Last Updated on October 25, 2024 by Science Master
Madhyamik Physical Science Suggestion 2025: আসন্ন ২০২৫ সালের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের অধ্যায় ” তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ” (Madhyamik Physical Science Suggestion 2025 Chapter 8.3) থেকে সাজেশন তৈরি করে দেওয়া হলো। এই অধ্যায় থেকে কত নম্বরের কতগুলি প্রশ্ম আসবে তাও নিচে দেওয়া আছে। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা ভৌতবিজ্ঞান বিষয়ের তড়িৎপ্রবাহ ও রাসায়নিক অধ্যায়ের এই প্রশ্মগুলি প্র্যাকটিস করতে পারো।
Madhyamik Physical Science Suggestion 2025: Marks Distribution
MCQ | VSAQ | SAQ | LAQ | Total |
1 x 1 = 1 | 1 x 2 = 2 | – | 3 x 1 = 3 | 6 |
◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ )ঃ প্রতিটি প্রশ্মের মান – 1
1. নীচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে- (a) কঠিন NaCl (b) গলিত NaCl (c) গলিত HCl (d) গ্লূকোজের জলীয় দ্রবন।
2. প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য- (a) NH4OH (b) NaOH (c) CH3COOH (d) C6H12O6
3. কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য- (a) NaOH (b) NaCl (c) KOH (d) CH3COOH
4. তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহনের জন্য দায়ী হল- (a) মুক্ত ইলেকট্রন (b) অণু (c) ক্যাটায়ন, অ্যানায়ন (d) পরমানু।
5. অ্যানোড মাডে কোনটি উপস্থিত থাকে না? (a) Ag (b) Au (c) Pt (d) Cu
6. ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে- (a) ইলেকট্রন (b) ক্যাটায়ন (c) অ্যানায়ন (d) সবগুলি ।
7. অ্যাসিড মিশ্রিত জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত – (a) 1:2 (b) 2:1 (c) 1:1 (d) 2:3
8. জলীয় দ্রবণে তড়িৎ অবিশ্লেষ্য যৌগের উদাহরণ হল- (a) KCl (b) NaCl (c) MgCl2 (d) চিনি।
9. নীচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ- (a) অ্যালকোহল (b) বেঞ্জিন (c) কেরোসিন (d) লঘু HNO3
10. তড়িদবিশ্লেষণের সময় ক্যাথোডে ঘটে- (a) জারণ (b) বিজারণ (c) জল উৎপাদন (d) আলোক বিকিরণ।
11. তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্রটির নাম কী ? (a) ভোল্টামিটার (b) অ্যামমিটার (c) ক্যালোরিমিটার (d) ভোল্টমিটার।
12. তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরীত হয়- (a) শব্দ শক্তি (b) তাপশক্তি (c) রাসায়নিক শক্তি (d) চৌম্বকীয় শক্তিতে।
13. জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে উৎপন্ন হয়- (a) O2 (b) H2 (c) O (d) H
14. সিলভার প্লেটিং করতে তড়িদবিশ্লেষ্যরূপে ব্যবহৃত হয়- (a) পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড (b) পটাশিয়াম অ্যারোসায়ানাইড (c) পটাশিয়াম সায়ানাইড (d) পটাশিয়াম ক্লোরাইড।
15. তড়িদবিশ্লেষণের সময় কোন প্রকার তড়িৎপ্রবাহ ব্যবহৃত হয়? (a) AC প্রবাহ (b) DC প্রবাহ (c) AC ও DC (d) কোনো প্রকার তড়িৎ প্রবাহের প্রয়োজন নেই
[আরও দেখুনঃ ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ম এবং তার উত্তর। ]
◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ) প্রতিটি প্রশ্মের মান – 1
1. AC না DC কোন ধরনের তড়িৎ তড়িদবিশ্লেষণের সময় ব্যবহার করা হয়?
2. কোনো ধাতুর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নিতে হবে?
3. কোনো ধাতুর ওপর রুপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নিতে হবে?
4. লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোডে কী ব্যবহৃত হয়?
5. তামার প্রলেপ দিতে বিশুদ্ধ _______পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। [শূন্যস্থান পূরণ করো]
6. তড়িদবিশ্লেষণ প্রক্রিয়ায় জারণ বিক্রিয়া ঘটে কোন তড়িদ্বারে ?
7. লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িদ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করা যায়?
8. কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ পরিবহনের সময় তড়িতের বাহক কারা?
9. কোন তড়িব্দারকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত রাখা হয়?
10. জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়?
11. তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টামিটারে তড়িৎ প্রবাহের অভিমুখ কোনদিকে হয়।
12. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়?
13. সিলভার প্লেটিং এ ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম কী কী ?
14. ক্ষার যুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে কী উৎপন্ন হয়?
15. তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরীত হয়?
16. কোন অধাতু তড়িৎ পরিবহণ করে?
17. অ্যানোড মাডে উপস্থিত একটি দামী ধাতুর নাম লেখো।
18. তড়িদবিশ্লেষণ প্রকৃতপক্ষে ______বিক্রিয়া। [শূন্যস্থান পূরণ করো]
19. একটি অজৈব মৃদু তড়িদবিশ্লেষ্য হল _________।
20. তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর পাতকে _______রূপে ব্যবহার করা হয়। [শূন্যস্থান পূরণ করো]
◪ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ) প্রতিটি প্রশ্মের মান – 2
1.অ্যানোড মাড কী? অ্যানোড মাডে পাওয়া যায় দুটি মূল্যবান ধাতুর নাম লেখো।
2. NaCl এর দ্রবন তড়িৎ বিশ্লেষণ করলেও চিনির দ্রবন করে না কেন?
3. গোল্ড প্লেটিং ও সিলভার প্লেটিং এর জন্য প্রয়োজনীয় তড়িদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী কী নিতে হবে?
4. মৃদু তড়িৎ বিশ্লেষ্য ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? উদাহরণ দাও।
5. কপার তড়িদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দুটি লেখো।
6. তড়িৎ লেপন বলতে বলতে কি বোঝায়? তড়িৎ লেপনের উদ্দেশ্য লেখো।
7. বিশুদ্ধ জলে অল্প পরিমান H2SO4 মেশালে জলের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় কেন?
8. অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে কী কী মেশানো হয়? ক্যাথোডে যে বিক্রিয়া ঘটে সেটি লেখো।
9. অম্লায়িত জলের তড়িদ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়?
10. সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয় না কেন?
11. ‘সব তড়িদবিশ্লেষ্য পদার্থই তড়িৎ পরিবাহী কিন্তু সমস্ত তড়িৎ পরিবাহী তড়িদবিশ্লেষ্য নয়’- বুঝিয়ে লেখো।
12. লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড ও তড়িদবিশ্লেষ্য রূপে কী ব্যবহার করবে? তড়িদ্দারে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো।
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- {pdf} WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫
- WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫
- WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫
- {pdf} উত্তরসহ মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্মপত্র | Madhyamik 2023 Life Science Solved Paper
- অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানঃ কার্বন ও কার্বনঘটিত যৌগ | Poribesh O Bigyan Class 8 Chapter 4