Last Updated on March 6, 2024 by Science Master
ভারতীয় সংবিধান (Indian Constitution)
Indian Constitution GK: ভারতীয় সংবিধান থেকে ১০০ টি প্রশ্ম-উত্তর দেওয়া হলো। Competative Exam এর প্রস্তুতির জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তর গুলি দেখে নিন। বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন WBP, TET, PSC, Rail ইত্যাদির জন্য ভারতীয় সংবিধান থেকে প্রশ্ম আসেই আসে। তাই দেরি না করে তাড়াতাড়ি প্রশ্ম-উত্তর গুলি দেখে নিন।
এক নজরে>>
1. কাকে ভারতীয় সংবিধানের (Indian Constitution) জনক বলা হয় ?
উত্তরঃ- বি. আর. আম্বেদকর।
2. ভারতের রাজ্যসভা আসলে—একটি কক্ষ
উত্তরঃ- পার্লামেন্টের ।
3. ভারতীয় গণপরিষদের চিহ্ন কী?
উত্তরঃ- হাতি।
4. রাজ্যপাল কী ধরনের শাসক?
উত্তরঃ- নিয়মতান্ত্রিক ।
5. ১৯৪৯ সালে কত তারিখে ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়?
উত্তরঃ- ২৬ নভেম্বর ।
6. প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে?
উত্তরঃ- রাস্ট্রপতি।
7. ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ- রাধাকৃষ্ণন ।
৪. পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে?
উত্তরঃ- পদ্মজা নায়ডু ।
9. সংবিধানের কত নম্বর ধারায় বিচারবিভাগকে শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখা হয়েছে?
উত্তরঃ- ৫০ নং ধারা।
10. ভারতের প্রধানমন্ত্রী কী ধরনের শাসক?
উত্তরঃ- রাজনৈতিক।
11. ভারতের রাষ্ট্রপতি কত দিনের জন্য নির্বাচিত হন?
উত্তরঃ- পাঁচ বছর।
12. ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপাল কে নির্বাচন করেন?
উত্তরঃ- রাষ্ট্রপতি।
13. ভারতের সংসদ কটি-কক্ষ বিশিষ্ট?
উত্তরঃ- দ্বি- কক্ষ।
14. পশ্চিমবঙ্গে বিধানসভার সদস্য কতজন?
উত্তরঃ- ২৯৪ জন।
15. আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে?
উত্তরঃ- ৩৬০ নং ধারা।
16. রাষ্ট্রপ্রধানের বিল বাতিল করার ক্ষমতাকে কী বলে?
উত্তরঃ- ভেটোক্ষমতা।
17. কে ভারতকে একটি “আধা যুক্তরাষ্ট্রীয় দেশ” হিসেবে ঘোষণা করেছেন?
উত্তরঃ- কে. সি. হোয়ার।
18. রাজনৈতিক দলকে শ্রেণি স্বার্থের প্রতিনিধি কারা মনে করেন?
উত্তরঃ- মার্কসবাদীরা।
19. পঞ্চায়েত সমিতির কার্যকাল কত বছর?
উত্তরঃ- পাঁচ বছর।
20. কত নং ধারা অনুসারে রাজ্যগুলি কেন্দ্রের নির্দেশ মেনে চলতে অক্ষম হলে রাষ্ট্রপতি শাসন ঘোষনা করা যেতে পারে?
উত্তরঃ- ৩৬৫ নং ধারা।
21. সবথেকে কম বয়সে প্রধানমন্ত্রী হন কে?
উত্তরঃ- রাজীব গান্ধি।
22. সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি—
উত্তরঃ- ফতিমা বিবি।
23. “Parliamentary Democracy in India”-গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ- কে. ভি. রাও।
24. ফরোয়ার্ড ব্লক দল কে গঠন করেন?
উত্তরঃ- নেতাজি।
25. কোন্ ধারা অনুযায়ী রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে?
উত্তরঃ- ২১৩নং ধারা।
আরও দেখুনঃ ভারতের ইতিহাস- সাধারণ জ্ঞান | Indian History General Knowledge
26. কত নং ধারা থেকে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে জানা যায়?
উত্তরঃ- ৭৩নং ধারা।
27. রাজ্যসভার চেয়ারম্যান কে?
উত্তরঃ- উপরাষ্ট্রপতি।
28. পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কী বলে?
উত্তরঃ- বি. ডি. ও..
29. কোন্ ধারাটি বাতিল করা হয়েছে?
(a) ২৩২ নং ধারা।
30. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর বিশিষ্ট?
উত্তরঃ- ৩টি
31. সবচেয়ে কমদিনের প্রধানমন্ত্রী হয়েছিলেন কে?
উত্তরঃ- বাজপেয়ী।
32. ভোটদানের অধিকার কী ধরনের অধিকার ?
উত্তরঃ- সাংস্কৃতিক।
33. “জনমত জনগণের নয়, মতও নয়”—কে বলেছেন?
