উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেম সিলেবাস ২০২৪-২৫ (WB HS Semester System Syllabus 2024-25)
WB HS Semester System Syllabus 2024-25: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সেমিস্টার সিস্টেমের সিলেবাস। সেমিস্টার সিস্টেমের সমস্ত বিষয়ের সিলেবাসের পিডিএফ (WBCHSE Semester System Syllabus) নীচে দেওয়া আছে। উচ্চমাধ্যমিকের পাঠক্রমকে মোট চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে। একাদশ শ্রেণীতে হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার।
সেমিস্টার সিস্টেমে পরীক্ষা পদ্ধতি:
একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের পরীক্ষা, খাতা দেখা সব কিছু নিজের স্কুলেই হবে। পরীক্ষার রুটিন সংসদ থেকে ঠিক করা হবে। প্রথম সেমিস্টার প্রশ্ম হবে MCQ ধরনের এবং দ্বিতীয় সেমিস্টারে ডেসক্রেবটিভ ধরনের প্রশ্ম হবে।
দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের পরীক্ষা সংসদের পরিচালনায় অন্য মেনুতে হবে। তৃতীয় সেমিস্টার প্রশ্ম হবে MCQ ধরনের এবং চতুর্থ সেমিস্টারে ডেসক্রেবটিভ ধরনের প্রশ্ম হবে।
সেমিস্টার পরীক্ষার সময়:
প্রতিবছর প্রথম ও তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার পরীক্ষা হবে মার্চ মাসে।
আরও দেখুনঃ উচ্চমাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন | WB HS Exam 2025 Routine pdf Download
সেমিস্টার পরীক্ষার নম্বর বিভাজন:
সায়েন্স বিভাগের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের থিওরি পরীক্ষা হবে ৩৫ নম্বরের এবং আর্টস বিভাগের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের থিওরি পরীক্ষা হবে ৪০ নম্বরে। দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে সায়েন্স প্র্যাকটিক্যাল হবে ৩০ নম্বরের এবং আর্টস এর প্রোজেক্ট হবে ২০ নম্বরের।
ডাউনলোড সেমিস্টার সিস্টেম সিলেবাস:
একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেমের সিলেবাস ২০২৪-২৫ নিচে দেওয়া আছে। নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করা যাবে। চারটি সেমিস্টারের সমস্ত বিষয়ের সিলেবাসের (HS all subjects syllabus) পিডিএফ দেওয়া হয়েছে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।
Latest Posts:
- পরিবেশ বিজ্ঞান-ষষ্ঠ শ্রেণী সিলেবাস ও নম্বর বিভাজন | Class 6 Poribesh Bigyan Syllabus
- পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান সিলেবাস | Class 5 Poribesh Bigyan Syllabus New
- মাধ্যমিক ২০২৬ জীবন বিজ্ঞান প্র্যাকটিস সেট | Madhyamik 2026 Life Science Practice set
- পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর সিলেবাস | West Bengal Board Class 9 Syllabus
- নবম শ্রেনীর ইংরেজী সিলেবাস | WBBSE Class 9 English Syllabus




