Last Updated on July 31, 2024 by Science Master
Vidyasagar Science Olympiad (VSO layer-1 result 2024): এই বছর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৪ এর Layer-1 পরীক্ষা হয় ২৩ জুন ২০২৪। প্রকাশিত হলো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৪ এর Layer-1 পরীক্ষার রেজাল্ট। Layer-1 পরীক্ষার পাফরমেন্সের ওপর ভিত্তি করে প্রত্যেক ইউনিটের ১০% ছাত্র-ছাত্রীকে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৩০% Layer 1 এর পরীক্ষায় থাকবে) Layer 2 এর জন্য মনোনীত করা হয়েছে। Layer 2 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট ২০২৪ এবং Layer 2 পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ১০ আগস্ট ২০২৪ থেকে ২০ আগস্ট ২০২৪ পর্যন্ত।
আর সেই সঙ্গে প্রত্যেক ইউনিটের শীর্ষ ৩ জনকে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৪০% Layer 1 এর পরীক্ষায় থাকবে) বই কেনার গ্রাণ্ড হিসেবে ১০০০/- টাকা করে দেওয়া হবে। Layer 2 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট ২০২৪ এবং Layer 2 পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ১০ আগস্ট ২০২৪ থেকে ২০ আগস্ট ২০২৪ পর্যন্ত।
আর দেখুনঃ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড স্কলারশিপের ব্যাপারে বিশদে জানতে এখানে ক্লিক করুন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ | Vidyasagar Science Olympiad 2024 (VSO)
⬕ কিভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৪ এর (VSO Layer-1 Result 2024 ) পরীক্ষার রেজাল্ট দেখবেনঃ
১) প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে।
২) এরপর Dropdown লিস্ট থেকে নিজের জেলার নাম এবং ব্লকের নাম সিলেক্ট করতে হবে।
৩) এরপর Find অপশনে ক্লিক করলেই ব্লক অনুযায়ী লিস্ট দেখা যাবে।
বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৪ এর Layer-1 পরীক্ষার রেজাল্ট দেখার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
⬕ কিভাবে Book Grand এর জন্য আবেদন করবেনঃ
প্রত্যেক ইউনিটের শীর্ষ ৩ জনকে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৪০% Layer 1 এর পরীক্ষায় থাকবে) বই কেনার গ্রাণ্ড হিসেবে ১০০০/- টাকা করে দেওয়া হবে। যেসমস্ত ছাত্র-ছাত্রী বুক গ্রাণ্ড এর জন্য সিলেক্ট হয়েছে রেজাল্ট লিস্টে তাদের নামের পাশে Book Grand Eligibility কলমে Yes লেখা থাকবে।
১) Yes অপশনে ক্লিক করতে হবে।
২) এরপর একটি পেজ ওপেন হবে। যেখানে একটি ফর্ম দেওয়া থাকবে।
৩) বুক গ্রাণ্ডের জন্য আবেদন করার জন্য এই ফর্ম টি পূরণ করতে হবে।
৪) প্রথমে নামের বানান ভুল থাকলে তা সঠিক করে লেখার অপশন আছে।
৫) এরপর নিজ নিজ স্কুলের UDISE কোড দিতে হবে।
৬) এরপর বেনিফিসারির নাম, ব্যাঙ্কের অ্যাকাউণ্ট নম্বর, শাখার নাম এবং ব্যাঙ্ক IFSC কোড দিতে হবে।
৭) তারপর দশ সংখ্যার মোবাইল নম্বর দিতে হবে।
8) শেষে ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতার pdf বা JPEG আপলোড করে, Conform বক্সে ক্লিক করে Submit Your Account Details অপশনে ক্লিক করতে হবে।
বিঃ দ্রঃ বেনিফিসারির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউণ্ট না থাকলে পিতামাতা বা অবিভাবকের অ্যাকাউণ্ট নম্বর দেওয়া যাবে।
⬕ Book Grand এর জন্য আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবেঃ
১) নিজ নিজ স্কুলের UDISE কোড।
২) ব্যাঙ্কের নাম, অ্যাকাউণ্ট নম্বর এবং IFSC কোড।
৩) ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতা বা ক্যান্সেল চেকের স্ক্যান কপি।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
Latest Posts:
- অণুজীবের জগৎ- অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্নউত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 7
- কয়েকটি গ্যাসের পরিচিতি-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান | Class 8 Poribesh O Bigyan Chapter 3
- উত্তরসহ মাধ্যমিক ২০২৫ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | 2025 Madhyamik physical Science Solved paper
- মানুষের খাদ্য (পঞ্চম অধ্যায়): সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ম উত্তর | Class 7 Poribesh O Bigyan Chapter 5
- দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্নউত্তর | Class 10 Physical Science Question Answer