Last Updated on January 11, 2022 by Science Master
Mathematics Model Activity Task
Calss -10 , Full Marks -20
নীচের প্রশ্মগুলির উত্তর লেখোঃ(Mathematics Model Activity Task)
1.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ 1 x 3 = 3
(ক) দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো-
(a) 2-3x (b) x2 + 3/x + 5 (c) x(2x+4)+1 (d) 2(2-3x)
উত্তরঃ- x(2x+4)+1
(খ) x2 – 3x +2 = 0 সমীকরণটির বীজ দুটি হলো-
(a) 0,1 (b) 0,2 (c) 0,0 (d) 1,2
উত্তরঃ- 1,2
(গ) px2 + qx + r = 0 সমীকরণটি (p,q,r বাস্তব) দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হলো-
(a) q ≠ 0 (b) r ≠ 0 (c) p ≠ 0 (d) p যেকোনো অখণ্ড সংখ্যা।
উত্তরঃ- p ≠ 0
2. সত্য / মিথ্যা লেখোঃ 1 x 2 = 2
(ক) a, b, c ধণাত্মক বাস্তব সংখ্যা এবং a>b ও c>b হলে, ax2 + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে।
উত্তরঃ- মিথ্যা।
(খ) ax2 + bx + c = 0 সমীকরণে a = 0 হলে, (b,c বাস্তব) সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত করো।
উত্তরঃ- সত্য।
3. সংক্ষিপ্ত উত্তর দাওঃ 2 x 3 = 6
(ক) x2 + Px + 2 = 0 সমীকরণটির একটি বীজ 2, P এর মান কত?
উত্তরঃ- x2 + Px + 2 = 0 সমীকরণের একটি বীজ 2
∴ (2)2 + P.2 + 2 = 0
বা, 4 + 2P + 2 = 0
বা, 2P = -6
বা, P = -3
∴ P এর মান হবে -3
(খ) x2 – 4x + 5 = 0 সমীকরণটির নিরুপক নির্ণয় করো।
উত্তরঃ- x2 – 4x + 5 = 0 সমীকরণটির নিরুপক হবে,
(-4)2 – (4 × 1× 5)
= 16- 20
= -4
(গ) ax2 + bx + c = 0 (a, b. c বাস্তব, a ≠ 0) সমীকরণটির বীজদ্বয় (i) বাস্তব ও সমান এবং (ii) বাস্তব ও অসমান হওয়ার শর্ত গুলি লেখো।
উত্তরঃ- (i) বাস্তব ও সমান হওয়ার শর্ত b2-4ac = 0
(ii) বাস্তব ও অসমান হওয়ার শর্ত b2-4ac > 0
4. (ক) একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো- দুই অঙ্ক বিশিষ্ট একটি স্নখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি নির্ণয় করো। [3]
উত্তরঃ- ধরি, দশক স্থানীয় অঙ্কটি x
অতএব, একক স্থানীয় অঙ্কটি (x+6)
সংখ্যাটি হবে 10x + (x+6)
= (11x + 6)
শর্তে, x(x+6) = (11x + 6) – 12
বা, x2 + 6x = 11x + 6 – 12
বা, x2 + 6x = 11x – 6
বা, x2 -5x + 6 = 0
বা, x2 – 3x – 2x + 6 = 0
বা, x(x-3) – 2(x-3) = 0
বা, (x-3)(x-2) = 0
বা, x = 3 , x = 2
অতএব, সংখ্যাটি (11 X 3 + 6) = 39 বা, (11 X 2 + 6) = 28
(খ) 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদুটি α ও β হলে, α2 + β2 এর মান নির্ণয় করো। [3]
উত্তরঃ- 5x2 + 2x – 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদুটি α ও β হলে,
এখন,
(গ) সমাধান করোঃ [3]
উত্তরঃ-
আবার,
অতএব, নির্ণেয় সমাধান x= 3 , -4
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।