Last Updated on October 30, 2024 by Science Master
Physical Science Suggestion 2025 Chapter 8.2: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর সাজেশন তৈরি করে দেওয়া হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের ” আয়নীয় ও সমযোজী বন্ধন (Ionic and Covalent Bonds)” (Madhyamik Physical Science Suggestion 2025 Chapter 8.2) থেকে সাজেশন তৈরি করে দেওয়া হলো। এই অধ্যায় থেকে কত নম্বরের কতগুলি প্রশ্ম আসবে তাও নিচে দেওয়া আছে। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা ভৌতবিজ্ঞান বিষয়ের আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের এই প্রশ্মগুলি প্র্যাকটিস করতে পারো।
Physical Science Suggestion 2025: Marks Distribution
MCQ | VSAQ | SAQ | LAQ | Total |
1 x 1 = 1 | 1 x 1 = 1 | 2 x 2 = 4 | 6 |
[ আরও দেখুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ পর্যায় সারণি | Physical Science Suggestion 2025 Chapter 8.1 ]
◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ ), প্রতিটি প্রশ্মের মান – 1
1. একটি সমযোজী ত্রি-বন্ধন যুক্ত যৌগ হল-
(a) C2H2 (b) H2O (c) CH4 (d) CCl4
2. পদত্ত কোনটি আয়নীয় যৌগ-
a) NH3 (b) MgCl2 (c) HCl (d) CH4
3. একই সঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন দেখা যায়-
a) NaCl (b) CH4 (c) KCN (d) KCl
4. হাইড্রোজেন ক্লোরাইড এর গ্যাসীয় অবস্থায় বন্ধনের প্রকৃতি-
a) সমযোজী (b) আয়নীয় (c) তড়িৎযোজী (d) অসমযোজী।
5. নীচের কোনটি তড়িৎযোজী যৌগ?
a) NH3 (b) H2O (c) CH4 (d) NaH
6. কোনটি সমযোজী যৌগ?
a) CaCl2 (b) MgCl2 (c) CCl4 (d) CuCl2
7. আয়নীয় যৌগটি হল-
a) মিথেন (b) গ্লূকোজ (c) জল (d) খাদ্যলবন
8. যে মৌলটির অণুতে দ্বি বন্ধন দেখা যায়-
(a) Cl2 (b) H2 (c) N2 (d) O2
9. কোনটি আয়নীয় যৌগ নয়-
(a) MgCl2 (b) NaCl (c) KOH (d) NH3
10. দুটি পরমানুর মধ্যে সর্বাধিক ক-টি সমযোজী বন্ধন তৈরী হতে পারে?
◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ), প্রতিটি প্রশ্মের মান – 1
1. এমন একটি যৌগের নাম লেখো যেখানে অষ্টক সূত্রের ব্যাতিক্রম দেখায়?
2. কোন ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই?
3. একটি মৌলিক অণুর নাম লেখো, যাতে সমযোজী ত্রি-বন্ধন উপস্থিত?
4. একটি যোউগের নাম লেখো, যার মধ্যে সমযোজী, অসমযোজী ও আয়নীয় সকল প্রকার বন্ধনই বর্তমান ?
5. BF3 অণুতে কোন পরমানুটির অষ্টক পূরণ হয় না?
6. আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহণ করে। [সত্য/মিথ্যা]
7. সমযোজী যৌগের স্ফুটনাঙ্ক নিন্মমানের হয়। [সত্য / মিথ্যা]
8. সমযোজী যৌগ কোন ধরনের দ্রাবকে দ্রবীভূত হয়?
9. NH3 তে উপস্থিত বন্ধনের প্রকৃতি কী?
10. সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি যৌগিক অণুর উদাহরণ দাও।
11. একটি সমযোজী যৌগের উদাহরণ দাও, যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে?
12. Mg এর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে?
13. দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী ও একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও।
14. একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী।
15. একটি সমযোজী পদার্থের নাম লেখো যা বিদ্যুৎ পরিবহণ করে?
◪ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ), প্রতিটি প্রশ্মের মান – 2
1.ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে যৌগগুলি কীভাবে গঠিত দেখাওঃ CaO, NaCl
2. সমযোজী যৌগ এবং আয়নীয় যৌগের মধ্যে চারটি পার্থক্য লেখো।
3. আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন?
4. সমযোজ্যতা ও তড়িৎ যোজ্যতা বলতে কি বোঝায়?
5. চিনির জলীয় দ্রবন তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবন পারে কেন?
6. সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেত ওজন কথাটি ব্যবহার যুক্তিসঙ্গত কেন?
7. ইলেকট্রন ডট গঠনের সাহায্যে নির্ণয় করো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে সমযোজী, না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। (Mg=12, Cl=17)
8. কোনটি তড়িৎযোজী ও কোনটি সমযোজী লেখোঃ NaF, HCl, C2H4, CaO, MgCl2 , CaCl2, CCl4, H2O, CH4 , CO2 , NaCl
9. সমযোজী দ্বি বন্ধন যুক্ত একটি যৌগিক অণুর উদাহরণ দাও। অণুটির লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো।
10. A,B এর পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 18। এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত ও প্রকৃতি উল্লেখ করো।
11. Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন?
12. CO2 অণুর লুইস ডট গঠন দেখাও।
13. লুইস ডট চিত্রের সাহায্যে অ্যাসিটিলিন যৌগের গঠন দেখাও।
14. সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na-Cl হিসাবে প্রকাশ করা যায় না কেন?
15. MgCl2 , CCl4 এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি এবং কেন?
16. লুইস ডট চিত্র অঙ্কন করোঃ অ্যামোনিয়া ও মিথেন।
17. একটি পরমানু থেকে অপর একটি পরমানুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয়? একটি উদাহরণ দিয়ে দেখাও।
18. লুইস এর ধরনা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো।
19. একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও।
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Madhyamik Life Science Chapter 1 VSAQ
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ আয়নীয় ও সমযোজী বন্ধন | Physical Science Suggestion 2025 Chapter 8.2
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ পর্যায় সারণি | Physical Science Suggestion 2025 Chapter 8.1
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ চলতড়িৎ | Physical Science Suggestion 2025 Chapter 6