Last Updated on January 14, 2024 by Science Master
মাধ্যমিক ” আলো ” অধ্যায়ের অনলাইন মক টেস্ট | Madhyamik Light Chapter Online Mock Test
মাধ্যমিকের ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর অনলাইন মক টেস্টের (Online Mock Test) ব্যবস্থা করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অংশগ্রহণ করতে পারো। এতে তোমাদের ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর ভীত আরও মজবুত হবে। এই পেজে ভৌত বিজ্ঞান বিষয়ের ” আলো ” অধ্যায়ের ওপর অনলাইন মক টেস্টের (Online Mock Test) ব্যবস্থা করা হয়েছে।
তোমরা যারা অংশগ্রহণ করতে চাও তারা প্রথমে ভালো করে ভৌত বিজ্ঞান বিষয়ের ” আলো ” অধ্যায়টি ভালো করে পড়ে নেবে। সমস্ত প্রশ্ম MCQ এবং প্রতিটি প্রশ্মের মান ১ করে। নিচে দেওয়া লিঙ্কের Start Button এ ক্লিক করলেই টেস্ট শুরু হয়ে যাবে। টেস্টের শেষে নিজের নাম লিখে Submit করলেই রেজাল্ট দেখা যাবে।
আরও দেখুনঃ আলো অধ্যায়ের অনলাইন মক টেস্ট পার্ট -১
আরও দেখুনঃ গ্যাসের আচরন অধ্যায়ের অনলাইন মক টেস্ট ।
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।