উত্তরঃ- গেটেল।
34. কোন্ ধারায় অডিট রিপোর্ট সম্পর্কে জানা যায়?
উত্তরঃ- ১৫১ নং ধারা।
35. আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত হয়?
উত্তরঃ- ১৫ জন।
36. পশ্চিমবঙ্গের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ- জি. পাঁজা।
37. ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন?
উত্তরঃ- ৩৫ বছর।
38. পশ্চিমবঙ্গে ৩৫৬নং ধারা জারি হয়েছিল কতবার ?
উত্তরঃ- চারবার।
39. ভারতীয় কৃত্যকদের জন্যে একটি সুসংযত ও মৌলিক পাঠক্রম কোথায় চালু আছে?
উত্তরঃ- National Academy of Administration
40. মুখ্যসচিব মুখ্যমন্ত্রীর কী?
উত্তরঃ- প্রধান সাহায্যকারী।
ভারতীয় সংবিধান জিকে (Indian Constitution GK)
41. ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে_____।
উত্তরঃ- বৃহত্তম।
42. বর্তমানে Civil Service বিকাশের ধারাটিকে কটি পর্যায়ে ভাগ করা যায় ?
উত্তরঃ- ৫ টি।
43. আন্তর্জাতিক বিচারালয় কত বছরের জন্য গঠিত হয়?
উত্তরঃ- ৯ বছর।
44. মহম্মদ হামিদ আনসারি কততম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন?
উত্তরঃ- দ্বাদশ।
45. ভারতীয় সংবিধানের (Indian Constitution) রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা কে?
উত্তরঃ- সুপ্রিমকোর্ট।
46. সংবিধানে বর্তমানে কয়টি ধারা আছে?
উত্তরঃ- ৪৫০ টি ।
47. রবি রায় কত সালে স্পিকার পদে নির্বাচিত হন?
উত্তরঃ- ১৯৮১
48. বিশ্ব আবহাওয়া সংস্থা (W. M. O.)-র সদর দপ্তর কোথায়?
উত্তরঃ- লওসন।
49. পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত ও অঞ্চল ব্যবস্থার প্রবর্তন হয়?
উত্তরঃ- ১৯৫৯ সালে।
50. ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি?
উত্তরঃ- রাজ্যসভা।
আরও দেখুনঃ ভারতের ইতিহাসঃ সাধারণ জ্ঞান | Indian History General Knowledge
51. ভারতীয় সংবিধানে (Indian Constitution) মৌলিক কর্তব্যের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ- সোভিয়েত রাশিয়া।
52. রাজ্য-নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন?
উত্তরঃ- রাজ্যপাল ।
53 জেলা শাসকগণ কার অধীনে কাজ করে?
উত্তরঃ- মুখ্য সচিব।
54. নিম্নোক্ত কোন্ রাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
উত্তরঃ- আয়ারল্যান্ড।
55. জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র কজন করে প্রতিনিধি পাঠাতে পারে?
উত্তরঃ- ৫ জন।
56. জাতিপুঞ্জের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোন্টি?
উত্তরঃ- নিরাপত্তা পরিষদ
57. রাজ্যসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধির সংখ্যা কত?
উত্তরঃ- ২৮ জন।
58. কবে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ১৯০৬ সালে।
59. খসড়া কমিটির প্রাথমিক পর্বে সংবিধানের কটি তফশিল যুক্ত ছিল?
উত্তরঃ- ১৩ টি।
60. সরকারি কাজের সমালোচনা করার অধিকার কোন্ অধিকারের মধ্যে পড়ে?
উত্তরঃ- রাজনৈতিক অধিকার।
61. নির্বাচন কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?
উত্তরঃ- ৬ বছর।
62. কোন্ দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিগুলি গৃহীত হয়েছিল?
উত্তরঃ- আয়ারল্যাণ্ড।
63. জাতিপুঞ্জের ইতিহাসে প্রথম সেক্রেটারি জেনারেলের নাম কী?
উত্তরঃ- জন ওয়াম।
64. অর্থবিল শুধুমাত্র কোথায় উত্থাপন করা যায়?
উত্তরঃ- লোকসভা।
65. ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?
উত্তরঃ- লোকসভা।
66. উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব কোথায় উত্থাপন করা যায়?
উত্তরঃ- রাজ্যসভা।
67. রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত?
উত্তরঃ- ৬ বছর
68. ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসেবে কে নির্বাচিত হন?
উত্তরঃ- রাজেন্দ্রপ্রসাদ।
69. দ্বন্দ্ব মেটানোর জন্য প্রশাসনিক ট্রাইবুনাল সম্পর্কিত বিষয় সংবিধানের কত নং ধারায় পাওয়া যায়?
উত্তরঃ-৩৬৮
70. কে জাতীয় সংবিধানকে ‘আইনজীবীদের স্বর্গরাজ্য’ অভিহিত করেছেন?
