Last Updated on September 9, 2022 by Science Master
WB HS Exam 2023: বদলে গেল ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশ্নপত্রের ধরন পরিবর্তনের কথা জানিয়ে দিলেন। ২০২২ সাল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের দুটি পার্ট ছিল Part-A এবং Part-B । যেখানে Part-A এর প্রশ্নের জন্য উত্তরপত্র দেওয়া হতো এবং Part-B এর উত্তর প্রশ্নপত্রেই করতে হতো। পরীক্ষার শেষে Part-B উত্তরপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হতো। কিন্তু ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আর প্রশ্নপত্রের ধরন এই রকম থাকছে না। অর্থাৎ প্রশ্নপত্রের মধ্যে আর দুটি পার্ট থাকছে না, একটি পার্টেই প্রশ্নপত্র হবে। এখানে একটি উত্তরপত্র দেওয়া হবে যেখানে সমস্ত প্রশ্নের উত্তর করতে হবে। তাই দুটি পার্ট যুক্ত করার আর কোনো প্রয়োজন থাকছে না।
একাদশ শ্রেণীর পরীক্ষায় যেমন ভাবে উত্তর করতে হয় এখানেও একই রকম ভাবে উত্তর করতে হবে। একটিই উত্তরপত্র দেওয়া হবে যেখানে উত্তর করতে হবে। প্রশ্নপত্রে মধ্যে কোনো উত্তর লেখা যাবে না।
আরও দেখুনঃ ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন।
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।