Last Updated on October 26, 2022 by Science Master
Group 18 Elements Class 12 Chemistry
উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের p-ব্লক মৌল একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই রসায়ন বিষয়ের p-ব্লক মৌল অধ্যায়ের গ্রুপ 18 এর মৌল (Group 18 Elements) থেকে সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক প্রশ্মের উত্তর করে দেওয়া হলো। যেসমস্ত ছাত্র-ছাত্রী বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তাদের p-ব্লক মৌল অধ্যায়ের গ্রুপ 18 এর মৌল ( Group 18 Elements ) অংশের প্রস্তুতিতে কাজে লাগবে।
◪ অতি সংক্ষিপ্ত প্রশ্ম- উত্তর (VSAQ on Group 18 Elements)
1.স্ফুটনাঙ্কের অধঃক্রমে সাজাও- Rn, Kr, Ne, Ar, Xe
উঃ- Rn > Xe > Kr > Ar > Ne
2. XeF4 + SbF5 →
উঃ- XeF4 + SbF5 → [XeF3]+ [SbF6]–
3.
উঃ-
◪ সংক্ষিপ্ত প্রশ্ম- উত্তর (SAQ on Group 18 Elements):
1.KI এর সঙ্গে XeF4 এর বিক্রিয়াটি সম্পূর্ণ হলে কী ঘটে সমীকরণসহ লেখো।
উঃ- KI এর সঙ্গে XeF4 এর বিক্রিয়ায়, XeF4 পটাশিয়াম আয়োডাইডকে আয়োডিনে জারিত করে এবং নিজে Xe বিজারিত হয়।
XeF4 + 4KI → Xe + 4KF + I2
2. XeF2 কীভাবে প্রস্তুত করবে? এর সংকরায়ন অবস্থা ও গঠনাকৃতি কীরুপ?
উঃ- উপযুক্ত অবস্থায় জেননের সঙ্গে ফ্লোরিনের বিক্রিয়া ঘটিয়ে XeF2 প্রস্তুত করা হয়।
Xe + F2 → XeF2
XeF2 এর সংকরায়ন অবস্থা sp3d ও গঠনাকৃতি সরলরৈখিক।
3. XeOF4 এর সংকরায়ণ স্তরটি কী? এর গঠন আকৃতি কি রকম?
উঃ- XeOF4 এর সংকরায়ণ স্তর sp3 d2 । এর গঠন আকৃতি সামতলিক পিরামিডীয়।
4. XeF2 , XeF4 , XeF6 কে আর্দ্রবিশ্লেষিত করলে কী ঘটে সমীকরনসহ লেখো।
উঃ- (1) XeF2 জলের উপস্থিতিতে আর্দ্রবিশ্লেষিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে।
2XeF2 + 2H2O → 2Xe + 4HF + O2
(2) XeF4 জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে এবং ডিসপ্রোপরসনেশন বিক্রিয়ার মাধ্যমে জেনন এবং জেনন ট্রাই অক্সাইডে পরিণত হয়।
6XeF4 + 12H2O → 4Xe + 2XeO3 + 24HF + 3O2
(3) XeF6 জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে HF ও জেনন ট্রাই অক্সাইড গঠন করে।
XeF6 + 3H2O → XeO3 + 6HF
5. XeF4 কীভাবে প্রস্তুত করবে?
উঃ- উপযুক্ত অবস্থায় জেননের সঙ্গে ফ্লোরিনের বিক্রিয়া ঘটিয়ে XeF4 প্রস্তুত করা হয়।
Xe + 2F2 → XeF4
6. XeOF4 কাচের পাত্রে রাখা যায় না কেন?
উঃ- XeOF4 একটি বর্ণহীন উদবায়ী তরল। এটি SiO2 এর সঙ্গে বিক্রিয়ায় XeO2F2 গঠন করে। এই কারনে XeOF4 কে কাচের পাত্রের রাখা হয় না, তার পরিবর্তে নিকেলের পাত্রে রাখা হয়।
2XeOF4 + SiO2 → 2XeO2F2 + SiF4
7. XeF4 অণুর আকৃতি কীরূপ?
উঃ- সামতলিক বর্গাকার।
8. নিস্ক্রিয় গ্যাস গুলি এক পরমানুক হয় কেন?
উঃ- সর্ববহিস্থ কক্ষের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস (ns2 np6) এর জন্যই এই গ্যাস গুলি এক পরমানুক হয়।
9. কীভাবে XeO3 ও XeOF4 প্রস্তুত করবে?
XeF6 জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে HF ও জেনন ট্রাই অক্সাইড গঠন করে।
XeF6 + 3H2O → XeO3 + 6HF
XeF6 এর আংশিক আর্দ্রবিশ্লেষণে XeOF4 উৎপন্ন হয়।
XeF6 + H2O → XeOF4 + 2HF
10. XeO3 এর গঠন ব্যাখ্যা করো।
উঃ- XeO3 এর সংকরায়ন অবস্থা sp3 এবং এর গঠন পিরামিডীয়।
11. ব্যাখ্যা করোঃ জেনন ফ্লোরাইডে সর্বদা যুগ্ম সংখ্যাক F পরমানু থাকে।
উঃ- Xe পরমানুর বহিঃস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসঃ 5s2 5p6
স্থিতাবস্থায়,
প্রথম উদ্দিপ্ত অবস্থায়,
প্রথম উদ্দিপ্ত অবস্থা (অযুগ্ম ইলেকট্রনঃ 2, জারণ অবস্থাঃ 2) জেনন শুধুমাত্র +2, +4, +6 এবং +8 জারণ স্তর প্রদর্শন করতে পারে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ উদ্দিপ্ত অবস্থায় জেনন এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এবং সমযোজ্যতা যথাক্রমে 4, 6, এবং 8 হবে। ফলে Xe শুধুমাত্র XeF2, XeF4 এবং XeF6 গঠন করে। কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স এর কারনে XeF8 গঠিত হয় না।
12. একই পর্যায়ে উপস্থিত অন্য মৌলগুলির তুলনায় নিস্ক্রিয় গ্যাসের মৌল গুলির পারমাণবিক ব্যাসার্ধ অনেক বেশি হয় কেন?
উঃ- নিস্ক্রিয় গ্যাসের মৌল গুলি এক পরমানুক হওয়ায় এদের পারমাণবিক ব্যাসার্ধ একই পর্যায়ে উপস্থিত অন্য মৌল গুলির তুলনায় বেশি হয়।
যেসমস্ত ছাত্র-ছাত্রী বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সুবিধার জন্য তাদের p-ব্লক মৌল অধ্যায়ের (Group-15, Group-16, Group-17, Group-18) এর সাজেশন ভিত্তিক প্রশ্ম-উত্তর করে দেওয়া আছে। সমস্ত গ্রুপের সাজেশন ভিত্তিক প্রশ্ম-উত্তর পেতে আমাদের পেজে যুক্ত থাকুন।
খুব ভালো কাজ