মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ জৈব রসায়ন 

Madhyamik Physical Science Suggestion 2025 Chapter 8.3

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ তড়িৎ প্রবাহ

Life Science Chapter 4 MCQ

মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ | Madhyamik Life Science Chapter 4 MCQ

Last Updated on August 3, 2023 by Science Master

অভিব্যক্তি ও অভিযোজন (Life Science Chapter 4 MCQ)

মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় ” অভিব্যক্তি ও অভিযোজন ” (Life Science Chapter 4 MCQ ) থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ এবং তার উত্তর করে দেওয়া হলো। এই প্রশ্মগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই এই প্রশ্ম গুলি ফলো করতে পারো।

1. ” রাসায়নিক বিবর্তনের ” স্রষ্টা কে ছিলেন?

(a) ওপারিন

(b) হ্যালডেন

(c) হ্যাসলে

(d) হ্যালডেন এবং ওপারিন

উঃ- হ্যালডেন এবং ওপারিন।

2. বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে নিস্ক্রিয় যে অঙ্গে পরিণত হয়েছে তা হলো-

(a) স্যাক্রাল

(b) লাম্বার

(c) কক্সিস

(d) সারভাইক্যাল

উঃ- কক্সিস।

3. সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণী হল-

(a) পেরিপেটাস

(b) প্লাটিপাস

(c) লাংফিস

(d) অর্কিওপটেরিক্স

উঃ- প্লাটিপাস।

4. মিলার ও ঊরের পরীক্ষায় গৃহীত মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত হল-

(a) 1 : 2 : 2

(b) 1 : 1 :1

(c) 2: 1 : 2

(d) 2 : 2 : 1

উঃ- 2 : 2 : 1

5. কোয়াসারভেট তত্বের প্রবক্তা কে ছিলেন?

(a) ডারউইন

(b) ফক্স

(c) ওপারিন

(d) মিলার ও ঊরে

উঃ- ওপারিন।

6. “ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভবের জন্য দায়ী- মন্তব্যটি কার?”

(a) হেকেল

(b) হুগো দ্য ভ্রিস

(c) ল্যামার্ক

(d) ডারউইন

উঃ- ডারউইন ।

7. ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্বকে ভুল প্রমানিত করেন কে?

(a) ডারউইন

(b) ভাইসম্যান

(c) মেণ্ডেল

(d) হুগো দ্য ভ্রিস

উঃ- ভাইসম্যান।

8. ” On the Origin of Species by means of Natural Selection” গ্রন্থটির প্রবর্তক কে?

(a) ল্যামার্ক

(b) ডারউইন

(c) ভাইসম্যান

(d) হুগো দ্য ভ্রিস

উঃ- ডারউইন।

9. যে জীবাশ্ম থেকে জানা যায় যে মাছ থেকে উভচর প্রাণী সৃষ্টি হয়েছিল সেটি হল-

(a) সেম্যুরিয়া

(b) টেরিডোস্পার্ম

(c) আর্কিওপটেরিক্স

(d) ডিপ্লোভার্টিব্রন

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ তড়িৎ প্রবাহ | Physical Science Suggestion 2025 Chapter 8.3

উঃ- ডিপ্লোভার্টিব্রন।

আরও দেখুনঃ মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ঃ “জীবনের প্রবাহমানতা” থেকে MCQ প্রশ্ম-উত্তর।

10. ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি?

(a) ইকুয়াস

(b) মেরিচিপ্পাস

(c) ইয়োহিপ্পাস

(d) মেসোহিপ্পাস

উঃ- ইয়োহিপ্পাস।

11. আর্কিওপটেরিক্স এর জীবাশ্ম যে দুটি শ্রেণির প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে তারা হলো-

(a) সরীসৃপ ও পক্ষী

(b) সরীসৃপ ও স্তন্যপায়ী

(c) পক্ষী ও স্তন্যপায়ী

(d) উভচর ও সরীসৃপ

উঃ- সরীসৃপ ও পক্ষী।

12. মাইক্রোস্ফিয়ার হল-

(a) একক পর্দাযুক্ত লিপিড

(b) একক পর্দাযুক্ত প্রোটিন গঠন

(c) অর্ধভেদ্য দ্বি একক পর্দাযুক্ত প্রোটিনের একক গঠন

(d) শর্করা, প্রোটিন ও লিপিডের গঠন

উঃ- অর্ধভেদ্য দ্বি একক পর্দাযুক্ত প্রোটিনের একক গঠন।

13. জীব সৃষ্টির সঠিক পর্যায়ক্রমটি হল-

(a) প্রোটোভাইরাস – ভাইরাস – নিউক্লিয় প্রোটিন

(b) নিউক্লিয় প্রোটিন – প্রটোভাইরাস – ভাইরাস

(c) নিউক্লিয় প্রোটিন – ভাইরাস – প্রোটোভাইরাস

(d) ভাইরাস – প্রোটোভাইরাস – নিউক্লিয় প্রোটিন

উঃ- নিউক্লিয় প্রোটিন – প্রটোভাইরাস – ভাইরাস।

14. ডারউইন কোন বিষয়টিকে ” প্রকৃতির খেলা ” বলে উল্লেখ করেন?

(a) যোগ্যতমের উদবর্তন

(b) প্রাকৃতিক নির্বাচন

(c) অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম

(d) মিউটেশন

উঃ- মিউটেশন।

15. ” জার্মপ্লাজমবাদ ” তত্বের প্রতিষ্ঠতা কে ছিলেন?

(a) ল্যামার্ক

(b) ডারউইন

(c) ভাইসম্যান

(d) গুগো দ্য ভ্রিস

উঃ- ভাইসম্যান।

16. ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক?

(a) পদের উচ্চতা বৃদ্ধি

(b) পদাঙ্গুলের সংখ্যা বৃদ্ধি

(c) গ্রীবা ও মুখমণ্ডলের দৈর্ঘ্য বৃদ্ধি

(d) মাড়ির গভিরতা ও দন্তচূড়ার উচ্চতা বৃদ্ধি

উঃ- পদাঙ্গুলের সংখ্যা বৃদ্ধি ।

17. অপসারী অভিব্যক্তির উল্লেখযোগ্য উদাহরন হল-

(a) প্রজাপতি এবং বাদুরের ডানা

(b) মানুষের হাত ও ঘোড়ার অগ্রপদ

(c) মানুষের অ্যাপেনডিক্স ও লেজ

d) মটর ও কুমড়ো গাছের আকর্ষ

উঃ- মানুষের হাত ও ঘোড়ার অগ্রপদ

18. নিস্ক্রিয় ডানা কোন প্রানীতে দেখা যায়?

(a) পায়রা

(b) চড়ুই

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ পরমানুর নিউক্লিয়াস | Physical Science Suggestion 2025 Chapter 7

(c) কিউই

(d) ধনেশ

উঃ- কিউই।

19. কোন প্রাণীর হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে?

(a) ব্যাঙ

(b) হাঙর

(c) কাতলা

(d) কুমির

উঃ- কুমির।

20. ব্যাঙাচির দেহে ফুলকার উপস্থিতি নির্দেশ করে-

(a) মৎস থেকে উভচর সৃষ্টি

(b) উভচর থেকে মৎস সৃষ্টি

(c) ভবিষ্যতে উভয়ের দেহে ফুলকা থাকবে

(d) কোনোটিই নয়

উঃ- মৎস থেকে উভচর সৃষ্টি

আরও দেখুনঃ জীবন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ম-উত্তর |

21. যে সকল উদ্ভিদ রুক্ষ, শুস্ক ঊষর পরিবেশে জন্মায় তাদের কী বলে?

(a) হ্যালোফাইট

(b) মেসোফাইট

(c) জেরোফাইট

(d) হাইড্রোফাইট

উঃ- জেরোফাইট

22. অস্থিবিশিষ্ট মাছেদের পটকায় অবস্থিত গ্যাস উৎপাদনকারী গ্রন্থিটি কি?

(a) রেডগ্ল্যাণ্ড

(b) রেটিয়া মিরাবিলিয়া

(c) ভালব

(d) কোণোটিই নয়

উঃ- রেডগ্ল্যাণ্ড।

23. পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কত?

(a) 9 টি

(b) 7 টি

(c) 9 জোড়া

(d) 7 জোড়া

উঃ- 9 টি।

24. দূরদৃষ্টি সহায়ক যে অঙ্গটি পায়রার চোখে থাকে সেটি হলো-

(a) রেটিনা

(b) পেকটিন

(c) কোরাকো ব্রাকিয়ালিস

(d) রেটিয়া মিরাবিলিয়া

উঃ- পেকটিন ।

25. উটের বিপাকীয় জল উৎপন্ন হয়-

(a) ত্বকের নিচে সঞ্চিত ফ্যাট থেকে

(b) কুঁজে সঞ্চিত ফ্যাট থেকে

(c) মূত্রাশয় থেকে

(d) পাকস্থলী থেকে

উঃ- কুঁজে সঞ্চিত ফ্যাট থেকে ।

আরও দেখুনঃ মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের সমস্ত অধ্যায়ের MCQ প্রশ্ম-উত্তর।

26. মৌমাছির বার্তা প্রদানের নৃত্যের মহড়া দেখতে কেমন?

(a) S আকৃতির

(b) 6 আকৃতির

(c) 0 আকৃতির

(d) 8 আকৃতির

উঃ- 8 আকৃতির

27. ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ-

(a) সালোকসংশ্লেষ রোধ

(b) শ্বসন রোধ

(c) বাষ্পমোচন রোধ

(d) বাষ্পমোচন বৃদ্ধি

উঃ- বাষ্পমোচন রোধ

28. পায়রা ওড়ার সময় সহজে ক্লান্ত না হওয়ার কারন-

(a) বায়ুপ্রকোষ্ঠ পূর্ণ অন্তঃকঙ্কাল

(b) দাঁত, পাকস্থলী, মূত্রাশয়, ডান ডিম্বনালি ও ডিম্বাশয়ের অনুপস্থিতি

(c) ফুসফুসের সঙ্গে সংযুক্ত অতিরিক্ত বায়ুথলি

(d) সবগুলোই

উঃ- ফুসফুসের সঙ্গে সংযুক্ত অতিরিক্ত বায়ুথলি

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ জৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.6

29. মাছের দেহের দুপাশে অবস্থিত V আকৃতির পেশিকে কি বলে?

(a) কোরাকো ব্রাকিয়ালিস

(b) বাইসেপস

(c) পেক্টোরালিস

(d) মায়োটোম পেশি

উঃ- মায়োটোম পেশি

30. জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় যে গাছে-

.(a) সুন্দরী

(b) ফণীমনসা

(c) সেরিওপস

(d) বট

উঃ- সেরিওপস ।

31. একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের সমবৃত্তীয় অঙ্গের অভিযোজনকে বলে-

(a) অপসারী অভিযোজন

(b) অভিসারী অভিযোজন

(c) বিপরীত অভিযোজন

(d) সমান্তরাল অভিযোজন

উঃ- অভিসারী অভিযোজন।

32. মৌমাছির নৃত্যের ভাষা আবিস্কার করেন-

(a) রোজেন

(b) মায়ার্স

(c) কার্ল ভন ফ্রিস

(d) ওয়াইসম্যান

উঃ- কার্ল ভন ফ্রিস ।

33. ফেরোমোন কী?

(a) হরমোন

(b) লালারস

(c) দেহ নিঃসৃত রাসায়নিক পদার্থ

(d) ভিটামিন

উঃ- দেহ নিঃসৃত রাসায়নিক পদার্থ ।

34. ‘নিবেশিত পত্ররন্ধ্র’ কোন উদ্ভিদের পাতায় থেকে?

(a) পদ্ম

(b) আম

(c) ক্যাকটাস

(d) তাল

উঃ- ক্যাকটাস।

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top