NMMSE Admit Card 2023: যে সমস্ত শিক্ষার্থী 2023 সালে অষ্টম শ্রেণীতে পাঠরত এবং যারা NMMSE পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পরীক্ষার জন্য Admit কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেল। Admit কার্ড ডাউনলোড করা যাবে 15 ই ডিসেম্বর পর্যন্ত।এই বছর NMMSE পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 17 ই ডিসেম্বর 2023।
Exam Name | NMMS Exam 2023 |
Exam Date | 17 December 2023 |
Admit card Download | 5 th Dec to 15 th Dec 2023 |
Previous Year Question Paper | Download link |
NMMS Admit Card সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
1) ওয়েবসাইটে প্রকাশিত নোটিসে বলা হয়েছে যদি কোনো পরীক্ষার্থীর Admit কার্ডে কোনোরকম ভুল থাকে তাহলে তা সংশ্লিষ্ট DI এর সঙ্গে যোগাযোগ করে ঠিক করে নিতে হবে। এই সংশোধন করা যাবে 15 ডিসেম্বর পর্যন্ত।
2) অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তাতে যদি পরীক্ষার্থীর ফটো না আসে তাহলে একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে তাতে হেড অফ ইনস্টিটিশন (HOI) এর এটেস্টেড করে নিতে হবে এবং পরীক্ষার দিন একটি একই ফটো সঙ্গে নিয়ে যেতে হবে।
কিভাবে NMMSE Admit Card 2023 ডাউনলোড করবেনঃ
1) প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে।
2) স্কলারশিপ পোর্টাল ওপেন হবে।
3) রেজিস্ট্রেশন নম্বর এবং পাশওয়ার্ড দিয়ে Sing in করতে হবে।
4) Sing in করার পর Admit Card ডাউনলোড অপশন পাওয়া যাবে।
[ আরও দেখুনঃ NMMSE পরীক্ষার জন্য কিভাবে আবেদন করবেন ]
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর যদি কোনো রকম ভুল থাকে তাহলে যেসেতু সংশোধনের সুযোগ রয়েছে তাই দেরি না করে অ্যাডমিট কার্ড যত তাড়াতাড়ি সম্ভব ডাউনলোড করে চেক করে নেওয়াই ভালো।
Download NMMSE Admit Card 2023
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।
- অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি (নবম অধ্যায়)-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 9
- ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ
- p-Block Elements MCQ | ক্লাস 11 রসায়ন প্রশ্ম-উত্তর
- s-Block Elements MCQ | s-ব্লক মৌলসমূহ | একাদশ শ্রেণী | রসায়ন
- WB NMMSE Scholarship 2025 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস