Last Updated on April 29, 2022 by Science Master
Periodic Table | পর্যায় সারণি- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022
আসন্ন ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষারর্থীর কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন ( Madhyamik Physical Science Suggestion 2022 ) তৈরী করে দেওয়া হলো। বিভিন্ন বই থেকে বিগত বছরের প্রশ্মপত্র পর্যবেক্ষন করে এই ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন তৈরী করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের সাজেশন করে দেওয়া আছে। এই পেজে শুধুমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের অধ্যায় ” পর্যায়-সারণি ( Periodic Table )” থেকে ২০২২ সালের মাধ্যমিকের জন্য সাজেশন করে দেওয়া হলো।
◪ ভৌতবিজ্ঞান বিষয়ের Reduced Syllabus:
সাধারণ অংশঃ পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ , রাসায়নিক গণনা।
পদার্থবিদ্যাঃ আলো, চলতড়িৎ।
রসায়নঃ পর্যায়-সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়ণীয় ও সমযোজী বন্ধন , তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া।
◪ পর্যায় সারণি অধ্যায়ের প্রশ্মের কাঠামো ও নম্বর বিভাজনঃ
MCQ | VSAQ | SAQ | LAQ | TOTAL |
1 x 2 = 2 | 1 x 3 = 3 | 2 x 1 = 2 | 3 x 1 = 3 | 10 |
◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ )ঃ প্রতিটি প্রশ্মের মান – 1
1.সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি-
(a) Br (b) F (c) Cl (d) I
2. পর্যায়-সারণির কোনো একটি শ্রেণি ধরে উপর থেকে নীচে নামলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ-
a) বৃদ্ধি পায় (b) হ্রাস পায় (c) একই থাকে (d) কখনো বৃদ্ধি পায় কখনো হ্রাস পায়।
3. হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির কোন শ্রেণিতে অবস্থিত ?
a) 10 (b) 17 (c) 18 (d) 2
4. মৌলের যে ধর্মটি পর্যায়গত নয় সেটি হল-
a) গলনাঙ্ক (b) তড়িৎ ঋণাত্মকতা (c) তেজস্ক্রিয়তা (d) জারণ-বিজারণ।
5. পর্যায়-সারণির কোন গ্রুপে কঠিন, তরল, গ্যাস তিন ধরনের মৌলই দেখতে পাওয়া যায়?
a) গ্রুপ -15 (b) গ্রুপ – 16 (c) গ্রুপ – 17 (d) গ্রুপ – 18
6. পর্যায়-সারণির কোনো পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ-
a) বৃদ্ধি পায় (b) হ্রাস পায় (c) একই থাকে (d) কখনো বৃদ্ধি পায় কখনো হ্রাস পায়।
7. তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি-
a) B<Li<C<Be (b) C<B<Be<Li (c) Li<Be<B<C (d) Be<Li<C<B
8. নীচের কোন মৌলটির আয়নীভবন বিভব সর্বাধিক?
(a) F (b) C (c) N (d) O
9. কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক-
(a) K (b) H (c) Li (d) Na
10. মেণ্ডেলিভ তার পর্যায়-সারণিতে মৌলগুলিকে সাজান ক্রমবর্ধমান-
a) প্রোটন সংখ্যা অনুসারে (b) ইলেকট্রন সংখ্যা অনুসারে (c) নিউট্রন সংখ্যা অনুসারে (d) পারমাণবিক ভর অনুসারে।
11. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা-
a) 10 (b) 12 (c) 14 (d) 16
12. Li , Na , K এর পারমাণবিক ব্যাসার্ধের ক্রম-
a) Li > Na > K (b) Na > Li > K (c) K > Na > Li (d) K > Li > Na
13. নীচের কোন মৌলটি সন্ধিগত মৌল-
a)Cu (b) Mg (c) K (d) Zn
14. পর্যায়-সারণির কোন শ্রেণিতে নোবেল গ্যাস বর্তমান-
a) 15 (b) 16 (c) 17 (d) 18
15. আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে পর্যায় ও শ্রেণি সংখ্যা যথাক্রমে-
a) 7 ও 9 (b) 7 ও 8 (c) 17 ও 9 (d) 7 ও 18
16. 16 -নং শ্রেণির মৌলগুলিকে বলে-
a) নিকটোজেন (b) হ্যালোজেন (c) চ্যালকোজেন (d) ক্ষার ধাতু।
17. পর্যায়-সারণির কোনো পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে মৌলগুলির আয়নীয় বিভব ক্রমশ-
a) বৃদ্ধি পায় (b) হ্রাস পায় (c) একই থাকে (d) কখনো বৃদ্ধি পায় কখনো হ্রাস পায়।
[আরও দেখুন: গ্যাসের আচরণ অধ্যায়ের সাজেশন 2022 ]
◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ) প্রতিটি প্রশ্মের মান – 1
1. কোন মৌলটিকে দুষ্ট মৌল বলে?
