Physical Science Suggestion 2025 Chapter 8.1

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ পর্যায় সারণি | Physical Science Suggestion 2025 Chapter 8.1

Last Updated on October 28, 2024 by Science Master

WBBSE Madhyamik Physical Science Suggestion 2025 chapter 8.1: আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের “পর্যায় ও সারণি (Periodic Table)” (Madhyamik Physical Science Suggestion 2025 Chapter 8.1) থেকে সাজেশন তৈরি করে দেওয়া হলো। পর্যায় ও সারণি অধ্যায় থেকে কত নম্বরের কতগুলি প্রশ্ম আসবে তাও নিচে দেওয়া আছে। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা ভৌতবিজ্ঞান বিষয়ের পর্যায় ও সারণি অধ্যায়ের এই প্রশ্মগুলি প্র্যাকটিস করতে পারো।

MCQVSAQSAQLAQTotal
1 x 1 = 11 x 2 = 23 x 1 = 36

1.সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি-

(a) Br (b) F (c) Cl (d) I

2. পর্যায়-সারণির কোনো একটি শ্রেণি ধরে উপর থেকে নীচে নামলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ-

a) বৃদ্ধি পায় (b) হ্রাস পায় (c) একই থাকে (d) কখনো বৃদ্ধি পায় কখনো হ্রাস পায়।

3. হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির কোন শ্রেণিতে অবস্থিত ?

a) 10 (b) 17 (c) 18 (d) 2

4. মৌলের যে ধর্মটি পর্যায়গত নয় সেটি হল-

a) গলনাঙ্ক (b) তড়িৎ ঋণাত্মকতা (c) তেজস্ক্রিয়তা (d) জারণ-বিজারণ।

5. পর্যায়-সারণির কোন গ্রুপে কঠিন, তরল, গ্যাস তিন ধরনের মৌলই দেখতে পাওয়া যায়?

a) গ্রুপ -15 (b) গ্রুপ – 16 (c) গ্রুপ – 17 (d) গ্রুপ – 18

6. পর্যায়-সারণির কোনো পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ-

a) বৃদ্ধি পায় (b) হ্রাস পায় (c) একই থাকে (d) কখনো বৃদ্ধি পায় কখনো হ্রাস পায়।

7. তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি-

a) B<Li<C<Be (b) C<B<Be<Li (c) Li<Be<B<C (d) Be<Li<C<B

8. নীচের কোন মৌলটির আয়নীভবন বিভব সর্বাধিক?

(a) F (b) C (c) N (d) O

9. কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক-

(a) K (b) H (c) Li (d) Na

10. মেণ্ডেলিভ তার পর্যায়-সারণিতে মৌলগুলিকে সাজান ক্রমবর্ধমান-

a) প্রোটন সংখ্যা অনুসারে (b) ইলেকট্রন সংখ্যা অনুসারে (c) নিউট্রন সংখ্যা অনুসারে (d) পারমাণবিক ভর অনুসারে।

11. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা-

a) 10 (b) 12 (c) 14 (d) 16

12. Li , Na , K এর পারমাণবিক ব্যাসার্ধের ক্রম-

a) Li > Na > K (b) Na > Li > K (c) K > Na > Li (d) K > Li > Na

13. নীচের কোন মৌলটি সন্ধিগত মৌল-

a)Cu (b) Mg (c) K (d) Zn

14. পর্যায়-সারণির কোন শ্রেণিতে নোবেল গ্যাস বর্তমান-

a) 15 (b) 16 (c) 17 (d) 18

15. আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে পর্যায় ও শ্রেণি সংখ্যা যথাক্রমে-

a) 7 ও 9 (b) 7 ও 8 (c) 17 ও 9 (d) 7 ও 18

16. 16 -নং শ্রেণির মৌলগুলিকে বলে-

a) নিকটোজেন (b) হ্যালোজেন (c) চ্যালকোজেন (d) ক্ষার ধাতু।

17. পর্যায়-সারণির কোনো পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে মৌলগুলির আয়নীয় বিভব ক্রমশ-

a) বৃদ্ধি পায় (b) হ্রাস পায় (c) একই থাকে (d) কখনো বৃদ্ধি পায় কখনো হ্রাস পায়।

18. নীচের কোন ধরনের মৌলের সাধারণত পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়- a) নিস্ক্রিয় গ্যাস (b) ক্ষার ধাতু (c) ক্ষারীয় মৃত্তিকা মৌল (d) সন্ধিগত মৌল।

আরও দেখুনঃ ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ম এবং তার উত্তর।

1. কোন মৌলটিকে দুষ্ট মৌল বলে?

2. দীর্ঘ পর্যায়-সারণির কোন শ্রেণিতে কঠিন, তরল ও গ্যাসীয় মৌল একসঙ্গে উপস্থিত?

3. দীর্ঘ পর্যায়-সারণির কোন শ্রেণিতে হ্যালোজেন মৌল গুলিকে রাখা হয়?

4. একটি তেজস্ক্রিয় নোবেল গ্যাসের নাম লেখো।

5. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে?

6. মেণ্ডেলিভের পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণি আছে?

7. মৌলের কোন ধর্মটি পর্যায়গত নয়?

8. শ্রেণি বরাবর ওপর থেকে নিচে গেলে পরমানুর ব্যাসার্ধ ……….।

9. হ্যালোজেন মৌল গুলির যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা ……….।

10. সবচেয়ে সক্রিয় হ্যালোজেন মৌল কোনটি ?

11. চ্যালকোজেন কাদের বলা হয়?

12. একা সিলিকনের বর্তমান নাম কী?

13. তড়িৎ ঋণাত্মকতার একক কি?

14. ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখো।

15. সবচেয়ে হালকা ধাতু কোনটি?

1. মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝায়? B, N, C, O কে আয়নন শক্তির মানের উর্দ্ধক্রমে সাজাও।

2. আধুনিক পর্যায় সূত্রটি লেখো। পর্যায়-সারণিতে হাইড্রোজেনকে গ্রুপ I A ও VII B গ্রুপ তে স্থান দেবার স্বপক্ষে দুটি যুক্তি দাও?

3. মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় বরাবর এটি কীভাবে পরিবর্তিত হয়?

4. ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌলগুলির ধর্মের পার্থক্য লেখো।

5. সুপার হ্যালোজেন মোউ কাকে বলে? প্রথম সন্ধিগত মৌলের নাম লেখো।

6. মেণ্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। পর্যায়-সারণিতে মৌল সমূহের তড়িৎ ঋণাত্মকতা পর্যায় ও শ্রেণি বরাবর কীভাবে পরিবর্তিত হয় লেখো।

7.কোন শ্রেণির মৌলগুলিকে নিকটোজেন বলে? একটি তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম লেখো।

8. নিস্ক্রিয় গ্যাসের পরমানুর আয়নন বিভব বেশি হয় কেন?

9. মেণ্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন?

10. সন্ধিগত মৌল বলতে কি বোঝায়? একটি উদাহরণ দাও।

11. সন্ধিগত মৌলের দুটি বৈশিষ্ট্য লেখো।

12. নিস্ক্রিয় মৌল গুলি সাধারণত রাসায়নিক ভাবে নিস্ক্রিয় হয় কেন?

nath আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *