Last Updated on November 14, 2024 by Science Master
মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের ওপর অনলাইন মকটেস্টের ব্যবস্থা করা হল। এখানে জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় ” জীবনের প্রবাহমানতা “ থেকে অনলাইন মকটেস্ট (Online Mock Test) তৈরী করা হল। আগত মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই এই মক টেস্টের ব্যবস্থা করা। জীবনের প্রবাহমানতা অধ্যায় থেকে সাজেস্টিভ প্রশ্ম নিয়ে মক টেস্ট তৈরী করা হয়েছে। মোট ২০ টি প্রশ্ম দেওয়া আছে। START বটনে ক্লিক করলেই অনলাইন মক টেস্ট শুরু হয়ে যাবে। এই অধ্যায়ের পরবর্তী মক টেস্টের লিঙ্ক নিচে দেওয়া হবে।
➤ Online Mock Test
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।