WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Madhyamik Life Science MCQ

জীবন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ম-উত্তর | Madhyamik Life Science MCQ Chapter 3

Last Updated on July 30, 2023 by Science Master

বংশগতি এবং কয়েকটি সাধারন জিনগত রোগ (Madhyamik Life Science MCQ)

মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় ” বংশগতি এবং কয়েকটি সাধারন জিনগত রোগ ” ( Madhyamik Life Science MCQ ) থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ এবং তার উত্তর করে দেওয়া হলো। এই প্রশ্মগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই এই প্রশ্ম গুলি ফলো করতে পারো।

1. বংশগতির জনক কে ছিলেন?

(a) ল্যামার্ক

(b) ডারউইন

(c) মরগ্যান

(d) মেণ্ডেল

উঃ- মেণ্ডেল।

2. একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে?

(a) প্রকট

(b) প্রচ্ছন্ন

(c) অ্যালিল

(d) সংকর

উঃ- অ্যালিল।

3. দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ণ ঘটালে তার অপত্যের কি ফল পাওয়া যাবে?

(a) দুটি কালো দুটি সাদা

(b) তিনটি কালো একটি সাদা

(c) তিনটি সাদা একটি কালো

(d) চারটিই কালো

উঃ- তিনটি সাদা একটি কালো।

4. এক সংকর জননে দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপ অনুপাত কী ছিল?

(a) 1 : 2 : 1

(b) 3 : 1

(c) 1 : 3

(d) 2 : 1 : 1

উঃ- 3 : 1

5. যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের কোনোটি প্রকাশিত হয় না বরং একটি মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে-

(a) সংকর

(b) প্রকটতা

(c) অসম্পূর্ণ প্রকটতা

(d) কোনোটিই নয়

উঃ- অসম্পূর্ণ প্রকটতা।

6. একটি বিশুদ্ধ লম্বা (TT) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে (tt) মটর গাছের সংকরায়ন ঘটালে কি রকমের জিনোটাইপ যুক্ত মটরগাছ জন্মাবে?

(a) TT

(b) tt

(c) Tt

(d) TTt

উঃ- Tt

7. মেণ্ডেল মটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিলেন?

(a) দশ জোড়া

(b) সাত জোড়া

(c) এক জোড়া

(d) পাঁচ জোড়া

উঃ- সাত জোড়া।

8. রোলিং জিভ কতগুলি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়?

(a) একটি জিন দ্বারা

(b) একসারি জিন দ্বারা

(c) বহুজিন দ্বারা

(d) একাধিক জিন দ্বারা

উঃ- একটি জিন দ্বারা।

9. একটি বিশুদ্ধ কালো গিনিপিগের (BB) সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের (bb) পরনিষেক ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে (F2) কটি কালো এবং কটি সাদা গিনিপিগ সৃষ্টি হবে?

(a) একটি কালো একটি সাদা

(b) দুটি কালো দুটি সাদা

(c) তিনটি কালো একটি সাদা

(d) তিনটি সাদা একটি কালো

উঃ- তিনটি কালো একটি সাদা।

মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ঃ “জীবনের প্রবাহমানতা” থেকে MCQ প্রশ্ম-উত্তর।

10. সন্ধ্যামালতি ফুলের দুটি গোলাপি (RW) ফুলের সংকরায়ন ঘটালে তার অপত্যের কী ফল হবে?

আরও দেখুন:  মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test

(a) তিনটি লাল, একটি সাদা

(b) তিনটি সাদা, একটি লাল

(c) একটি লাল, দুটি গোলাপি, একটি সাদা

(d) সবগুলোই গোলাপি

উঃ- একটি লাল, দুটি গোলাপি, একটি সাদা।

11. কোনটি অটোজোম বাহিত বংশগত রোগ?

(a) হিমোফিলিয়া

(b) থ্যালাসেমিয়া

(c) অ্যানিমিয়া

(d) বর্ণান্ধতা

উঃ- থ্যালাসেমিয়া।

12. কোন রোগটি সেক্স ক্রোমোজোম বাহিত?

(a) থায়লাসেমিয়া

(b) বর্ণান্ধতা

(c) ক্যান্সার

(d) TB

উঃ- বর্ণান্ধতা।

13. কোন রোগে মাতা বাহক হলে তার 50% পুত্র সন্তান রোগাক্রান্ত হয়?

(a) রাতকানা

(b) থ্যালাসেমিয়া

(c) হিমোফিলিয়া

(d) সবকটি

উঃ- হিমোফিলিয়া।

14. গ্রেগর জোহান মেণ্ডেল কোথাকার আধিবাসী ছিলেন?

(a) ইংল্যাণ্ড

(b) অস্ট্রেলিয়া অস্ট্রিয়া

(c) অস্ট্রিয়া

(d) জার্মান

উঃ- অস্ট্রিয়া।

15. লিঙ্গ নির্ধারনে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা গুরুত্বপূর্ণ?

(a) পিতার ভূমিকা

(b) মাতার ভূমিকা

(c) পিতা ও মাতা উভয়ের

(d) মাতার ভূমিকা 75% ও পিতার ভূমিকা 25%

উঃ- পিতার ভূমিকা।

16. টেস্ট ক্রসের সাহায্যে আমরা প্রজাতির কি জানতে পারি?

(a) ফিনোটাইপ

(b) জিনোটাইপ

(c) ফিনোটাইপ ও জিনোটাইপ

(d) কোনোটিই নয়

উঃ- জিনোটাইপ।

17. পিতার লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কী কী?

(a) XX

(b) XY

(c) XXY

d) YYX

উঃ- XY

18. কোণটি প্রকরনের উদাহরন-

(a) কালো চোখ

(b) মসৃন চুল

(c) রোলিং জিভ

(d) লম্বা মানুষ

উঃ- রোলিং জিভ।

19. F1 জনুর সংকর জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যে সম্পন্ন অ্যালিলগুলি একত্রিত হলেও কখনও মিশ্রিত হয় না বরং গ্যামেট গঠনকালে বিশুদ্ধ অ্যালিলগুলি পরস্পর পৃথক হয়ে যায়। – সূত্রটি কি নামে পরিচিত?

(a) প্রাকৃতিক নির্বাচনের সূত্র

(b) পৃথকভবনের সূত্র

(c) স্বাধীন বন্টনের সূত্র

(d) প্রকটতার সূত্র

উঃ- পৃথকভবনের সূত্র।

আরও দেখুনঃ মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের সমস্ত অধ্যায়ের MCQ প্রশ্ম-উত্তর।

20. স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?

(a) XY

(b) XX

(c) YY

(d) XXYY

উঃ- XX

21. দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে সংকর কালো গিনিপিগ কতগুলি হবে?

(a) 25%

(b) 50%

(c) 75%

(d) 100%

উঃ- 50%

22. সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে জিন দুটি অবস্থান করে তাদের পরস্পরকে কি বলে?

আরও দেখুন:  Mahyamik Suggestion 2025 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫: প্রথম অধ্যায়

(a) অ্যালিল

(b) অ্যালিলোমর্ফ

(c) সংকর

(d) লোকাস

উঃ- অ্যালিল।

23. মেণ্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত?

(a) এক সংকর জনন

(b) দ্বি সংকর জনন

(c) ত্রি সংকর জনন

(d) সম্পূর্ণ প্রকটতা

উঃ- দ্বি সংকর জনন।

24. হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকার প্রক্রিয়া যার অনুরূপ সেটি হল-

(a) ত্বকের বর্ণ

(b) রাতকানা

(c) মায়োপিয়া

(d) বর্ণান্ধতা

উঃ- বর্ণান্ধতা ।

25. মেণ্ডেল তার দ্বি সংকর জননের পরীক্ষা থেকে যে সির্ধান্তে উপনীত হন-

(a) স্বাধীন বিন্যাস সূত্র

(b) প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র

(c) পৃথকভবনের সূত্র

(d) সবকটি

উঃ- স্বাধীন বিন্যাস সূত্র।

26. একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র হবে-

(a) 100%

(b) 75%

(c) 50%

(d) 25%

উঃ- 100%

27. কোন রোগটি বংশগত নয়?

(a) হিমোফিলিয়া

(b) বর্ণান্ধতা

(c) থ্যালাসেমিয়া

(d) অ্যানিমিয়া

উঃ- অ্যানিমিয়া

28. দ্বি সংকর জননে F2 জনুতে জিনোটাইপের সংখ্যা হল-

(a) 6

(b) 9

(c) 3

(d) 1

উঃ- 9

29. দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে পরাগযোগ ঘটালে F1 জনুতে কত শতাংশ সংকর লম্বা গাছ জন্মাবে?

(a) 100%

(b) 50%

(c) 25%

(d) 75%

উঃ- 50%

30. কোনটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ-

.(a) হিমোফিলিয়া

(b) ম্যালেরিয়া

(c) গয়টার

(d) টাইফয়েড

উঃ- হিমোফিলিয়া।

31. নীচের কোন জেনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো।

(a) BbRr

(b) BBRr

(c) BbRR

(d) bbrr

উঃ- bbrr

32. সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো

(a) bbRR, bbrr

(b) BBRR, bbrr

(c) bbRR, bbRr

(d) BbRr, BbRR

উঃ- bbRR, bbRr

33. একটি সংকর দীর্ঘ (Tt) ও একটি বিশুদ্ধ খর্ব (tt) মটরগাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায়, তার থেকে উৎপন্ন মটরগাছগুলির প্রকৃতি নির্ণয় করো-

(a) 100% দীর্ঘ

(b) 50% দীর্ঘ, 50% খর্ব

(c) 100% খর্ব

(d) 75% দীর্ঘ, 25% খর্ব

উঃ- 50% দীর্ঘ, 50% খর্ব

34. বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নীচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো-

(a) গয়টার

(b) ম্যালেরিয়া

(c) থ্যালাসেমিয়া

(d) যক্ষ্মা

উঃ- থ্যালাসেমিয়া

35. নীচের কোন দুটিকে মেণ্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো-

(a) কাণ্ডের দৈর্ঘ্য- লম্বা, বীজের আকার- গোল

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ রাসায়নিক গণনা | Madhyamik Physical Science Suggestion 2025

(b) ফুলের অবস্থান- শীর্ষ, ফুলের বর্ণ- সাদা

(c) বীজপত্রের বর্ণ- সবুজ, বীজের আকার- কুঞ্চিত

(d) কাণ্ডের দৈর্ঘ্য- খর্ব, বীজের আকার- কুঞ্চিত

উঃ- কাণ্ডের দৈর্ঘ্য- লম্বা, বীজের আকার- গোল।

36. কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো

(a) bbRR, bbrr

(b) BBRR, bbrr

(c) bbRR, bbRr

(d) BbRr, BBRr

উঃ- BbRr, BBRr

37. নীচের দুটিকে মেণ্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো-

(a) ফুলের বর্ণ- বেগুনি, ফুলের অবস্থান- কাক্ষিক

(b) কাণ্ডের দৈর্ঘ্য- খর্ব, পরিণত বীজের আকার- কুঞ্চিত

(c) পরিণত বীজের আকার- গোল, বীজের বর্ণ- হলুদ

(d) ফুলের অবস্থান- কাক্ষিক , কাণ্ডের দৈর্ঘ্য

উঃ- কাণ্ডের দৈর্ঘ্য- খর্ব, পরিণত বীজের আকার- কুঞ্চিত ।

38. নীচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো-

(a) কাণ্ডের দৈর্ঘ্য-বেঁটে

(b) বীজের আকার- কুঞ্চিত

(c) বীজপত্রের বর্ণ- হলুদ

(d) ফুলের বর্ণ- সাদা

উঃ- বীজপত্রের বর্ণ- হলুদ

39. RRYY জিনোটাইপ যুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারন করো-

(a) এক ধরনের

(b) চার ধরনের

(c) দুই ধরনের

(d) তিন ধরনের

উঃ- এক ধরনের

40. হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল-

(a) 75%

(b) 50%

(c) 100%

(d) 0%

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

1 thought on “জীবন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের MCQ প্রশ্ম-উত্তর | Madhyamik Life Science MCQ Chapter 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top