Indian history general knowledgeIndian history general knowledge

Last Updated on September 29, 2023 by Science Master

ভারতের ইতিহাস (Indian History) থেকে বেশ কতগুলি সাধারণ জ্ঞানের প্রশ্ম এবং তার উত্তর করা হল। এখানে মোট ৬০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ম দেওয়া আছে। ভারতের ইতিহাস (Indian History) থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্মগুলি বিভিন্ন কমপিটেটিভ পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয়। যেসমস্ত পরীক্ষার্থী PSC, WBP, TET, Rail প্রভৃতি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা এই প্রশ্মগুলি প্র্যাকটিস করতে পারেন।

1. স্বর্ণমন্দির কোথায় অবস্থিত?

(a) গোরক্ষপুর

(b) বারাণসী

(c) লখনউ

(d) অমৃতসর ,

উত্তর:- অমৃতসর ।

2. “রাখীবন্ধন” উৎসবের উদ্যোক্তা—

(a) রবীন্দ্রনাথ ঠাকুর

(b) কৃষ্ণকুমার মিত্র

(c) ভূপেন্দ্রনাথ দত্ত

(d) বিপিনচন্দ্র পাল,

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর।

3. ‘প্রশস্তি’ সম্পর্কে কোন্ বাক্যটি ভুল?
(a) রাজাদের সাফ্যল্যগুলো প্রশস্তিতে লেখা থাকত
(b) রাজাদের খুশি করার জন্য লেখা হত

(c) রাজারা নিজেরাই লিখতেন
(d) এটা ঐ রাজত্বকালের মূল্যবান দলিল,

উত্তর:- রাজারা নিজেরাই লিখতেন ।

4. ‘নীলদর্পণ’ রচনা করেন-

(a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(b) দীনবন্ধু মিত্র

(c) প্যারীচাঁদ মিত্র

(d) স্বামী বিবেকানন্দ,

উত্তর:- দীনবন্ধু মিত্র।

5. “সঞ্জীবনী” পত্রিকার প্রকাশক-
(a) ব্রহ্মবান্ধব উপাধায়

(b) বিপিনচন্দ্র পাল
(c) কৃষ্ণকুমার মিত্র

(d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,

উত্তর:- কৃষ্ণকুমার মিত্র।

6. ভারতে টুপি ও জুতার ব্যবহার প্রথম কারা শুরু করেছিলেন?

(a) মধ্য এশীয়গণ

(b) পূর্ব এশীয়গণ
(c) গ্রিকরা

(d) চিনারা,

উত্তর:- গ্রিকরা।

7. কোন্ রাজাদের আমলে স্বর্ণমুদ্রার ব্যাপক প্রচলন হয়?
(a) কুষাণদের

(b) গুপ্তদের

(c) পালদের

(d) কোনোটিই নয়।

উত্তর:- কুষাণদের।

8. ‘সত্যার্থ প্রকাশ’ গ্রন্থের রচয়িতা—
(a) স্বামী দয়ানন্দ সরস্বতী

(b) রাজা রামমোহন রায়

(c) দেবেন্দ্রনাথ ঠাকুর

(d) শিবনাথ শাস্ত্রী।

উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী।

9. মহাভারতের কোন্ অংশে শূদ্রদের রাজাকে বিনাশকারী হিসেবে দেখানো হয়েছে?

(a) অরণ্য পর্বে

(b) যুদ্ধ পর্বে

(c) অনুশাসন পর্বে

(d) ভগবৎ গীতায়,

উত্তর:- অনুশাসন পর্বে।

10. কুষাণরা কোথা থেকে ভারতে আসেন?
(a) দক্ষিণ ভারত

(b) দক্ষিণ পূর্ব এশিয়া

(c) মধ্য এশিয়া

(d) ইউরোপ,

উত্তর:- মধ্য এশিয়া।

11. বঙ্গভঙ্গ রদ করা হয়—
(a) ১৯১৫ সালে

(b) ১৯০৯ সালে

(c) ১৯১১ সালে

(d) ১৯০৮ সালে,

উত্তর:- ১৯১১ সালে।

12. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়-
(a) ১৭৯৩ সালে

(b) ১৮০০ সালে

(c)১৭৮১ সালে

(d) ১৮৫৭ সালে।

উত্তর:- ১৮৫৭ সালে।

13. ইন্দ্র কীসের দেবতা বলে পরিচিত?
(a) বাতাস

(b) ধ্বংস

(c) বৃষ্টি ও বজ্র

(d) অগ্নি,

উত্তর:- বৃষ্টি ও বজ্র।

14. “ইন্ডিয়া হাউস” গঠন করেন—
(a) যতীন্দ্রনাথ সেনগুপ্ত

(b) ভূপেন্দ্রনাথ দত্ত

(c) মানবেন্দ্রনাথ রায়

(d) শ্যামজি কৃষ্ণবর্মা,

উত্তর:- শ্যামজি কৃষ্ণবর্মা।

15. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন?
(a) সরোজিনী নাইডু

(b) সুচেতা কৃপালনী

আরও দেখুন:  ভারতের ইতিহাসঃ সাধারণ জ্ঞান- চাকরীর পরীক্ষার প্রস্তুতির জন্য | Indian History GK

