Last Updated on March 20, 2022 by Science Master
দ্রবন অধ্যায়ের MCQs (Solution Chapter)
1. 0.01(M) গ্লূকোজ দ্রবনের তুলনায়, 0.01(M) MgCl2 দ্রবনের হিমাঙ্ক অবনমনের মান– একই / প্রায় দ্বিগুণ / প্রায় তিনগুন / প্রায় চারগুন।
উঃ- প্রায় তিনগুন ।
2. নিন্মলিখিত কোনটির জলীয় দ্রবনের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ– 0.1 (M) Na2SO4/ 0.1 (M) গ্লূকোজ / 0.1 (M) NaCl / 0.1 (M) ইউরিয়া।
উঃ- 0.1 (M) Na2SO4।
3. নিচের কোন গাড়ত্বের একক উষ্ণতার উপর নির্ভরশীল নয় ? মোলারিটি / নর্ম্যালিটি / মোলালিটি / ফর্মালিটি।
উঃ- মোলালিটি।
4. নিন্মলিখিত কোনটির জলীয় দ্রবনের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ– 1.0 (M) NaOH / 1.0 (M) Na2CO3/ 1.0 (M) NH4NO3 / 1.0 (M) KNO3
উঃ- 1.0 (M) Na2CO3।
5. 0.05 oC স্ফুটনাঙ্ক উন্নয়নের জন্য 100 g জলে (Kb=0.5) কত পরিমান দ্রাব (আণবিক ওজন 100) যোগ করতে হবে? 2 g / 0.5 g / 1 g / 0.75 g ।
উঃ-1 g
6. নিন্মের কোন জোড়ের ক্ষেত্রে রাউল্ট সূত্রের ঋণাত্মক বিচ্যুতি লক্ষ করা যায়– অ্যাসিটোন– ইথানল / অ্যাসিটোন–ক্লোরোফর্ম / অ্যাসিটোন– বেঞ্জিন / বেঞ্জিন–মিথানল।
উঃ- অ্যাসিটোন-ক্লোরোফর্ম।
7. সংখ্যাগত ধর্ম নির্ভর করে – দ্রবনে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির ওপর/ দ্রবনে দ্রবীভূত দ্রাবের কণার সংখ্যার ওপর/ দ্রবনে দ্রবীভূত দ্রাবের কণার ভৌত ধর্মের ওপর/ দ্রবক কণার প্রকৃতির ওপর।
উঃ- দ্রবনে দ্রবীভূত দ্রাবের কণার সংখ্যার ওপর।
8. সামুদ্রিক জল থেকে লবণ পৃথকীকরণ হয় কোন পদ্ধতিতে ? হিমাঙ্কের অবনমন/ অভিস্রবণ/ বিপরীত অভিস্রবণ / স্ফুটনাঙ্ক উন্নয়নের।
উঃ- বিপরীত অভিস্রবণ।
9. নিন্মের কোন জোড়ের ক্ষেত্রে রাউল্ট সূত্রের ধনাত্মক বিচ্যুতি লক্ষ করা যায়– H2O+HCl / H2O+HNO3/ ইথানল–ক্লোরোফর্ম / বেঞ্জিন–মিথানল।
উঃ- ইথানল-ক্লোরোফর্ম ।
10. এক মোল পদার্থ কোথায় থাকলে তাকে মোলাল দ্রবন বলে ? এক লিটার দ্রাবকে/ এক কেজি দ্রাবকে/ এক লিটার দ্রবনে/ এক কেজি দ্রবনে।
উঃ- এক কেজি দ্রাবকে।
11. বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নির্ভর করে- দ্রাবের মোল সংখ্যার ওপর/ দ্রাবের মোল-ভগ্নাংশের ওপর / দ্রাবকের মোল সংখ্যার ওপর/ দ্রাবকের মোল-ভগ্নাংশের ওপর।
উঃ- দ্রাবের মোল-ভগ্নাংশের ওপর।
12. HCl, CuSO4 এবং K2SO4 এর 0.1 (M) জলীয় দ্রবনের হিমাঙ্ক অবনমনের অনুপাত হল– 1 : 1 : 1.5 / 1 : 2 : 3 / 1 : 1 : 1 /2 : 4 : 3
উঃ- 1 : 1 : 1.5
13. মোলালিটির একক হল – লিটার/মোল, মোল/ লিটার, গ্রাম/ লিটার, মোল/কেজি।
