আসন্ন 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষারর্থীর কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন ( Madhyamik Physical Science Suggestion 2024 ) তৈরী করে দেওয়া হলো। বিভিন্ন বই থেকে বিগত বছরের প্রশ্মপত্র পর্যবেক্ষন করে এই ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন ( Madhyamik Physical Science Suggestion 2024 ) তৈরী করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের সাজেশন করে দেওয়া আছে। এই পেজে শুধুমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের অধ্যায় ” আয়ণীয় ও সমযোজী বন্ধন ( Ionic and Covalent Bonding )” থেকে 2024 সালের মাধ্যমিকের জন্য সাজেশন করে দেওয়া হলো।
◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ )ঃ প্রতিটি প্রশ্মের মান – 1
1. একটি সমযোজী ত্রি-বন্ধন যুক্ত যৌগ হল-
(a) C2H2 (b) H2O (c) CH4 (d) CCl4
2. পদত্ত কোনটি আয়নীয় যৌগ-
a) NH3 (b) MgCl2 (c) HCl (d) CH4
3. একই সঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন দেখা যায়-
a) NaCl (b) CH4 (c) KCN (d) KCl
4. হাইড্রোজেন ক্লোরাইড এর গ্যাসীয় অবস্থায় বন্ধনের প্রকৃতি-
a) সমযোজী (b) আয়নীয় (c) তড়িৎযোজী (d) অসমযোজী।
5. নীচের কোনটি তড়িৎযোজী যৌগ?
a) NH3 (b) H2O (c) CH4 (d) NaH
6. কোনটি সমযোজী যৌগ?
a) CaCl2 (b) MgCl2 (c) CCl4 (d) CuCl2
7. আয়নীয় যৌগটি হল-
a) মিথেন (b) গ্লূকোজ (c) জল (d) খাদ্যলবন
8. যে মৌলটির অণুতে দ্বি বন্ধন দেখা যায়-
(a) Cl2 (b) H2 (c) N2 (d) O2
9. কোনটি আয়নীয় যৌগ নয়-
(a) MgCl2 (b) NaCl (c) KOH (d) NH3
10. দুটি পরমানুর মধ্যে সর্বাধিক ক-টি সমযোজী বন্ধন তৈরী হতে পারে?
(a) 2 (b) 3 (c) 4 (d) 5
আরও দেখুনঃ আয়ণীয় ও সমযোজী বন্ধন ( Ionic and Covalent Bonding ) অধ্যায়ের প্রশ্ম-উত্তর।
◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ) প্রতিটি প্রশ্মের মান – 1
1. এমন একটি যৌগের নাম লেখো যেখানে অষ্টক সূত্রের ব্যাতিক্রম দেখায়?
2. কোন ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই?
3. একটি মৌলিক অণুর নাম লেখো, যাতে সমযোজী ত্রি-বন্ধন উপস্থিত?
4. একটি যোউগের নাম লেখো, যার মধ্যে সমযোজী, অসমযোজী ও আয়নীয় সকল প্রকার বন্ধনই বর্তমান ?
5. BF3 অণুতে কোন পরমানুটির অষ্টক পূরণ হয় না?
6. আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহণ করে। [সত্য/মিথ্যা]
7. সমযোজী যৌগের স্ফুটনাঙ্ক নিন্মমানের হয়। [সত্য / মিথ্যা]
8. সমযোজী যৌগ কোন ধরনের দ্রাবকে দ্রবীভূত হয়?
9. NH3 তে উপস্থিত বন্ধনের প্রকৃতি কী?
10. সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি যৌগিক অণুর উদাহরণ দাও।
11. একটি সমযোজী যৌগের উদাহরণ দাও, যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে?
12. Mg এর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে?
13. দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী ও একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও।
14. একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী।
15. একটি সমযোজী পদার্থের নাম লেখো যা বিদ্যুৎ পরিবহণ করে?
◪ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ) প্রতিটি প্রশ্মের মান – 2
1.ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে যৌগগুলি কীভাবে গঠিত দেখাওঃ CaO, NaCl
2. সমযোজী যৌগ এবং আয়নীয় যৌগের মধ্যে চারটি পার্থক্য লেখো।
3. আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন?
4. সমযোজ্যতা ও তড়িৎ যোজ্যতা বলতে কি বোঝায়?
5. চিনির জলীয় দ্রবন তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবন পারে কেন?
6. সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেত ওজন কথাটি ব্যবহার যুক্তিসঙ্গত কেন?
7. ইলেকট্রন ডট গঠনের সাহায্যে নির্ণয় করো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে সমযোজী, না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। (Mg=12, Cl=17)
8. কোনটি তড়িৎযোজী ও কোনটি সমযোজী লেখোঃ NaF, HCl, C2H4, CaO, MgCl2 , CaCl2, CCl4, H2O, CH4 , CO2 , NaCl
9. সমযোজী দ্বি বন্ধন যুক্ত একটি যৌগিক অণুর উদাহরণ দাও। অণুটির লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো।
10. A,B এর পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 18। এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত ও প্রকৃতি উল্লেখ করো।
11. Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন?
12. CO2 অণুর লুইস ডট গঠন দেখাও।
13. লুইস ডট চিত্রের সাহায্যে অ্যাসিটিলিন যৌগের গঠন দেখাও।
14. সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na-Cl হিসাবে প্রকাশ করা যায় না কেন?
15. MgCl2 , CCl4 এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি এবং কেন?
16. লুইস ডট চিত্র অঙ্কন করোঃ অ্যামোনিয়া ও মিথেন।
17. একটি পরমানু থেকে অপর একটি পরমানুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয়? একটি উদাহরণ দিয়ে দেখাও।
18. লুইস এর ধরনা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো।
19. একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও।
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।
- VSO-2025 Layer-2 Admit Card | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫
- Group-18 Elements MCQ | দ্বাদশ শ্রেণীর রসায়ন (Semester 3)
- Taruner Swapna 2025 | তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্র-ছাত্রীরা পাবে 10000 টাকা। দেখে নিন কি কি তথ্য লাগবে?
- গ্রুপ-১৭ মৌলসমূহ MCQ | Group-17 Elements Class 12 Chemistry
- গ্রুপ-১৬ মৌলসমূহ MCQ দ্বাদশ শ্রেণী- রসায়ন (Sem-III) | Group-16 Elements MCQ Class 12 Chemistry