(c) রাজকুমারী

(d) অ্যানি বেসান্ত,

উত্তর:- অ্যানি বেসান্ত।

16. বাংলার প্রথম নবাব হলেন-

(a) ইলিয়াস শাহ

(b) সিরাজউদৌল্লা

(c) হুসেন সাহ

(d) মূর্শিদকুলি খান।,

উত্তর:- মূর্শিদকুলি খান।

17. সীমান্ত গান্ধি বলা হয়-
(a) মহম্মত আলি জিন্নাকে

(b) গোবিন্দ বল্লভ পন্থকে
(c) বি. আর. আম্বেদকরকে

(d) আব্দুল গফফর খানকে,

উত্তর:- আব্দুল গাফফার খানকে।

18. কত সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়?
(a) 1st Oct 1939

(b) 10 th Oct 1940
(c) 11th May 1941

d) 1 st Sept 1942,

উত্তর:- 1 st Sept 1942

19. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী-

(a) রঙ্গনাথ মিত্র

(b) জওহরলাল নেহরু

(c) লাল বাহাদুর শাস্ত্রী

(d) গুলজারিলাল নন্দ,

উত্তর:- জওহরলাল নেহেরু।

20. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি-

(a) ভি. ভি. গিরি
(b) জি. এম. পাঠক

(c) সর্বপল্লী রাধাকৃষ্ণন

(d) ড. জাকির হোসেন,

উত্তর:- সর্বপল্লী রাধাকৃষ্ণন।

21. গায়ত্ৰীমন্ত্র কোন্ দেবদেবীর প্রতি উৎসর্গীকৃত?

(a) অগ্নি

(b) মরুৎ

(c) সূর্য

(d) সাবিত্রী,

উত্তর:- সূর্য।

22. স্বাধীন ভারতে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

(a) সি. রাজাগোপালাচারি

(b) ওয়ারেন হেস্টিং

(c) লর্ড ডালহৌসি

(d) লর্ড মাউন্টব্যাটেন,

উত্তর:- লর্ড মাউন্টব্যাটেন।

23. গান্ধিজি কোন্ আন্দোলনে যোগদান করেননি?

(a) খিলাফত আন্দোলন

(b) স্বদেশি আন্দোলন
(c) আলাদা ভাবে সত্যাগ্রহ আন্দোলন

(d) ভারত মুক্তি আন্দোলন,

উত্তর:- স্বদেশি আন্দোলন।

24. ভারতে কে প্রথম বলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে?
(a) ভাস্করাচার্য

(b) বরাহমিহির
(c) ব্রহ্মগুপ্ত

(d) আর্যভট্ট,

উত্তর:- আর্যভট্ট।

25. সমুদ্রগুপ্তের সভাকবির নাম কী?
(a) হরিঘোষ

(b) হরিষেণ

(c) চাণক্য

(d) বানভট্ট,

উত্তর:- হরিষেণ।

26. তহকিক- ই হিন্দ গ্রন্থের রচয়িতা কে?
(a) অলবেরুনি
(b) আব্দুল ফজল

(c) আকবর

(d) কৌটিল্য,

উত্তর:- অলবেরুনি।

27. পুনা চুক্তি কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
(a) গান্ধিজি-আম্বেদকর

(b) গান্ধিজি-নেতাজি

(c) গান্ধিজি-জিন্নাহ

(d) গান্ধিজি-লর্ড ডালহৌসি,

উত্তর:- গান্ধিজি-আম্বেদকর।

28. জাহাঙ্গির সিংহাসনে বসেন?

(a) ১৬০৩ সালে

(b) ১৬০১ সালে

(c) ১৬০৫ সালে

(d) ১৬০৩ সালে ,

উত্তর:- ১৬০৫ সালে।

29. আন্দোলনের কারনে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গিয়েছিলেন?

