মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test

Madhyamik Physical Science Mock Test

মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test

VSO Layer 2 Admit Card 2024

VSO Layer 2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024

Last Updated on August 13, 2024 by Science Master

VSO Layer 2 Admit Card 2024: ২০২৪ সালের নবম শ্রেণীর জন্য বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড (Vidyasagar Science Olympiad) Layer-1 এর পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৩ জুন ২০২৪। যে সমস্ত ছাত্র-ছাত্রী Layer-1 পরীক্ষা দিয়ে Layer-2 এর জন্য মনোনীত হয়েছে তাদের Layer-2 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগষ্ট ২০২৪ রবিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত। পরীক্ষার সেন্টার কোথায় হবে তা VSO Layer 2 Admit Card 2024 ডাউনলোড করার পরেই পরীক্ষার্থীরা জানতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে।

আরও দেখুনঃ কিভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার জন্য আবেদন করবেন।

কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবেঃ

১) প্রথমে নিচে দেওয়া অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কে ক্লিক করতে হবে।

২) এরপর জেলার নাম এবং ব্লক বা মিনিউসিপ্যালিটি সিলেক্ট করতে হবে।

৩) এরপর যেসমস্ত ছাত্র-ছাত্রী Layer-2 পরীক্ষার জন্য মনোনীত হয়েছে তাদের নাম থাকবে এবং পাশে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক থাকবে। এখান থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

আরও দেখুন:  NMMS Exam 2024 | এন এম এম এস পরীক্ষা ২০২৪ আবেদন

৪) পরীক্ষার তারিখ এবং পরীক্ষার সেন্টার অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে।

নীচে Layer-2 পরীক্ষার আগের বছরের প্রশ্মপত্র, পরীক্ষার তারিখ এবং সময়, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ এবং ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো।

VSO Layer 2 Admit Card 2024

Examination Vidyasagar Science Olympiad Layer-2
Exam Date25 August 2024 (Sunday) from 12 noon-3 pm
VSO Layer 2 Admit Card 2024 Download LinkClick here
Previous Year Question PaperClick here
Vidyasagar Science Olympiad Layer 2 Admit Card 2024

আরও দেখুনঃ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ | Vidyasagar Science Olympiad 2024 (VSO)

পরীক্ষার নির্দেশাবলী:

  1. পরীক্ষা শুরু হওয়ার অন্তত 30 মিনিট আগে প্রার্থীদের তাদের জন্য নির্দিষ্ট করা জায়গায় বসতে হবে। দুই ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না।
  2. পরীক্ষার সময় Admit Card দেখাতে হবে।
  3. তোমার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর (০৪ সংখ্যার, যেমন 324xxxxx) এবং OMR শীটে নির্দিষ্ট স্থানে ব্যক্তিগত বিবরণ পূরণ করার আগে প্রশ্ন পুস্তিকা এবং OMR শীটে দেওয়া নির্দেশাবলী খুব সাবধানে পড়ো। কোন অবস্থাতেই তোমাকে কোন অতিরিক্ত OMR শীট প্রদান করা হবে না। যদি OMR শীট ত্রুটিপূর্ণ থাকে, সেক্ষেত্রে পরীক্ষার শুরুতেই পরিদর্শককে জানাও।
  4. সমস্ত প্রশ্ন বাংলা ও ইংরেজি ভাষায় হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের চারটি বিকল্প থাকবে (A থেকে D পর্যন্ত)। তোমাকে সঠিক (একটি) উত্তর বেছে নিতে হবে। OMR শীটে তোমার উত্তর শুধুমাত্র BLACK INK Ball Point Pen -দ্বারা “বৃত্ত সম্পূর্ণ কালো” করে চিহ্নিত করতে হবে। উত্তর নিশ্চিত করার পরে বৃত্তটি পূরণ কর। একবার বৃত্তটি পূরণ করা হয়ে গেলে, এটি পরিবর্তন / কাটাকুটি করা যাবে না। সংশোধনের জন্য মার্কার বা সাদা তরল ব্যবহার করা যাবে না।রাফ কাজের জন্য প্রশ্ন-পুস্তিকার ভিতরে কয়েকটি ফাঁকা পৃষ্ঠা দেওয়া হবে।
  5. প্রতিটি ভুল উত্তরের জন 1 নম্বর কাটা যাবে। 6. তোমার সাথে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট রাখার অনুমতি নেই তবে জ্যামিতি বক্স অনুমোদিত।
  6. পরীক্ষাটি পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ডের অষ্টম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান এবং গণিতের পাঠ্যক্রম ভিত্তিক হবে। মডেল প্রশ্নগুলি www.jbnsts.ac.in থেকে ডাউনলোড করা যেতে পারে।
আরও দেখুন:  Aikyashree Scholarship 2024-2025 | ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ, যোগ্যতা

৪. কোনো অসৎ উপায় অবলম্বন করলে প্রার্থীর বৈধতা বাতিল করা হবে। এ বিষয়ে কোনোরূপ অনুরোধ গ্রাহ্য করা হবে না।

  1. পরীক্ষার হল ত্যাগ করার আগে, পরিদর্শকের কাছে OMR শীট জমা দিতে হবে।
  2. অনুগ্রহ করে প্রবেশপত্র (ADMIT CARD) ডাউনলোড করো এবং একটি প্রিন্ট আউট নাও যা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে।

স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top