NMMSE Admit Card 2023: যে সমস্ত শিক্ষার্থী 2023 সালে অষ্টম শ্রেণীতে পাঠরত এবং যারা NMMSE পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পরীক্ষার জন্য Admit কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেল। Admit কার্ড ডাউনলোড করা যাবে 15 ই ডিসেম্বর পর্যন্ত।এই বছর NMMSE পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 17 ই ডিসেম্বর 2023।
Exam Name | NMMS Exam 2023 |
Exam Date | 17 December 2023 |
Admit card Download | 5 th Dec to 15 th Dec 2023 |
Previous Year Question Paper | Download link |
NMMS Admit Card সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
1) ওয়েবসাইটে প্রকাশিত নোটিসে বলা হয়েছে যদি কোনো পরীক্ষার্থীর Admit কার্ডে কোনোরকম ভুল থাকে তাহলে তা সংশ্লিষ্ট DI এর সঙ্গে যোগাযোগ করে ঠিক করে নিতে হবে। এই সংশোধন করা যাবে 15 ডিসেম্বর পর্যন্ত।
2) অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তাতে যদি পরীক্ষার্থীর ফটো না আসে তাহলে একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে তাতে হেড অফ ইনস্টিটিশন (HOI) এর এটেস্টেড করে নিতে হবে এবং পরীক্ষার দিন একটি একই ফটো সঙ্গে নিয়ে যেতে হবে।
কিভাবে NMMSE Admit Card 2023 ডাউনলোড করবেনঃ
1) প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে।
2) স্কলারশিপ পোর্টাল ওপেন হবে।
3) রেজিস্ট্রেশন নম্বর এবং পাশওয়ার্ড দিয়ে Sing in করতে হবে।
4) Sing in করার পর Admit Card ডাউনলোড অপশন পাওয়া যাবে।
[ আরও দেখুনঃ NMMSE পরীক্ষার জন্য কিভাবে আবেদন করবেন ]
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর যদি কোনো রকম ভুল থাকে তাহলে যেসেতু সংশোধনের সুযোগ রয়েছে তাই দেরি না করে অ্যাডমিট কার্ড যত তাড়াতাড়ি সম্ভব ডাউনলোড করে চেক করে নেওয়াই ভালো।
Download NMMSE Admit Card 2023
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।
- মৌলসমূহের শ্রেণিবিভাগ ও ধর্মাবলির পর্যাবৃত্তি- রসায়ন | একাদশ শ্রেণী | Classification of Elements and Periodicity in Properties Class 11 Chemistry
- পরমানুর গঠন- একাদশ শ্রেণীর রসায়ন MCQ প্রশ্মউত্তর | Structure of Atom Class 11 Chemistry Chapter 2 MCQ
- বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ Layer-1 প্রশ্মপত্র | Vidyasagar Science Olympiad 2025 Layer 1 Question Paper with Answer Keys
- তরল অবস্থা (Liquid State)- দ্বাদশ শ্রেণীর রসায়ন MCQ প্রশ্মউত্তর | Chemistry Class 12 Chapter 1 MCQ Question Answer
- {VSO Layer 1 Admit Card 2025} বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ অ্যাডমিট কার্ড | Vidyasagar Science Olympiad 2025 Layer 1 Admit Card pdf Download