Last Updated on November 20, 2023 by Science Master
আসন্ন 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষারর্থীর কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন ( Physical Science Madhyamik Suggestion 2024 ) তৈরী করে দেওয়া হলো। বিভিন্ন বই থেকে বিগত বছরের প্রশ্মপত্র পর্যবেক্ষন করে এই ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন তৈরী করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের সাজেশন করে দেওয়া আছে। এই পেজে শুধুমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় ” পরিবেশের জন্য ভাবনা ” থেকে 2024 সালের মাধ্যমিকের জন্য সাজেশন করে দেওয়া হলো।
◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ )ঃ প্রতিটি প্রশ্মের মান – ১
1.জ্বালানির তাপনমূল্যের SI একক হল – কিলোজুল/কেজি, ক্যালোরি, কিলোক্যালোরি/ গ্রাম, জুল।
2. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের- থার্মোস্ফিয়ার / আয়নোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / ওজোনোস্ফিয়ার।
3. বায়োগ্যাসের মূল উপাদান হল- H2S / CO2 / H2 / CH4
4. সূর্যের অতি বেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হল- ওজোন স্তর / ক্ষুধ মণ্ডল / মেসোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার।
5. ওজোন স্তর সবচেয়ে ক্ষতি করে- গ্লোবাল ওয়ার্মিং / CFC / UV রশ্মি / CH4
6. কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়- বায়ুশক্তি / সৌরশক্তি / পারমাণবিক শক্তি / জোয়ারভাটা শক্তি।
7. বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল- স্ট্রাটোস্ফিয়ার / আয়নোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার ।
8. সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে ? গামা রশ্মি / অবলোহিত রশ্মি / অতিবেগুনি রশ্মি / দৃশ্যমান আলোক রশ্মি ।
9. মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে উৎপন্ন হয় ? স্ট্রাটোস্ফিয়ার / আয়নোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার ।
10. L P G গ্যাসের প্রধান উপাদানটি- বিউটেন / হাইড্রোজেন / মিথেন / ইথেন।
11. বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়াগত প্রাকৃতিক গোলযোগ ঘটে তা হল- স্ট্রাটোস্ফিয়ার / আয়নোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার ।
12. নীচের কোন জীবাশ্ম জ্বালানির মধ্যে কোনটির তাপনমূল্য সবচেয়ে বেশি? কেরোসিন / ডিজেল / কয়লা / প্রাকৃতিক গ্যাস ।
13. নবীকরনযোগ্য শক্তি উৎসের উদাহরণ হল- কয়লা / রান্নার গ্যাস / ভূতাপ শক্তি / প্রাকৃতিক গ্যাস।
14. সূর্যের কোন রশ্মি সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে ব্যহত করে? বেতার তরঙ্গ / অতিবেগুনি রশ্মি / অবলোহিত রশ্মি / কোনোটিই নয়।
◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ) প্রতিটি প্রশ্মের মান – ১
1. বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয় ?
2. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
3. বায়োগ্যাসের প্রধান উপাদান কী ?
4. বায়োগ্যাস প্ল্যাণ্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে, তাদের কি বলে?
5. CFC এর পুরো নাম কি ?
6. কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী ?
7. স্ট্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা- …………।
8. বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন এবং উড়োজাহাজ চলাচল করে?
9. সুপারসনিক বিমান থেকে নির্গত যে গ্যাস ওজোন স্তরকে ভেঙে দেয় সেই গ্যাসটি হল ________।
10. কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস হল _________থেকে উৎপন্ন শক্তি।
[ আরও পড়ুনঃ পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের প্রশ্ম ও উত্তর। ]
◪ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ) প্রতিটি প্রশ্মের মান – ২
1.গ্রীন হাউস প্রভাব বলতে কি বোঝায়?
2. ওজোন স্তর ধংসে CFC এর ভূমিকা আলোচনা করো।
3. ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়?
4. বায়োফুয়েল কী? এর একটি ব্যবহার লেখো।
5. তাপনমূল্য কাকে বলে? এর SI একক কি?
6. বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝ ?
7. বিশ্ব উষ্ণায়ন কমানোর কয়েকটি উপায় লেখো।
8. জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো।
9. মিথেন হাইড্রেট কী ?
10. ওজোন স্তর ধংসের কারণ লেখো।
11. ওজোন স্তর ধংসের ক্ষতিকারক প্রভাব লেখো।
12. সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা ও অসুবিধা লেখো।
আমাদের ওয়েবসাইটে প্রকাশিত এই রকম গুরুত্বপূর্ণ পোস্টের সরাসরি আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram , WhatsApp চ্যানেল জয়েন করুন।
- প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণঃ অষ্টম শ্রেণীর পরিবেশবিদ্যা | Poribesh O Bigyan Chapter 5
- VSO Layer 2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024
- তড়িতের রাসায়নিক প্রভাব: অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান | Poribesh O Bigyan Class 8 Chapter 2.4
- Aikyashree Scholarship 2024-2025 | ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ, যোগ্যতা
- VSO Layer-1 Result 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৪ পরীক্ষার রেজাল্ট
- NMMS Exam 2024 | এন এম এম এস পরীক্ষা ২০২৪ আবেদন