মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

Important Questions of Solid State Chemistry for WBCHSE class 12 in bengali medium

Last Updated on April 17, 2024 by Science Master

 

        পদার্থের কঠিন অবস্থা থেকে কিছু গুরুতবপূর্ণ প্রশ্ম 

(Important Questions of Solid State Chemistry)

         

Important Questions of Solid State Chemistry

 
পদার্থের কঠিন অবস্থা(Solid State) অধ্যায়টি দ্বাদশ শ্রেণীর রসায়নের একেবারে প্রথম এবং খুবই গুরুতবপূর্ণ একটি অধ্যায়। এখানে কঠিন পদার্থের শ্রেণীবিন্যাস ও কেলাশের বিভিন্ন রকম ত্রূটির আলোচনা করা আছে। 
পদার্থের কঠিন অবস্থা(Solid State) থেকে নিচে কতগুলি গুরুতবপূর্ণ প্রশ্ম  দেওয়া হল যা ছাত্র ছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির জন্য কাজে লাগবে। এখান থেকে M.C.Q  ও S. A. Q. দুই ধরনের প্রশ্মই গুরুতবপূর্ণ। 
 
 
 

1)   কেলাস কী?


2)   কেলাস জালক বা ল্যাটিস জালক কী?
 
 
3)   ল্যাটিস বিন্দু কী?

4)   একক কোশ কাকে বলে? বিভিন্ন প্রকার ত্রিমাত্রিক একক কোশের নাম লেখো।

5)   কাচকে অতিশীতলীকৃত সান্দ্র তরল বলা হয় কেন?

6)   বিভিন্ন ধরনের ঘনকাকার একক কোশ গুলিকে কণার সংখ্যা অনুযায়ী সাজাও।


7)   একটি মৌলের পারমানবিক ভর M। মৌলটির x গ্রাম পরিমাণে কতগুলি একক কোশ থাকবে, যদি একক কোশটি পৃস্থকেন্দ্রিক ঘনকাকার হয়।
 
8)   ব্র্যভেস ল্যাটিস কী?

9)   একক কোশের প্যাকিং দক্ষতা বলতে কি বোঝ।

10) সরল একক কোশের প্যাকিং দক্ষতা এবং একক কোশের ফাঁকা স্থান নির্ণয় করো।

11)  পৃষ্ঠকেন্দ্রিক একক কোশের প্যাকিং দক্ষতা এবং একক কোশের ফাঁকা স্থান নির্ণয় করো।

12) দেহকেন্দ্রিক একক কোশের প্যাকিং দক্ষতা এবং একক কোশের ফাঁকা স্থান নির্ণয় করো।

13)  সরল, দেহকেন্দ্রিক  ও পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোশের গঠনকারী কণার ব্যাসার্ধ যথাক্রমে r1, r2, r3  একক, একক কোশের কিনারার দৈর্ঘ্য a  হলে r1, r2, r3 এর অনুপাত নির্ণয় করো।   
            
 14) একটি মৌলের কেলাসের একক কোশে পরমাণুর সংখ্যা z প্রান্তদৈর্ঘ্য  a এবং মৌলটির আণবিক ভর M হলে, কেলাসের ঘনত্ব (þ) নির্ণয় করো।

15)  একটি ধাতু  পৃষ্ঠকেন্দ্রিক  ঘনকাকার কেলাস গঠন করে। ধাতুটির পারমাণবিক ব্যাসার্ধ 1.28 Å হলে একক কোশের বাহুর দৈর্ঘ্য কত?

16) লেডের কেলাস পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতির এবং এর ঘনত্ব 11.35 gcm-3 । লেডের পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করো। (M=207)

17) Cr(52) দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। যদি একক কোশের বাহুর দৈর্ঘ্য 287pm হয়, তবে Cr পরমাণুর ব্যাসার্ধ ও ঘনত্ব নির্ণয় করো।

18) একটি মৌলের দেহকেন্দ্রিক একক কোশের কিনারার দৈর্ঘ্য 288 pm, ধাতুটির ঘনত্ব 7.2 gcm-3 । ওই মৌলের 208  গ্রাম পরিমাণে কতগুলি পরমাণু ও কতগুলি একক কোশ থাকে।

19)      মৌলের ঘনত্ব 2.8 gcm-3 এটি পৃষ্ঠকেন্দ্রিক  ঘনকাকার একক কোশ বিশিষ্ট যার কিনারার দৈর্ঘ্য 400  pm । মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করো।

20) বিন্দুঘটিত ত্রূটি কাকে বলে?
21) স্কটকি ত্রূটি কাকে বলে?

22) ফ্রেনকেল ত্রূটি কাকে বলে?
 
23) স্কটকি ত্রূটি ও ফ্রেনকেল ত্রূটির মধ্যে পার্থক্য লেখো।

24) ডোপিং কি?

25) সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে NaCl কে উত্তপ্ত করলে NaCl হলুদ বর্ণ ধারন করে কেন?
 
26) ZnO কে উত্তপ্ত করলে এর বর্ণ হলুদ হয় কেন?

27) ZnO কে উত্তপ্ত করলে তড়িৎ পরিবাহিতা বেড়ে যায় কেন?

28) সবর্গাঙ্ক সংখ্যা কাকে বলে?

29) fcc কেলাসের সবর্গাঙ্ক সংখ্যা কত?

30) অষ্ঠতলকিয় ফাঁকের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো।

31)  NaCl কেলাসে 10-3 mol% SrCl2ডোপিং করার ফলে কেলাসে ক্যাটায়ন শূন্যতার পরিমাণ কত?

32)  একটি বাইনারি কঠিন পদার্থের (A+B) গঠন জিঙ্ক ব্লেন্ডের অনুরুপ।  B আয়ন গুলি ল্যাটিস গঠন করে এবং A আয়ন গুলি চতুস্থলকীয় ফাঁকের 25% পূর্ণ করে। কঠিন পদার্থ টির সংকেত নির্ণয় করো।

33)  MxOy ধাতব অক্সাইডের কেলাসে O2 পরমাণু ঘনকাকার ঘন সন্নিবেশে গঠিত হয়। উক্ত সন্নিবেশে  অষ্ঠতলকিয় ফাঁক গুলির  2/3 অংশ M পরমাণু দ্বারা অধিকৃত হয়। তবে  x ও y এর মান নির্ণয় করো।

34)  F- কেন্দ্র কী?

35)  অপদ্রব্য অর্ধ পরিবাহী কাকে বলে?

36) n- টাইপ অর্ধ পরিবাহী কাকে বলে?

37)  p-  টাইপ অর্ধ পরিবাহী কাকে বলে?

 
                         
  M.C.Q  ও S. A. Q.    Type question for Solid State Chemistry 
( পদার্থের কঠিন অবস্থা থেকে কিছু গুরুতবপূর্ণ M.C.Q  ও S. A. Q. প্রশ্ম) 

1)   p  টাইপ অর্ধ পরিবাহীতে বিশুদ্ধ Si এর সঙ্গে কি মেশানো হয়?

2)   কোন কেলাস শ্রেনীতে দেহকেন্দ্রিক ল্যাটিস সম্ভব নয়?

3)   কোন ধরনের পদার্থ অ্যান্টি ফেরোম্যাগ্নেটিক ধর্ম দেখায়?
 
4)   a ≠ b ≠ c এবং 𝛼 ≠ 𝛽 ≠ 𝛾 ≠ 90 কোন কেলাস?

5)   কোন ক্ষেত্রে ক্যাটায়ন গুলি অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে?

6)   fcc এবং   bcc কেলাসে ফাঁকা স্থানের পরিমাণ কত?

7)   fcc এবং   bcc একক কোশে কণার সংখ্যা কত?

8)   বিশুদ্ধ Si এর সঙ্গে সামান্য পরিমাণ As মেশালে কী ধরনের অর্ধ পরিবাহী তৈরী হয়?

9) পৃষ্ঠকেন্দ্রিক একক কোশের কো-অরডিনেশন সংখ্যা কত?

10) কোন ধরনের ত্রূটির ফলে কেলাসের ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না?

11) স্কটকি ত্রূটি ও ফ্রেনকেল ত্রূটি উভয় দেখা যায় এমন একটি যোগের নাম লেখো।

12) সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার  একক কোশ গুলিকে প্যাকিং দক্ষতা অনুযায়ী সাজাও।

13) ফেরোম্যাগ্নেটিক ও প্যারাম্যাগ্নেটিকের মধ্যে কোনটিকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায়।

14) কোন ধরনের ত্রূটির ফলে কেলাসের ঘনত্ব বৃদ্ধি পায়?

15) স্কটকি ত্রূটি ও ফ্রেনকেল ত্রূটির মধ্যে কোনটিতে কেলাসের ঘনত্ব হ্রাস পায়?

 16) সবোর্চ্চ প্যাকিং দক্ষতা দেখা যায় নিচের কোনটিতে- bcc/ fcc/ scc.

17) বিশুদ্ধ কেলাসের ল্যাটিস বিন্দুতে নিচের কোনটি থাকতে পারে না- পরমাণু/  অনু/ আয়ন/ ইলেকট্রন ।  
images%2B%25284%2529

Also read :- Important Multiple Choice Question and Answer on Solid State Chemistry/ কিছু গুরুতবপূর্ণ M.C.Q এর উত্তর দেওয়া হল- Click Here to Download 

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক ২০২৪ এর বাংলা প্রশ্নপত্র pdf| WB HS Exam 2024 Bengali Question Paper
 
 
 
 
WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

0 thoughts on “Important Questions of Solid State Chemistry for WBCHSE class 12 in bengali medium”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top