WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Alkaline Earth Metals

Alkaline Earth Metals | একাদশ শ্রেণীর রসায়নের ক্ষারীয় মৃত্তিকা ধাতু অধ্যায়ের প্রশ্ন-উত্তর

Last Updated on March 15, 2022 by Science Master

ক্ষারীয় মৃত্তিকা ধাতু (Alkaline Earth Metals)

1.কয়েকটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর (Alkaline Earth Metals) উদাহরণ দাও।

উঃ- Be, Mg, Ca, Ba, Ra ইত্যাদি।

2. কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুটি অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে?

উঃ- Be কিছু অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে কারন ের ইলেকট্রন বিন্যাস অন্যান্য মৌলগুলির থেকে আলাদা। এর আয়ন (Be2+) আকারে অত্যান্ত ছোট।

3. কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুটি তেজস্ক্রিয় ?

উঃ- রেডিয়াম (Ra)।

4. ক্ষারীয় মৃত্তিকা ধাতু গুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ক্ষার ধাতুগুলির তুলনায় বেশি কেন?

উঃ- অপেক্ষাকৃত ছোট আকার ও ঘনসন্নিবিষ্ট কেলাস গঠনের জন্য ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি।

5. Be ও Mg ছাড়া অন্যান্য ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা তার লবণকে বুনসেন বার্ণারের শিখায় উত্তপ্ত করলে শিখা বৈশিষ্ট্য মূলক রঙিন হয় কেন?

উঃ- শিখা থেকে উৎপন্ন শক্তি গ্রহণের মাধ্যমে ধাতু ও ধাতব আয়নের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন গুলি উত্তেজিত হয়ে উচ্চ শক্তিস্তরে স্থানান্তরীত হয়। এই উত্তেজিত ইলেকট্রন গুলি যখন আগের নিন্মস্তরে ফিরে আসে, তখন শোষিত শক্তি বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট আলোক তরঙ্গরূপে বিকিরিত হয় এবং শিখা বিভিন্ন বর্ণ ধারন করে।

Ca ➞ ইটের মতো লাল

Sr, Ra ➞ গাড় লাল

Ba ➞ কচি আপেলের মতো সবুজ

6. হাইড্রোজেন সেতু বন্ধন কাকে বলে?

উঃ- বেরিলিয়াম হাইড্রাইড (BeH2) সমযোজী যৌগ। এর যোজ্যতা কক্ষে চারটি ইলেকট্রন থাকে। সুতরাং অণু দুটিতে ইলেকট্রনের ঘাটতি আছে। আর এই ঘাটতি পূরণের জন্য যৌগটি পলিমার গঠন করে, দুটি Be তিন কেন্দ্রিক দুই ইলেকট্রন (3c – 2e) দ্বারা যুক্ত থাকে। একেই হাইড্রোজেন সেতু বন্ধন বা Hydrogen Bridge Bond বলে।

7. ক্ষারীয় মৃত্তিকা ধাতুর অক্সাইড গুলিকে ক্ষারীয় ধর্ম অনুযায়ী সাজাও।

উঃ- BeO < MgO < CaO < BaO

8. ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রক্সাইড গুলিকে ক্ষারীয় ধর্ম অনুযায়ী সাজাও।

উঃ- Be(OH)2 < Mg(OH)2 < Ca(OH)2 < Sr(OH)2 < Ba(OH)2

9. BeF2 জলে অধিক দ্রাব্য কেন?

উঃ- BeF2 জলে অধিক দ্রাব্য কারন Be2+ এর উচ্চ হাইড্রেশন এনথ্যালপি BeF2 এর ল্যাটিস এনথ্যালপিকে সহজেই অতিক্রম করে।

10. বেরিলিয়ামের অস্বাভাবিক আচরনের কারন কী?

উঃ- ক) বেরিলিয়ামের পরমানু বা আয়নের আকার ছোটো।

খ) উচ্চ আয়নায়ন এনথ্যালপি .

গ) যোজ্যতা কক্ষে খালি d-উপকক্ষের অনুপস্থিতি।

11. ফটোগ্রাফিতে ব্যবহৃত ফ্ল্যাশ বাল্বে কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু ব্যবহার করা হয়?

উঃ- ম্যাগনেসিয়াম।

12. ঠাণ্ডা দেশের রাস্তায় জমে থাকা বরফ গলানোর জন্য কী ব্যবহৃত হয়?

উঃ- CaCl2 , 6H2O

13. ” মিল্ক অফ লাইম ” কী ?

উঃ- অধিক পরিমানে Ca(OH)2 জলে মেশালে এর একটি সাদা দুধের মতো জলীয় দ্রবন উৎপন্ন হয়, একেই ” মিল্ক অফ লাইম ” বলে।

14. 40oC উষ্ণতায় কলিচুনের সঙ্গে Cl2 এর বিক্রিয়া ঘটানো হলে কী ঘটবে?

উঃ- 40oC উষ্ণতায় সামান্য ভেজা কলিচুনের সঙ্গে Cl2 এর বিক্রিয়ায় একটি ঝাঁঝালো গন্ধ যুক্ত সাদা গুঁড়ো পদার্থ উৎপন্ন হয়। যা বিরঞ্জক ও জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়।

2Ca(OH)2 + 3Cl2 → Ca(OCl)Cl + CaCl2 + 2H2O

15. প্লাস্টার অফ প্যারিস কীভাবে উৎপন্ন করা হয় ? এর ব্যবহার লেখো।

উঃ- জিপসামকে (CaSO4, 2H2O) 110-120 o C উষ্ণতায় নিরুদিত করলে প্লাস্টার অফ প্যারিস উৎপন্ন হয়। এর রাসায়নিক নাম ক্যালশিয়াম সালফেট হেমিহাইড্রেট।

ব্যবহারঃ ক) নির্মান শিল্পে ব্যবহার করা হয়।

খ) দাঁতের চিকিৎসায়, গহনা প্রস্তুতিতে, মূর্তি তৈরীতে ব্যবহৃত হয়।

গ) ভাঙা হাড় জোড়া লাগানোর কাজে ব্যবহার হয়।

16. ক্ষারীয় মৃত্তিকা ধাতু গুলিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কেন?

উঃ- ক্ষারীয় মৃত্তিকা ধাতু গুলি উচ্চ তড়িৎ ধনাত্মক এবং শক্তিশালী বিজারক দ্রব্য হওয়ায় অত্যান্ত সক্রিয়। এই কারনে এদেরকে প্রকৃতিতে মক্ত অবস্থায় পাওয়া যায় না। বিভিন্ন তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত অবস্থায় এরা অবস্থান করে।

17. মার্বেলের সঙ্গে H2SO4 এর বিক্রিয়াটি CO2 গ্যাস প্রস্তুতির জন্য ব্যবহার করা হয় না কেন?

উঃ- মার্বেল (CaCO3) এর সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় যে অদ্রাব্য CaSO4 উৎপন্ন হয় তা মার্বেলের ওপর একটি আস্তরণ ফেলে। এর ফলে মার্বেল আর অ্যাসিডের সংস্পর্শে আসতে পারে না। ফলে বিক্রিয়া বন্ধ হয়ে যায় । এই কারনে CaCO3 এর সঙ্গে লঘু এর H2SO4 বিক্রিয়াটি হয় না।

18.

উঃ-

19.

উঃ-

20.

উঃ-

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top