২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন (WBHS Exam Routine 2024) প্রকাশিত হলো। আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারী ২০২৪ এবং শেষ হবে ২৯ ফেব্রুয়ারী ২০২৪। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টায় এবং চলবে ৩ টা ১৫ পর্যন্ত। অর্থাৎ পরীক্ষার জন্য বরাদ্দ মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। উচ্চমাধ্যমিকের প্রাক্টিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ০১/১২/২০২৩ থেকে ১৫/১২/২০২৩ এর মধ্যে।
West Bengal HS Exam Routine 2024
| Board Name | WBCHSE |
| Exam | HS Exam for Class 12 |
| Exam Start | 16 February 2024 |
| Exam End | 29 February 2024 |
| Exam Time | 12:00 pm to 3:15 pm |
| Official Website | wbchse.wb.gov.in |
আরও দেখুনঃ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন।
⬕ ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন (WBHS Exam Routine 2024):
| পরীক্ষার তারিখ | বিষয় |
| ১৬ ফেব্রুয়ারী ২০২৪ (শুক্রবার) | বাংলা (এ), ইংলিশ (এ) , হিন্দি (এ) , নেপালি (এ) , উর্দু , সাঁওতালি , ওড়িয়া , তেলেগু , গুজরাটি , পাঞ্জাবী |
| ১৭ ফেব্রুয়ারী ২০২৪ (শনিবার) | হেলথকেয়ার , অটোমোবাইল, অরগনাইজ রিটেলিং, সিকিউরিটি, আই.টি এবং আই.টি.ই.এস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, হসপিটালিটি, পাম্বলিং , কন্সট্রাকশন, এপারেল, বিউটি অ্যাণ্ড উইলনেস, এগ্রিকালচার, পাওয়ার- ভোকেশনাল সাবজেক্ট |
| ১৯ ফেব্রুয়ারী ২০২৪ (সোমবার) | বাংলা (বি), ইংলিশ (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ |
| ২০ ফেব্রুয়ারী ২০২৪ (মঙ্গলবার) | ইকোনোমিক্স |
| ২১ ফেব্রুয়ারী ২০২৪ (বুধবার) | পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, একাউন্টেন্সি, |
| ২২ ফেব্রুয়ারী ২০২৪ (বৃহস্পতিবার) | কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যাণ্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস |
| ২৩ ফেব্রুয়ারী ২০২৪ (শুক্রবার) | কমার্শিয়াল ল ও প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি |
| ২৪ ফেব্রুয়ারী ২০২৪ (শনিবার) | রসায়নবিদ্যা, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবি, ফ্রেঞ্চ |
| ২৭ ফেব্রুয়ারী ২০২৪ (মঙ্গলবার) | গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলোজি, এগ্রোনোমি, ইতিহাস |
| ২৮ ফেব্রুয়ারী ২০২৪ (বুধবার) | বায়োলজীক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স |
| ২৯ ফেব্রুয়ারী ২০২৪ (বৃহস্পতিবার) | স্ট্যাটিস্টিক্যাল, ভূগোল, কাস্টিং এবং ট্যাক্সেসেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট |

২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ডাউনলোড করার জন্য লিঙ্কে ক্লিক করুন।
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।
- মাদ্রাসা শিক্ষা পর্ষদের ২০২৬ সালের ছুটির তালিকা | WB Madrasah Holiday List 2026
- WBBSE Holiday List 2026- মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা! PDF দেখে নিন
- NMMSE Admit Card 2025 | অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন!
- দেখুন কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের যোগ্য | SVMCM Eligibility Criteria 2025
- SVMCM Scholarship 2025-26 | স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরু হল