উঃ- মোল/কেজি।
14. নিচের কোনটির অভিস্রবণ চাপ সবচেয়ে বেশি– 1 (M) NaCl / 1 (M) সুক্রোজ /1 (M) ইউরিয়া/1 (M) গ্লূকোজ ।
উঃ- 1 (M) NaCl ।
15. উষ্ণতা বাড়লে হেনরি ধ্রুবকের (KH) মান– বাড়ে / কমে / স্থির থাকে / প্রথমে বাড়ে , পরে কমে।
উঃ- বাড়ে।
16. নিচের কোন সমীকরণ দ্বারা দ্রবনের অভিস্রবণ চাপ নির্ণয় করা যায়-
\pi =\frac{RT}{C}, \pi =\frac{CT}{R}, \frac{\pi}{C}=RT, \pi =\frac{CR}{T},
উঃ-
\frac{\pi}{C}=RT
17. স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রবকের S.I. একক হল-
K.kg-1.mol-1 , K.kg.mol-1 , kg.K-1.mol-1 , K.kg-1.mol
উঃ- K.kg.mol-1
18. শুষ্ক কিশমিশ দানাকে চিনির গাড় দ্রবনে রাখলে দানাটি চুপসে যায়। এটি যে দ্রবনের উদাহরণ তা হল– আইসোটোনিক / হাইপারটোনিক / হাইপোটোনিক/ আইসোএন্ট্রপিক।
উঃ- হাইপোটোনিক।
19. আইসোটোনিক দ্রবন গুলির ক্ষেত্রে – স্ফুটনাঙ্ক একই / বাষ্পচাপ একই/ গলনাঙ্ক একই / অভিস্রবণ চাপ একই।
উঃ- অভিস্রবণ চাপ একই।
20. হিমাঙ্কের অবনমন যেটির সমানুপাতিক– দ্রাবের মোল–ভগ্নাংশের/ দ্রবনের মোলাল মাত্রা / দ্রবনের মোলার মাত্রা / দ্রবকের মোলাল মাত্রা।
উঃ- দ্রবনের মোলার মাত্রা।
21. দ্রাবের সংকোচনের ক্ষেত্রে ভ্যান্ট হফ গুনকের (i) মান– i>1 / i<1 / i=1 / i=0.
উঃ- i<1
22. হেনরি ধ্রুবক KH এর মান – অধিক দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে বেশি / কম দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে বেশি / সমস্ত গ্যাসের ক্ষেত্রে একই / গ্যাসের দ্রাব্যতার সঙ্গে সম্পর্কিত নয়।
উঃ- সমস্ত গ্যাসের ক্ষেত্রে একই।
23. 18 g গ্লূকোজ জলে দ্রবীভূত করা হলে দ্রবনে জলের বাষ্পচাপ (torr এককে) হল- 7.6 / 76.0 / 752.4 / 759.0
উঃ- 752.4
24. একটি 1.00 (m) জলীয় দ্রবনে দ্রাবের মোল ভগ্নাংশ- 1.770 / 0.0354 / 0.0177 / 0.177
উঃ- 0.0177
25. 17.82 g জলে 0.18 g গ্লূকোজ দ্রবীভূত করে একটি দ্রবন প্রস্তুত করা হল। 100oC উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ হবে- 760 mmHg / 752.4 mmHg / 0.764 mmHg / 7.6 mmHg
উঃ- 752.4 mmHg
26. আদর্শ দ্রবণের ক্ষেত্রে কোনটি সঠিক- ΔGmix =0 / ΔUmix ≠ 0 / ΔHmix = 0 / ΔSmix = 0
উঃ- ΔHmix = 0
27.
☐ আরও দেখুনঃ পদার্থের কঠিন অবস্থা অধ্যায়ের MCQ এবং উত্তর।
☐ আরও দেখুনঃ রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়ের MCQ এবং উত্তর।
☐ আরও দেখুনঃ তড়িৎ রসায়ন অধ্যায়ের MCQ এবং উত্তর।
☐ আরও দেখুনঃ পৃষ্ঠ তলীয় রসায়ন অধ্যায়ের MCQ এবং উত্তর।