WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Vidyasagar Science Olympiad (VSO) layer-1 result 2023

{ Layer-1 Result 2023 } বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৩ পরীক্ষার (Layer-1) রেজাল্ট

Last Updated on July 31, 2024 by Science Master

Vidyasagar Science Olympiad (VSO) layer-1 result 2023: এই বছর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৩ এর Layer-1 পরীক্ষা হয় ৭ মে ২০২৩। আজ প্রকাশিত হলো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৩ এর Layer-1 পরীক্ষার রেজাল্ট। Layer-1 পরীক্ষার পাফরমেন্সের ওপর ভিত্তি করে প্রত্যেক ইউনিটের ১০% ছাত্র-ছাত্রীকে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৩০% Layer 1 এর পরীক্ষায় থাকবে) Layer 2 এর জন্য মনোনীত করা হয়েছে।

আর সেই সঙ্গে প্রত্যেক ইউনিটের শীর্ষ ৩ জনকে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৪০% Layer 1 এর পরীক্ষায় থাকবে) বই কেনার গ্রাণ্ড হিসেবে ১০০০/- টাকা করে দেওয়া হবে।

আরও দেখুনঃ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড পরীক্ষার জন্য কিভাবে আবেদন করবেন

⬕ কিভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৩ এর (Layer-1 Result 2023 ) পরীক্ষার রেজাল্ট দেখবেনঃ

১) প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে।

আরও দেখুন:  একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রুটিন ২০২৪ | WBCHSE Class 11 Semester-1 Routine

২) এরপর Dropdown লিস্ট থেকে নিজের জেলার নাম এবং ব্লকের নাম সিলেক্ট করতে হবে।

৩) এরপর Find অপশনে ক্লিক করলেই ব্লক অনুযায়ী লিস্ট দেখা যাবে।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৩ এর Layer-1 পরীক্ষার রেজাল্ট দেখার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

VSO Exam Layer-1 Result 2023

⬕ কিভাবে Book Grand এর জন্য আবেদন করবেনঃ

প্রত্যেক ইউনিটের শীর্ষ ৩ জনকে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৪০% Layer 1 এর পরীক্ষায় থাকবে) বই কেনার গ্রাণ্ড হিসেবে ১০০০/- টাকা করে দেওয়া হবে। যেসমস্ত ছাত্র-ছাত্রী বুক গ্রাণ্ড এর জন্য সিলেক্ট হয়েছে রেজাল্ট লিস্টে তাদের নামের পাশে Book Grand Eligibility কলমে Yes লেখা থাকবে।

১) Yes অপশনে ক্লিক করতে হবে।

আরও দেখুন:  VSO Layer-1 Result 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৪ পরীক্ষার রেজাল্ট

২) এরপর একটি পেজ ওপেন হবে। যেখানে একটি ফর্ম দেওয়া থাকবে।

৩) বুক গ্রাণ্ডের জন্য আবেদন করার জন্য এই ফর্ম টি পূরণ করতে হবে।

৪) প্রথমে নামের বানান ভুল থাকলে তা সঠিক করে লেখার অপশন আছে।

৫) এরপর নিজ নিজ স্কুলের UDISE কোড দিতে হবে।

৬) এরপর বেনিফিসারির নাম, ব্যাঙ্কের অ্যাকাউণ্ট নম্বর, শাখার নাম এবং ব্যাঙ্ক IFSC কোড দিতে হবে।

৭) তারপর দশ সংখ্যার মোবাইল নম্বর দিতে হবে।

8) শেষে ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতার pdf বা JPEG আপলোড করে, Conform বক্সে ক্লিক করে Submit Your Account Details অপশনে ক্লিক করতে হবে।

বিঃ দ্রঃ বেনিফিসারির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউণ্ট না থাকলে পিতামাতা বা অবিভাবকের অ্যাকাউণ্ট নম্বর দেওয়া যাবে।

আরও দেখুন:  {pdf} WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Book Grand এর জন্য আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবেঃ

১) নিজ নিজ স্কুলের UDISE কোড।

২) ব্যাঙ্কের নাম, অ্যাকাউণ্ট নম্বর এবং IFSC কোড।

৩) ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতা বা ক্যান্সেল চেকের স্ক্যান কপি।

nath আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

google news
WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top