধিগত মৌল নয়-
(a) Co (b) Fe (c) Ca (d) Zn
14. উত্তল দর্পনে সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে, প্রতিফলিত রশ্মিগুচ্ছ –
(a) অপসারী হয় (b) অভিসারী হয় (c) সমান্তরাল হয় (d) সবগুলিই হয়।
15. ইথেন অনুতে সমযোজী বন্ধনের সংখ্যা কত ?
(a) 6 টি (b) 8 টি (c) 10 টি (d) 7 টি
B. নিম্নলিখিত প্রশ্মগুলির উত্তর দাওঃ ( বিকল্প প্রশ্ম গুলি লক্ষণীয় ) 1 x 21 = 21
1. ঝড়, বৃষ্টি দেখা যায় কোন স্তরে ?
2. একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
3. স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। [ সত্য / মিথ্যা ]
4. বয়েলের সূত্র অনুযায়ী PV বনাম P লেখচিত্র অঙ্কন করো।
5. কোন ধরনের লেন্সের ক্ষেত্রে আলোককেন্দ্র লেন্সের বাইরে অবস্থিত হতে পারে ?
6. কোন ধরনের লেন্স দ্বারা দীর্ঘ দৃষ্টির প্রতিকার করা সম্ভব ?
7. কোনো সবুজ ফুলকে লাল আলোয় রাখলে কেমন দেখাবে ?
অথবা, দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পন ব্যবহার করেন ?
8. ওয়াট – ঘণ্টা কোন রাশির একক?
9. ফিউজ তার বর্তনীতে কোন সমবায়ে যুক্ত থাকে ?
10. জলের তড়িদবিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসগুলির নাম লেখো।
11. মেরুজ্যোতি দেখা যায় ………মণ্ডলে।
12. বৈদ্যুতিক মোটরে তড়িৎশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
13. LED এর পুরো নাম লেখো।
অথবা, বৈদ্যুতিক বাতির ফিলামেণ্ট টাংস্টেনের তৈরী হয় কেন?
14. মিথেন অনুতে অবস্থিত রাসায়নিক বন্ধন গুলি কি প্রকৃতির?
15. লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িদবিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয় ?
16. Cu তড়িতদার দ্বারা CuSO4 এর জলীয় দ্রবনে তড়িদবিশ্লেষণ করলে ক্যাথোডে কী উৎপন্ন হয়?
17.তেজস্ক্রিয় নিস্ক্রিয় গ্যাসের নাম লেখো।
18. বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করোঃ 1 x 4 = 4
বামস্তম্ভ | বামস্তম্ভ |
(a) নাইট্রোজেন | (i) তড়িৎযোজী বন্ধন |
(b) সোডিয়াম ক্লোরাইড | (ii) গ্রুপ – 16 |
(c) নিকটোজেন | (iii) গ্রুপ – 17 |
(d) হ্যালোজেন | (iv) সমযোজী ত্রিবন্ধন |
C. নিন্মলিখিত প্রশ্মগুলির উত্তর দাওঃ ( বিকল্প প্রশ্মগুলি লক্ষণীয় ) 2 x 9 = 18
1. ওজোন গ্যাস ধ্বংসে CFC এর ভূমিকা লেখো।
অথবা, গ্রিনহাউস এফেক্ট কী ?
2. যে উষ্ণতায় 28 g N2 গ্যাসের আয়তন 2.56 atm চাপে 10 লিটার হবে, সেই উষ্ণতা নির্ণয় করো। [ R = 0.0821 L atm mol-1 K-1 ]
অথবা, 12 g ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনে দহন করলে ভরের কী পরিবর্তন হবে? (Mg=24)
3. একটি লেন্স উত্তল না অবতল তা কিভাবে চিনবে ?
অথবা, প্রতিসরাঙ্ক কী কী বিষয়ের ওপর করে ?
4. DC অপেক্ষা AC ব্যবহার অধিক সুবিধাজনক কেন?
5. একটি তীব্র তড়িদবিশ্লেষ্য এবং একটি মৃদু তড়িদবিশ্লেষ্য পদার্থের উদাহরন দাও।
6. আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক সমযোজী যৌগের গলনাঙ্ক অপেক্ষা বেশি হয় কেন?
7. অ্যাম্পিয়ারের সন্তরন সূত্রটি লেখো।
8. ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও যে, ক্যালশিয়াম ক্লোরাইডে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়।
অথবা, অ্যামোনিয়ার লুইস ডট চিত্র আঁকো। যৌগটিতে কী ধরনের বন্ধন বর্তমান।
9. সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো।
D. নিন্মলিখিত প্রশ্মগুলির উত্তর দাওঃ ( বিকল্প প্রশ্মগুলি লক্ষণীয় ) 3 x 12 = 36
1. আদর্শ গ্যাস সমীকরন PV = nRT প্রতিষ্ঠা করো।
2. 5.6 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কী পরিমান পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে? ( K=39, Cl=35.5, O=16 )
অথবা, যদি চুনাপাথরের বিশুদ্ধতা শতকরা 95 হয়, তবে ওই চুনাপাথরের 200 গ্রামকে উত্তপ্ত করে সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় আনলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? (Ca=40, O=16)
3. দুটি রোধকে শ্রেণি সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ 10 ওহম এবং 2.4 ওহম হলে রোধ দুটির মান কত?
4. প্রিজমের মধ্য দিয়ে নির্গত আলোর চ্যুতির রাশিমালা নির্ণয় করো।
অথবা, উত্তল দর্পনের ক্ষেত্রে প্রমাণ করো, r = 2f (চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে)
5. স্নেলের সূত্রটি লেখো। পরম প্রতিসরাঙ্ক কী ?
6. তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রগুলি লেখো। ডায়ানামো ও মোটরের মধ্যে মূলনীতিগত পার্থক্য কী ?
7. 4 টি বাল্ব (60W, 220V) প্রতিদিন 10 ঘণ্টা ধরে জ্বালানো হয়। প্রতি ইউনিট তড়িতের দাম 6 টাকা হলে, এক মাসে বিদ্যুতের বিল কত হবে ?
অথবা, দুটি ধাতব তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 2 : 1 এবং 1: 2 ও রোধাঙ্কের অনুপাত 2 : 3 হলে, ওই দুটি তারের রোধের অনুপাত নির্ণয় করো।
8. কোনো বস্তুকে উত্তল লেস্নের f ও 2f দূরত্বের মাঝে রাখা হল। চিত্রসহ প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার লেখো। হাইপারমেট্রোপিয়া কী ?
অথবা, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ সম্পর্কিত জুলের সূত্রগুলি বিবৃত করো।
9. মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় – সারনির যে কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়?
অথবা, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। মেণ্ডেলিফের পর্যায় – সারণির দুটি ত্রুটি লেখো।
10. তড়িৎ লেপন কাকে বলে? এর উদ্দেশ্য কী ?
অথবা, গোল্ড প্লেটিং কী ? এর জন্য প্রয়োজনীয় তড়িদদ্বার ও তড়িদবিশ্লেষ্য পদার্থের নাম কী কী ?
11. রৈখিক বিবর্ধন বলতে কি বোঝ ? অসদ, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য কোন দর্পন ব্যবহার করা হয়?
12. তড়িদবিশ্লেষণ কাকে বলে? তড়িদবিশ্লেষণে DC তড়িৎ ব্যবহার করা হয় কেন?