Last Updated on September 15, 2021 by Science Master
একাদশ শ্রেণীর রসায়ন বিভাগের মডেল অ্যাকটিভটি টাক্সের উত্তর /
Chemistry Model Activity Task Answers for Class 11
১) ক. 6C12 = 12.00000 একক না ধরে যদি 6C12= 24.00000 একক ধরা হতো তাহলে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্বের কোনো পরিবর্তন ঘটতো কিনা ব্যাখ্যা করো।
উঃ- 6C12 = 12 স্কেলের ক্ষেত্রে,
মৌলের পারমাণবিক ওজন =
(মৌলের একটি পরমানুর ওজন) /
(1/12 একটি C12 পরমানুর ওজন)
6C12 = 24 স্কেলের ক্ষেত্রে,
মৌলের পারমাণবিক ভর =
(মৌলের একটি পরমানুর ভর) /
(1/24 একটি C12 পরমানুর ভর )
= (মৌলের একটি পরমানুর ভর) /
(1/2x 1/12 একটি C12 পরমানুর ভর)
= 2 x (মৌলের একটি পরমানুর ভর) /
(1/12 একটি C12 পরমানুর ভর)
6C12 =24 স্কেলে মৌলের পারমাণবিক ভর =
2 x 6C12 = 12 স্কেলে মৌলের পারমাণবিক ভর
6C12 = 12.00000 একক না ধরে যদি 6C12 = 24.00000 একক ধরা হলে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্ব বর্তমান পারমাণবিক গুরুত্বের দ্বিগুণ হয়ে যাবে।
যেমন- অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16 না হয়ে 32 হবে।
খ. এই পরিবর্তনে পারমাণবিক ভর এককের মানের কি পরিবর্তন হতো। যুক্তি দাও।
উঃ- 6C12 = 12 এর পরিবর্তে 6C12 = 24 একক হলে অন্যান্য মৌলের পারমাণবিক ভর এককের মানের পরিবর্তন হবে এবং 6C12 = 12 এর সাপেক্ষে যা হয় তার দ্বিগুণ হবে। কারন মৌলের পারমাণবিক ভর বর্তমান পারমাণবিক ভরের দ্বিগুণ হয়।
6C12 = 12 এর সাপেক্ষে,
মৌলের পারমাণবিক ভর একক =
মৌলটির পারমাণবিক ভর x 1 amu.
6C12 = 24 এর সাপেক্ষে,
মৌলের পারমাণবিক ভর একক =
(2 x মৌলটির পারমাণবিক ভর)x 1 amu.
যেমন- যখন 6C12 = 12
অক্সিজেনের পারমাণবিক ভর একক =16 x 1 amu = 16 amu
যখন 6C12 = 24
অক্সিজেনের পারমাণবিক ভর একক =32 x 1 amu = 32 amu
গ. পারমাণবিক স্কেলের উপরিউক্ত পরিবর্তনে STP তে কোনো আদর্শ গ্যাসের মোলার আয়তন 22.4 L থাকবে, না পরিবর্তিত হবে ?
উঃ- পারমাণবিক স্কেলে 6C12 = 12 এর পরিবর্তে 6C12 = 24 হলে STP
তে কোনো আদর্শ গ্যাসের মোলার আয়তন অর্ধেক হয়ে যাবে । অর্থাৎ মোলার আয়তন 22.4 L এর পরিবর্তে 11.2 L হয়ে যাবে।
যেমন- 6C12 = 12 স্কেলে অক্সিজেনের আণবিক ওজন 32 গ্রাম।
আমরা জানি, 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 L । কিন্তু
6C12 = 24 স্কেলে অক্সিজেনের আণবিক ওজন 64 গ্রাম।
তাহলে এক্ষেত্রে, 64 গ্রাম অক্সিজেনের আয়তন হবে= 22.4 L
অক্সিজেনের মোলার আয়তন হবে = (22.4 x 32) / 64 L
= 11.2 L
২) 6C12 = 12.00000 একক ও 8O16 = 16.00000 একক ধরে নির্ণীত অ্যাভোগাড্রো ধ্রুবকের মানে কী কোনো তফাৎ থাকবে ? যুক্তি দাও।
উঃ- 1 গ্রাম পরমানু কার্বন = 12 গ্রাম কার্বন = 6.022 x 1023 টি কার্বন পরমাণু
1 গ্রাম পরমানু অক্সিজেন = 16 গ্রাম অক্সিজেন = 6.022 x 1023 টি অক্সিজেন পরমাণু
অতএব 12 গ্রাম কার্বন বা 16 গ্রাম অক্সিজেন উভয় ক্ষেত্রেই অ্যাভোগাড্রো ধ্রুবকের মান একই থাকবে এবং এই ধ্রুবকের মান 6.022 x 1023 / মোল।
৩. সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ”আণবিক ওজন” কথাটি যুক্তিযুক্ত নয় কেন তা ব্যাখ্যা করো।
উঃ- কোনো পদার্থকে যে সংকেতের দ্বারা প্রকাশ করা হয় সেই সংকেতে উপস্থিত পরমানু গুলির পারমাণবিক ভরের সমষ্টি হল ওই পদার্থের সংকেত ওজন। আবার ওই সংকেত ওজন দ্বারা আণবিক ভর নির্ণয় করা হয়। আপাত দৃষ্টিতে আণবিক ভর ও সংকেত ভর একই বলে মনে হয়। কিন্তু যেক্ষেত্রে পদার্থের অনুর প্রকৃত অস্তিত্ব আছে, কেবলমাত্র সেই ক্ষেত্রে পদার্থের আণবিক ওজন ও সংকেত ওজন একই হয়।
আবার যে ক্ষেত্রে পদার্থের অনুর প্রকৃত অস্তিত্ব নেই তাদের ক্ষেত্রে সংকেত ওজন কথাটি ব্যবহার করা হয়। NaCl অনুর Na(+) ও Cl(-) আয়ন গুলি ঘনকের আকারে সজ্জিত থাকে। একটি Na(+) আয়ণকে ছয়টি Cl(-) আয়ন এবং একটি Cl(-) আয়নকে ছয়টি Na(+) আয়ণ ঘিরে থাকে । অর্থাৎ NaCl অনুর প্রকৃত অস্তিত্ব নেই। তাছাড়াও NaCl একটি তড়িৎযোজী যৌগ। তাই NaCl এর আণবিক ওজন 58.5 লেখা যুক্তিযুক্ত নয়।
৪. পদার্থ বিজ্ঞান, রসায়ন, জৈব রসায়ন প্রভৃতিতে অ্যাভোগাড্রো ধ্রুবকের তাৎপর্য ব্যাখ্যা করো।
উঃ- ১. যে কোনো মৌলিক পদার্থের ( কঠিন, তরল বা গ্যাসীয় ) এক গ্রাম- পরমানুতে কতগুলি পরমানু আছে তা অ্যাভোগাড্রো ধ্রুবকের সাহায্যে নির্ণয় করা যায়।
২. যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ( কঠিন, তরল বা গ্যাসীয় ) এক গ্রাম- অনুতে কতগুলি অনু আছে তা অ্যাভোগাড্রো ধ্রুবকের সাহায্যে নির্ণয় করা যায়।
৩. অ্যাভোগাড্রো ধ্রুবকের সাহায্যে মোল সংখ্যার ধারনা পাওয়া যায়।
৫. অনু বা পরমানুর প্রকৃত ভর নির্ণয় করা যায়।
৬. STP তে এক মোল পরিমান যে কোনো গ্যাসের আয়তন 22.4 L তা নির্ণয় করা যায়।