Last Updated on June 3, 2022 by Science Master
আজ চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের (WB HS Exam Result 2022) দিনক্ষণ ঘোষনা করা হল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় ঠিক কবে উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষনা (WB HS Exam Result 2022) করা হবে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী শুক্রবার অর্থাৎ ১০ ই জুন উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষনা করা হবে। ফলাফল ঘোষনা করা হবে ওই দিন সকাল ১১ টা থেকে। পাশাপাশি পরীক্ষার্থীরাও ওই সময় থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে। তবে ওইদিন পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট এবং পাস সার্টিফিকেট হাতে পাবে না। পরীক্ষার্থীদের মার্কশিট এবং পাস সার্টিফিকেট ২০ শে জুন দেওয়া হবে।
এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল থেকে এবং তা চলে ২৭ এপ্রিল পর্যন্ত। কোভিডের কারনে এই বছর পরীক্ষার্থীরা হোম সেন্টারে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। আর এখন পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪৪ দিনের মাথায় ফলাফল ঘোষনা হতে চলেছে।
চলুন দেখে নেওয়া যাক সংসদ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ঠিক কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে।
7. https://abpananda.abplive.in
9. abpeducation.com
10. www.aajkaal.in
11. https://bangla.hindustantimes.com/
12. https://www.indiatoday.in/education-today
ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারবে। তার জন্য মোবাইল টাইপ করতে হবে WB12<space>Roll number এবং তা পাঠিয়ে দিতে হবে 56070 নম্বরে।
অথবা, WB12<space>Roll number টাইপ করে পাঠিয়ে দিতে হবে 5676750 নম্বরে।
এছাড়াও পরীক্ষার্থীরা নিজেদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে “WBCHSE Result 2022” নামের মোবাইল অ্যাপ ইন্সটল করেও ফলাফল জানতে পারবে।
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।