Physical science chapter 7

Last Updated on November 20, 2023 by Science Master

2024সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় ” পরমানুর নিউক্লিয়াস ” থেকে সাজেশন (Physical Science Suggestion 2024) করে দেওয়া হলো। চলতি বছরের টেস্ট পেপার ফলো করেই অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই সাজেশন তৈরী করা হয়েছে। আশাকরি, 2024 সালে যেসমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুব উপকার হবে।

পরমানুর নিউক্লিয়াস অধ্যায়ের MCQ টাইপ প্রশ্মঃ

1.তেজস্ক্রিয় মৌলের খনিতে যে গ্যাস পাওয়া যায় সেটি হল- (a) হাইড্রোজেন (b) নিয়ন (c) আর্গন(d) হিলিয়াম

2. নিউক্লীয় সংযোজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে- (a) হাইড্রোজেন বোমা (b) পারমাণবিক বোমা (c) সৌরচুল্লি (d) বারুদ

3. নিউক্লীয় বিভাজন বিক্রিয়াকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে- (a) হাইড্রোজেন বোমা (b) সৌরচুল্লি(c) পারমাণবিক বোমা (d) ভ্যাকুয়াম বোমা

4. তেজস্ক্রিয়তা পরিমাপের একক কী? (a) ডাইন (b) হর্সপাওয়ার (c) কুরি (d) ডেসিবেল

5. ∝, β ও γ রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম- (a) ∝ > β > γ(b) ∝ > γ> β(c) γ > β > ∝(d) β > ∝ >γ

6. ইউরেনিয়াম ∝ কণা নিঃসরনের দ্বারা যে তেজস্ক্রিয় মৌল সৃষ্টি করে- (a) রেডিয়াম (b) পোলোনিয়াম (c) থোরিয়াম (d) অ্যাক্টিনিয়াম

7. 90X234 থেকে 87Y226 উৎপন্ন হলে কটি কনার বিকিরন ঘটে- (a) 2 টি ∝, 2 টি β (b) 1 টি ∝, 2 টি β (c) 2 টি ∝, 1 টি β (d) 1 টি ∝, 1 টি β

8. নিউক্লিয়ার চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়- (a) Th231 (b) U238 (c) Pb209 (d) U235

9. 92U238 পরমানুটি থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত্য পরমানুটি হবে- (a) 90Th234 (b) 90Po234 (c) 82Pb206 (d) 88Ra226

10. 92U238 পরমানুটি থেকে একটি আলফা কণা ও একটি বিটা কণা নির্গত হলে উৎপন্ন পরমানুটির পরমানু ক্রমাঙ্ক ও ভরসংখ্যা হবে- (a) 92, 234 (b) 90,238 (c) 91, 234 (d) 91, 238

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024: আয়ণীয় ও সমযোজী বন্ধন | Physical Science Suggestion 2024

11. ∝, β ও γ রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম- (a) ∝, β ও γ (b) ∝ > γ> β (c) γ > β > ∝ (d) β > ∝ >γ

12. β কণা হল- (a) ইলেকট্রন (b) প্রোটন (c) নিউট্রন (d) ফোটন

13. মাদাম কুরি পিচব্লেণ্ড থেকে নিচের কোন মৌলটি আবিস্কার করেন? (a) রেডিয়াম (b) ইউরেনিয়াম (c) প্রোট্যাক্টিনিয়াম (d) পোলোনিয়াম

14. যে তেজস্ক্রিয় রশ্মির বিকিরণে পারমানবিক সংখ্যা অপরিবর্তিত থাকে- (a)∝- রশ্মি (b) β-রশ্মি (c) γ- রশ্মি (d) পজিট্রন।

[ আর দেখুনঃ পরমানুর নিউক্লিয়াস অধ্যায়ের প্রশ্ম-উত্তর ]

পরমানুর নিউক্লিয়াস অধ্যায়ের VSAQ টাইপ প্রশ্মঃ

1.তেজস্ক্রিয়তার SI একক কী?

2. কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে পরমানুর পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে?

3. তেজস্ক্রিয় রশ্মি পরমানুর কোন অংশ থেকে নির্গত হয়?

4. ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম লেখো।

5. তারাদের মধ্যে কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হয়?

6. অ্যাটোমবোমায় কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হয়?

7. কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া সূর্যের শক্তির উৎস?

8. পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার হয়?

9. 90XAZY238 + 2∝ হলে, A এবং Z এর মান লেখো।

10. নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের উল্লেখ করো।

11. একটি তেজস্ক্রিয় নিস্ক্রিয় গ্যাসের নাম লেখো।

12. নিউক্লিয়ার রিঅ্যাকটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরীত হয়?

পরমানুর নিউক্লিয়াস অধ্যায়ের LAQ টাইপ প্রশ্মঃ

1.ভর ত্রুটি বলতে কী বোঝায়? নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি?

2. নিউক্লিয়ার সংযোজন কাকে বলে? উদাহরন দাও। 1u পরিমান ভরের সমতুল্য শক্তির পরিমান কত?

3. নিউক্লিয়ার সংযোজনের পূর্বে নিউক্লিয়ার বিভাজন আবশ্যক- ব্যাখ্যা করো। রেডিও কার্বন ডেটিং কি?

4. নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলতে কি বোঝ? এটি ভরত্রুটির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত।

5. ” তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা “-যুক্তি দাও।

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৪ঃ ধাতুবিদ্যা | Madhyamik Physical Science Suggestion 2024: Metallurgy

6. নিউক্লিয়ার বিয়োজন বিক্রিয়া কাকে বলে?

7. 92U235 তেজস্ক্রিয় বিঘটনের ফলে 82Pb207 এ পরিণত হয়। এই পরিবর্তনে নির্গত ∝ কণা ও β কণার সংখ্যা নির্ণয় করো।

8. সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপ কোনটি? নিউক্লিয়ার রিঅ্যাকটরে মডারেটর এবং নিয়ন্ত্রক দণ্ড হিসেবে কী কী ব্যবহৃত হয়?

9. তেজস্ক্রিয়তার এস আই একক কী? নিউক্লিয়ার সংযোজনকে তাপ নিউক্লিয়ার বিক্রিয়া বলে কেন?

10. কোন তেজস্ক্রিয় রশ্মিটি চৌম্বকক্ষেত্র দ্বারা সর্বাধিক বিচ্যুত হয়?

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: