Admission notice for Class 11Admission notice for Class 11

Last Updated on June 5, 2022 by Science Master

২০২২-২০২৩ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত একটি নির্দেশিকা (Admission notice for Class 11) প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে । একাদশ শ্রেণীতে ভর্তির ব্যাপারে, মূলত বিজ্ঞান ভিত্তিক বিষয়ে মাধ্যমিক পরীক্ষায় পাওয়া ন্যূনতম নম্বর ঘোষণা করা হয়েছে । যেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় উক্ত বিষয় গুলিতে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর পেয়ে থাকলে তবেই সেই বিষয় নিয়ে পড়া যাবে। গত বছরে যেখানে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বেঁধে দেওয়া হয়েছিল সেখানে এবছর ৩৫ শতাংশ করা হল। এর ফলে অনেক ছাত্র-ছাত্রী নিজের পছন্দমতো বিষয় নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে ও লেখাপড়া চালিয়ে যেতে পারবে।

আরও দেখুনঃ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আরও এক বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণীতে ভর্তির (Admission notice for Class 11) আসন সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। প্রতি স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির আসন সংখ্যা ছিল ২৭৫ কিন্তু এই বছর মাধ্যমিক পাশ করেছে প্রায় ৯ লক্ষ ৮৯ হাজার ৯২৭ জন যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। তাই শিক্ষা সংসদের একাদশ শ্রেণীতে ভর্তির আসন সংখ্যা বাড়ানোর এই সির্ধান্ত। প্রতি স্কুলের আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে।

আসন সংখ্যা বাড়ানোয় মাধ্যমিক পাশ করে উচ্চমাধ্যমিক স্তরে ভর্তি হতে চাওয়া পড়ুয়ারা অনেক সহজেই স্কুলে ভর্তি হতে পারবে।

দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে নুন্যতম নম্বরের ব্যপারে কি নির্দেশিকা রয়েছে। নিচে বিষয় ভিত্তিক নম্বরের মানদণ্ড দেওয়া হলো।

সিরিয়াল নম্বর ঐচ্ছিক বিষয় মাধ্যমিকের শতকরা নম্বর
গণিত এবং স্ট্যাটিস্টিক গণিতে ৩৫ %
জীববিদ্যা জীবন বিজ্ঞানে ৩৫ %
পদার্থবিদ্যা, রসায়নভৌত বিজ্ঞানে ৩৫ %
ভূগোল ভূগোলে ৩৫ %
কম্পিউটার সায়েন্স গণিতে ৩৫ %
Admission notice for Class 11

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d