(a) যতীন দাস

(b) ভগৎ সিং

(c) বিপিনচন্দ্র পাল

(d) রাসবিহারী বসু ,

উত্তর:- যতীন দাস।

30. “কেশরী” পত্রিকার সম্পাদক ছিলেন-
(a) বাল গঙ্গাধর তিলক

(b) অরবিন্দ ঘোষ

(c) বিপিনচন্দ্র পাল

(d) গান্ধিজি,

উত্তর:- বাল গঙ্গাধর তিলক।

31. অমৃতসরের সন্ধি হয়—

(a) ১৭৮৪ সালে

(b) ১৭৯১ সালে

(c) ১৮০৯ সালে

(d) ১৭৯২ সালে।

উত্তর:- ১৮০৯ সালে।

32. অশোক কোন্ বংশের রাজা ছিলেন?

(a) গুপ্ত

(b) কুষাণ

(c) মৌর্য

(d) পাল ,

উত্তর:- মৌর্য।

33. রাওলাট আইন কবে পাশ হয়েছিল?
(a) ১৯১৯ সালে
(b) ১৯২২ সালে
(c) ১৯২১ সালে

আরও দেখুন:  Important Days and Dates 2023: National and International Days

(d) ১৯০৫ সালে,

উত্তর:- ১৯১৯ সালে।

34. কে ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন?

(a) গান্ধিজি
(b) রবীন্দ্রনাথ ঠাকুর

(c) নেতাজী

(d) রাজা রামমোহন রায়,

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর।

35. ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেন?

(a) গ্রিক (b) শক (c) কুষাণ (d) ইহুদি,

উত্তর:- গ্রিক।

36. ‘দি ইন্ডিয়ান স্ট্রাগল’ বইটি কার আত্মজীবনী?

(a) গান্ধিজি
(b) সুভাষচন্দ্র বোস

(c) লালা লাজপত রায়

(d) বিদ্যাসাগর ,

উত্তর:- সুভাষচন্দ্র বোস।

37. বয়কট আন্দোলনের আহ্বান কে প্রথম জানান?

(a) বিপিনচন্দ্র পাল
(b) কৃষ্ণ কুমার মিত্র

(c) গান্ধিজি

(d) রামমোহন রায়

উত্তর:- কৃষ্ণকুমার মিত্র।

38. কোন্ দেশীয় রাজ্যে প্রথম বিবাহ বিবাহ আইন প্রণীত হয়?

(a) মহীশূর

(b) জুনাগড়

(c) বরোদা

(d) কোচবিহার,

উত্তর:- বরোদা।

39. কে ইন্ডিপেন্ডেন্স লিগ স্থাপন করেছিল?
(a) মহাত্মা গান্ধি
(b) মতিলাল নেহরু

(c) রাসবিহারী বসু

(d) সুভাষচন্দ্র বোস,

উত্তর:- সুভাষচন্দ্র বোস।

40. কবে থেকে ভারতের সংবিধান স্বীকৃতি পায়?
(a) ১৯৪৭-এর ২৬ জানুয়ারি

(b) ১৯৪৭ এর ২৬ জানুয়ারি
(c) ১৯৪৭-এর ১৫ আগস্ট

(d) কোনটিই নয়।

উত্তর:- ১৯৫০ এর ২৬ জানুয়ারি।

41. মন্টেগু-চেমসফোর্ড আইনে কত ধরনের আইনসভা গঠন করা হয়?

(a) দুই ধরনের

(b) তিন ধরনের

(c) চার ধরনের

(d) কোনটিই নয়।

উত্তর:- দুই ধরনের।

42. হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
(a) পুরাণ

(b) রামায়ন

(c) বেদ

(d) সবকটি

উত্তর:- বেদ।

43. ‘ক্যাবিনেট মিশন’ প্রস্তাব কে করেন?
(a) এটলি

(b) স্ট্যাফোর্ড ক্রিপটস

(c) প্যাথিক লরেন্স

(d) কোনোটিই নয়।

উত্তর:- এটলি।

44. ১৯২৫ সালে রাষ্ট্রীয় বিধানসভায় কোন্ জাতীয় নেতা স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছিলেন?

(a) সি. আর. দাশ
(b) বিটলভাই প্যাটেল

(c) মোতিলাল নেহেরু

(d) বল্লভ ভাই প্যাটেল,

উত্তর:- বিটলভাই প্যাটেল।

45. কত সালে আগস্ট আন্দোলনের পরিসমাপ্তি হয় ?
(a) ১৯৪৪ সালে
(b) ১৯৪৩ সালে
(c) ১৯৪৫ সালে

(d) ১৯৪২ সালে।

উত্তর:- ১৯৪৩ সালে।

46. কখন ভারতে ক্যাবিনেট মিশন আসে?
(a) ১৯৪৫ সালে
(b) ১৯৪৭ সালে
(c) ১৯৪৬ সালে
(d) ১৯৪২ সালে ,

উত্তর:- ১৯৪৬ সালে।

47. স্বরাজ্যপার্টির নীতি কী ছিল?