উত্তরঃ-কে. এম. মুন্সি।
71. লোকসভার সদস্যদের পদত্যাগপত্র কার কাছে জমা দিতে হয়?
উত্তরঃ- অধ্যক্ষ।
72. লোকসভার স্পিকারকে নিযুক্ত করেন কে?
উত্তরঃ- লোকসভার সদশ্যগণ।
73. স্বাধীন ভারতে প্রথম কত সালে কলকাতা পৌর আইন প্রণীত হয়?
উত্তরঃ- ১৯৫১ সালে।
74. পঞ্চায়েত সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স প্রয়োজন?
উত্তরঃ- ২১ বছর।
75. কলকাতায় কটি মহকুমা রয়েছে?
উত্তরঃ- কলকাতা জেলায় কোনো মহকুমা নেই।
আরও দেখুনঃ ভারতের ইতিহাসঃ সাধারণ জ্ঞান- চাকরীর পরীক্ষার প্রস্তুতির জন্য | Indian History GK
76. আধুনিক অর্থে ‘জনমত’ কথাটির প্রথম প্রয়োগ কার ধারণায় ঘটে?
উত্তরঃ- রুশো।
77. ভারতের জাতীয় কংগ্রেস দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ- ১৮৮৫ সালে।
78. রাজ্যসভার চেয়ারম্যান কে?
উত্তরঃ- রাষ্ট্রপতি।
79. ‘সর্বোদয়’ কথাটির অর্থ কী?
উত্তরঃ- সকলের কল্যান।
80. কোন্ লোকসভা নির্বাচনের পর ভারতে ‘জোট রাজনীতির’ সূত্রপাত ঘটে?
উত্তরঃ-নবম।
81. তথ্যের অধিকার আইন কবে পাস হয়?
উত্তরঃ- ২০০৫ সালে।
82. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত?
উত্তরঃ- ১৯১ জন।
83. স্বাধীন ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেট কে উত্থাপন করেন?
উত্তরঃ- আর. কে. সেন।
84. ভারতের কোন্ রাজ্যে সবথেকে বেশি শিশু শ্রমিক ?
উত্তরঃ- উত্তর প্রদেশ।
85. দ্বন্দ্বমূলক বস্তুবাদের জনক কে?
উত্তরঃ- মার্কস ও এঞ্জেলস।
ভারতীয় সংবিধান সাধারণ জ্ঞান (Indian Constitution General Knowledge)
86. কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ মোট কতজন সদস্য নিয়ে গঠিত?
উত্তরঃ- ১২ জন।
87. অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে?
উত্তরঃ- মুখ্যমন্ত্রী।
৪৪. ভারতে কয় দলীয় শাসন ব্যবস্থা আছে?
উত্তরঃ- বহুদল।
89. জনমত গঠনের উপাদান কী?
উত্তরঃ- রাজনৈতিক দল।
90. কার মতে রাষ্ট্র হল সিংহের প্রতীক?
উত্তরঃ- মহাত্মা গান্ধি।
91. ভারতের আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয়?
উত্তরঃ- তিন বছর।
92. ভোটগ্রহণের কতক্ষণ আগে রাজনৈতিক দলের প্রচার বন্ধ হয়ে যায়?
উত্তরঃ- ৪৮ ঘন্টা।
93. বর্তমানে কোঠারি কমিশনের ভিত্তিতে সর্বভারতীয় উচ্চপদস্থ আমলাপদের পরীক্ষা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ- পাঁচ।
94: ‘রাষ্ট্র হল পৃথিবীতে ঈশ্বরের পদক্ষেপ’—কার উক্তি?
উত্তরঃ- হেগেল।
95. কলকাতায় কোন্ কমান্ডের মুখ্য কার্যালয় অবস্থিত?
উত্তরঃ- পূর্ব কমাণ্ড।
96. গ্রামসভা কোন্ স্তরে গঠন করা হয়?
উত্তরঃ- গ্রাম স্তর।
97. গ্রামের স্বায়ত্তশাসন কী নামে পরিচিত?
উত্তরঃ- পঞ্চায়েত।
98. জেলা পরিষদের স্থায়ী কমিটির সংখ্যা কত?
উত্তরঃ- ১০ টি।
99. পশ্চিমবঙ্গে মোট কতগুলি ব্লক রয়েছে?
উত্তরঃ- ৩৪১
100. নিম্নলিখিত কোন্ সংস্থাটি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে যুক্ত নয়?
উত্তরঃ- নিরাপত্তা পরিষদ।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
Latest Posts:
- উত্তরসহ মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্মপত্র | Madhyamik 2023 Life Science Solved Paper
- অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানঃ কার্বন ও কার্বনঘটিত যৌগ | Poribesh O Bigyan Class 8 Chapter 4
- SVMCM 2024-25 | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫
- মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test