মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test

Madhyamik Physical Science Mock Test

মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test

20211205 001414

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | Physical Science Madhyamik Suggestion 2022: পরিবেশের জন্য ভাবনা

Last Updated on August 10, 2022 by Science Master

Madhyamik Suggestion 2022

Sub- Physical Science

Chapter: Concerns about Environment

আসন্ন ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষারর্থীর কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন ( Physical Science Madhyamik Suggestion 2022 ) তৈরী করে দেওয়া হলো। বিভিন্ন বই থেকে বিগত বছরের প্রশ্মপত্র পর্যবেক্ষন করে এই ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন তৈরী করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের সাজেশন করে দেওয়া আছে। এই পেজে শুধুমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় ” পরিবেশের জন্য ভাবনা ” থেকে ২০২২ সালের মাধ্যমিকের জন্য সাজেশন করে দেওয়া হলো।

মাধ্যমিক পরীক্ষা 2022 সালের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের Reduced Syllabus:

সাধারণ অংশঃ পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ , রাসায়নিক গণনা।

পদার্থবিদ্যাঃ আলো, চলতড়িৎ।

রসায়নঃ পর্যায়সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়ণীয় ও সমযোজী বন্ধন , তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া।

পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের প্রশ্মের কাঠামো ও নম্বর বিভাজনঃ

আরও দেখুন:  মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test
MCQVSAQSAQTOTAL
1 x 1 = 11 x 2 = 22 x 1 = 25
Madhyamik Suggestion 2022

সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ )ঃ প্রতিটি প্রশ্মের মান – ১

  1. জ্বালানির তাপনমূল্যের  SI একক হল – কিলোজুল/কেজি, ক্যালোরি, কিলোক্যালোরি/ গ্রাম,  জুল। 

2. কোনটি জীবাশ্ম জ্বালানী নয়- গোবর গ্যাস/ প্রাকৃতিক গ্যাস/ কয়লা/ পেট্রোলিয়াম।

3. বায়োগ্যাসের মূল উপাদান হল- H2S / CO2 / H2 / CH4

4. সূর্যের অতি বেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হল- ওজোন স্তর / ক্ষুধ মণ্ডল / মেসোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার।

5. ওজোন স্তর সবচেয়ে ক্ষতি করে- গ্লোবাল ওয়ার্মিং / CFC /  UV রশ্মি / CH4

6. ওজোন স্তর সবচেয়ে ক্ষতি করে- গ্লোবাল ওয়ার্মিং / CFC /  UV রশ্মি / CH4

7. বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল- স্ট্রাটোস্ফিয়ার / আয়নোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার ।

8. সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে ?গামা রশ্মি / অবলোহিত রশ্মি / অতিবেগুনি রশ্মি / দৃশ্যমান আলোক রশ্মি ।  

9. মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে উৎপন্ন হয় ?

10. L P G গ্যাসের প্রধাণ উপাদানটি- বিউটেন / হাইড্রোজেন / মিথেন / ইথেন।

11. কোনটি অপ্রচলিত শক্তির উৎস নয়- বায়ুশক্তি / সৌরশক্তি / পারমাণবিক শক্তি / জোয়ারভাটা শক্তি।

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4

[ আরও দেখুনঃআয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের সাজেশন 2022 ]

◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ) প্রতিটি প্রশ্মের মান – ১

  1. বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয় ? 

2. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

3. বায়োগ্যাসের প্রধান উপাদান কী ?

4. বায়োগ্যাস প্ল্যাণ্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে, তাদের কি বলে?

5. CFC এর পুরো নাম কি ?

6. কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী ?

7. স্ট্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা- …………।

8. ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 m উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় ।[সত্য/ মিথ্যা]

9. ‘ পৃথিবীর ছাতা ‘ নামে পরিচিত বায়ুমণ্ডলের ……….স্তর।

[আরও পড়ুনঃ- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | গ্যাসের আচরণ ]

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ) প্রতিটি প্রশ্মের মান – ২

  1. গ্রীন হাউস প্রভাব বলতে কি বোঝায়?

2. ওজোন স্তর ধংসে CFC এর ভূমিকা আলোচনা করো। 

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ জৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.6

3. ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? 

4. বায়োফুয়েল কী? এর একটি ব্যবহার লেখো। 

5. পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব লেখো। 

6. বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝ ?

7. বিশ্ব উষ্ণায়ন কমানোর কয়েকটি উপায় লেখো। 

8. স্থিতিশীল উন্নয়নের ধারনাটি কী ? 

9. মিথেন হাইড্রেট কী ?  

10. ওজোন স্তর ধংসের কারণ লেখো। 

11. জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো।

[ আরও পড়ুনঃ পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের প্রশ্ম ও উত্তর। ]

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top