(a) কংগ্রেসের বয়কট

(b) সরকারের অধীনে বিধানসভায় অংশগ্রহণ এবং তার জনবিরোধীর নীতির বিরোধিতা

(c) চরমপন্থী সংগঠনের বিরুদ্ধে

(d) সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন,

উত্তর:- সরকারের অধীনে বিধান সভায় অংশগ্রহণ এবং তার জনবিরোধীর নীতির বিরোধিতা।
48. কত সালে ভারতীয় নৌ বাহিনীতে বিদ্রোহ সংঘটিত হয়?

(a) ১৯৪৪ সালে

(b) ১৯৪৬ সালে

(c) ১৯৪৭ সালে

(d) ১৯৪৫ সালে।

উত্তর:- ১৯৪৬ সালে।

49. আবুল কালাম আজাদ কোন্ পত্রিকা বের করেছিলেন?

(a) আল হিলাল

(b) কমরেড
(c) দ্য ইন্ডিয়ান লজিক

(d) আল-জিরার।

আরও দেখুন:  ভারতের ইতিহাস- সাধারণ জ্ঞান | Indian History General Knowledge

উত্তর:- আল হিলাল।

50. কোন্ আন্দোলন আগস্ট আন্দোলন নামে পরিচিত?
(a) অসহযোগ আন্দোলন

(b) ভারত ছাড়ো

(c) স্বদেশি আন্দোলন

(d) আইন অমান্য,

উত্তর:- ভারত ছাড়ো।

51. প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ভারতে কে স্থাপন করেছিলেন?
(a) রানি অহল্যা দেবী

(b) বিদ্যাসাগর
(c) জে সি কুমারাপ্পা

(d) কোনোটিই নয়।

উত্তর:- কোনোটিই নয়।

52. কাকে পাঞ্জাব কেশরী বলে ডাকা হত?
(a) রঞ্জিত সিং

(b) ভগবৎ সিং

(c) সর্দার বলদেব সিং

(d) লালা লাজপাত রায়

উত্তর:- রঞ্জিত সিং।

53. ভারতের মুসলিম লিগ কে স্থাপন করেছিলেন?
(a) স্যার সৈয়দ আহমেদ খান

(b) এম এ জিন্নাহ

(c) নবাব সলিমুল্লাহ

(d) এরা কেউ নয়।

উত্তর:- নবাব সলিমুল্লাহ।

54. ব্রিটিশদের বিরুদ্ধে ভারতে প্রথম কোন্ আন্দোলন হয়েছিল?
(a) স্বদেশি আন্দোলন

(b) খিলাফত আন্দোলন

(c) অসহযোগ আন্দোলন

(d) আগষ্ট আন্দোলন,

উত্তর:- স্বদেশি আন্দোলন।

55. স্বরাজ হল জন্মগত কে প্রথম বলেছিলেন?
(a) বাল গঙ্গাধর তিলক

(b) দাদাভাই নওরোজি

(c) চিত্তরঞ্জন দাস

(d) কেউই নয়।

উত্তর:- বাল গঙ্গাধর তিলক।

56. সাঁচী স্তূপ কে নির্মাণ করেছিলেন?

(a) অশোক

(b) চন্দ্রগুপ্ত

(c) রামপাল

(d) কৌটিল্য

উত্তর:- অশোক।

57. কোন্ ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন?
(a) ম্যাকডোনান্ড
(b) লর্ড বেন্টিক
(c) লর্ড ডালহৌসি

(d) উইলসন ,

উত্তর:- ম্যাকডোনান্ড।

58. হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(a) ধননন্দ

(b) বিম্বিসার

(c) রামপাল

(d) রাজ্যবর্ধন,

উত্তর:- বিম্বিসার।

59. বাংলায় প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
(a) রবার্ট ক্লাইভ
(b) কর্নওয়ালিস
(c) উইলিয়াম বেন্টিঙ্ক
(d) ওয়ারেন হেস্টিংস ,

উত্তর:- ওয়ারেন হেস্টিংস।

60. ব্রিটিশ শাসকরা কাকে ভারতের বিক্ষোভকারী নেতা বলে অভিহিত করেন?
(a) বাল গঙ্গাধর তিলক

(b) সুভাষচন্দ্র বোস

(c) সূর্য সেন

(d) বিনয়-বাদল-দিনেশ

উত্তর:- বাল গঙ্গাধর তিলক।

স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d