Last Updated on May 31, 2023 by Science Master
WBCHSE PPS PPR 2023
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত ২৪ মে ২০২৩। ফলাফল প্রকাশের দিনই শিক্ষা সংসদ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় ৩১ মে ২০২৩ মধ্যরাত্রি থেকে ১৬ জুন ২০২৩ মধ্যরাত্রি পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও (WBCHSE PPS PPR 2023) এর জন্য আবেদন করা যাবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীর উচ্চমাধ্যমিক পরীক্ষায় আশাতীত ফলাফল হয়নি তারা আবেদন করতে পারবেন। Post Publication Review (PPR) এবং Post Publication Scrutiny (PPS) উভয়েরই আবেদন অনলাইনে নির্দিষ্ট পোর্ট্যালে গিয়ে করতে হবে।
তবে কোনো ছাত্র-ছাত্রী একই সঙ্গে PPR/PPS বা RTI এর জন্য আবেদন করতে পারবেন না। PPR/PPS আবেদনের রেজাল্ট আউট হওয়ার পরেই RTI এর জন্য আবেদন করতে হবে।
স্ক্রটনি বা রিভিও (WBCHSE PPS PPR 2023) এর কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলীঃ
১) স্ক্রটনি (PPS) বা রিভিও (PPR) এর জন্য আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। এর জন্য পরীক্ষার্থীদের রোল নম্বর এবং মার্কশিট নম্বর লাগবে।
২) ৩১ মে ২০২৩ মধ্যরাত্রি থেকে ১৬ জুন ২০২৩ মধ্যরাত্রি উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিও এর জন্য আবেদন করা যাবে।
৩) PPS বা PPR শুধুমাত্র লিখিত উত্তরপত্রের ওপর করা যাবে।
৪) পরীক্ষার্থীরা সমস্ত বিষয়েরই PPS এর আবেদন করতে পারবে।
৫) পরীক্ষার্থী কোনো বিষয়ের অপর PPR এর জন্য আবেদন করে থাকলে আর PPS এর জন্য আবেদন করা যাবে না।
৬) Regular পরীক্ষার্থীরা সর্বোচ্চ ২ টি বিষয়ের (theory) ওপর PPR এর জন্য আবেদন করতে পারবে। তবে PPR এর জন্য আবেদন করা বিষয়ে ২০% এর থেকে কম নম্বর হওয়া যাবে না।
৭) ফেল করা পরীক্ষার্থীরা (Regular) PPR এর জন্য আবেদন করতে পারবে। তবে ২ টি কম্পালসারি বিষয়ে অন্ততপক্ষে ” C ” গ্রড থাকতে হবে।
৮) Special পরীক্ষার্থীরা শুধুমাত্র একটি বিষয়ের ওপর PPR এর জন্য আবেদন করতে পারবে যেটাতে ২০% বা তার চেয়ে বেশি নম্বর আছে।
৯) একজন Regular পাশ পরীক্ষার্থী PPR এর জন্য আবেদন করতে পারবে। তবে যে বিষয়ের ওপর PPR এর জন্য আবেদন করবেন অন্য তিন বিষয়ে যেন তার থেকে বেশি গ্রেড থাকে। Optional বিষয়ে PPR এর জন্য আবেদন করতে চাইলে তার গ্রড কমপক্ষে ” F ” হতে হবে।
10) যদি কোনো পরীক্ষার্থীর রেজাল্টে Optional বিষয় সহ O বা A+ বা A বা B+ বা B বা C বা P এইসব গ্রডগুলি থেকে তাহলে PPR এর জন্য আবেদন করতে পারবে না।
১১) আবেদনপত্রে কোনোরূপ অসংগতি বা ভুল থাকলে সংসদ থেকে আবেদন রিজেক্ট করে দেওয়া হবে। এর জন্য কোনো আবেদন ফি ফেরত দেওয়া হবে না।
১২) নির্দিষ্ট সময়ের মধ্যে PPS বা PPR এর জন্য আবেদন না করলে তা গ্রহণযোগ্য হবে না।
১৩) PPS বা PPR এর রেজাল্ট কাউন্সিল এর PPS / PPR ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং এর সঙ্গে প্রত্যেক বিদ্যালয়কে ইমেল করে দেওয়া হবে।
১৪) PPS বা PPR এর জন্য আবেদনকারী প্রার্থীদের PPS বা PPR এর রেজাল্ট যাইহোক তা গ্রহণ করতে হবে।
PPS বা PPR এর আবেদন ফিঃ
স্ক্রটনি (PPS) করতে প্রত্যেক বিষয়ের জন্য ১০০/- টাকা করে লাগবে এবং রিভিও (PPR) করতে প্রত্যেক বিষয়ের জন্য ১৫০/- টাকা করে লাগবে।
PPS বা PPR এর আবেদন পদ্ধতিঃ
১) প্রথমে নিচে দেওয়া ” Apply for PPS/PPR “ লিঙ্কে ক্লিক করলে PPS / PPR অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে।
২) এরপর ‘ Student Portal ‘ এ আবেদনকারীকে নিজের নাম রেজিস্টার করতে হবে।
৩) আবেদনকারীর নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি দিয়ে পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে।
৪) এরপর Username, Password এবং Captcha দিয়ে Sign in করতে হবে।
PPS বা PPR আবেদনের পদ্ধতি সম্পর্কে আরো বিশদে জানার জন্য শিক্ষা সংসদ থেকে প্রকাশিত নোটিস এখানে ক্লিক করে ডাউনলোড করুন ।
আরও দেখুনঃ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন।
শিক্ষা সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।