2. দীর্ঘ পর্যায়-সারণির কোন শ্রেণিতে কঠিন, তরল ও গ্যাসীয় মৌল একসঙ্গে উপস্থিত?
3. দীর্ঘ পর্যায়-সারণির কোন শ্রেণিতে হ্যালোজেন মৌল গুলিকে রাখা হয়?
4. একটি তেজস্ক্রিয় নোবেল গ্যাসের নাম লেখো।
5. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে?
6. মেণ্ডেলিভের পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণি আছে?
7. মৌলের কোন ধর্মটি পর্যায়গত নয়?
8. শ্রেণি বরাবর ওপর থেকে নিচে গেলে পরমানুর ব্যাসার্ধ ……….।
9. হ্যালোজেন মৌল গুলির যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা ……….।
10. সবচেয়ে সক্রিয় হ্যালোজেন মৌল কোনটি ?
11. চ্যালকোজেন কাদের বলা হয়?
12. একা সিলিকনের বর্তমান নাম কী?
13. তড়িৎ ঋণাত্মকতার একক কি?
14. ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখো।
15. সবচেয়ে হালকা ধাতু কনটি?
[ আরও দেখুন: পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের সাজেশন 2022 ]
◪ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ) প্রতিটি প্রশ্মের মান – 2
- কোন শ্রেণির মৌলগুলিকে নিকটোজেন বলে? একটি তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম লেখো।
2. নিস্ক্রিয় গ্যাসের পরমানুর আয়নন বিভব বেশি হয় কেন?
3. মেণ্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো।
4. সন্ধিগত মৌল বলতে কি বোঝায়? একটি উদাহরণ দাও।
5. হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কে?
6. নিস্ক্রিয় মৌল গুলি সাধারণত রাসায়নিক ভাবে নিস্ক্রিয় হয় কেন?
7. সন্ধিগত মৌলের দুটি বৈশিষ্ট্য লেখো।
[আরও দেখুনঃ ভৌতবিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ম এবং তার উত্তর। ]
◪ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ম ( LAQ ) প্রতিটি প্রশ্মের মান – 3
1. মৌলের আয়নন শক্তি বলতে কি বোঝায়? B, N, C, O কে আয়নন শক্তির মানের উর্দ্ধক্রমে সাজাও।
2. আধুনিক পর্যায় সূত্রটি লেখো। পর্যায়-সারণিতে হাইড্রোজেনকে গ্রুপ I A ও VII B গ্রুপ তে স্থান দেবার স্বপক্ষে দুটি যুক্তি দাও?
3. মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় বরাবর এটি কীভাবে পরিবর্তিত হয়?
4. ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌলগুলির ধর্মের পার্থক্য লেখো।
5. সুপার হ্যালোজেন মোউ কাকে বলে? প্রথম সন্ধিগত মৌলের নাম লেখো।
6. মেণ্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। পর্যায়-সারণিতে মৌল সমূহের তড়িৎ ঋণাত্মকতা পর্যায় ও শ্রেণি বরাবর কীভাবে পরিবর্তিত হয় লেখো।
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।