Last Updated on December 7, 2022 by Science Master
আসন্ন ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষারর্থীর কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন ২০২৩ ( Madhyamik Physical Science Suggestion 2023 ) তৈরী করে দেওয়া হলো। বিভিন্ন বই থেকে বিগত বছরের প্রশ্মপত্র পর্যবেক্ষন করে এই ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন তৈরী করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের সাজেশন করে দেওয়া আছে। এই পেজে শুধুমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় ” গ্যাসের আচরণ ” থেকে ২০২৩ সালের মাধ্যমিকের জন্য সাজেশন করে দেওয়া হলো।
◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ )ঃ প্রতিটি প্রশ্মের মান – 1
1.স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V বনাম T লেখচিত্রটি হল- মূল বিন্দুগামী সরলরেখা / অক্ষের সমান্তরাল / উপবৃত্তাকার / সমপরাবৃত্ত ।
2. কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে – নিন্ম চাপ ও নিন্ম উষ্ণতায় / উচ্চ চাপ ও উচ্চ উষ্ণতায় / নিন্ম চাপ ও উচ্চ উষ্ণতায় / উচ্চ চাপ ও নিন্ম উষ্ণতায়।
3. SI পদ্ধতিতে চাপের একক কোনটি- Nm / Nm2 / Nm-2 / N
4. STP তে 2.24 L অধিকার করে- 44g CO2 / 0.64g SO2 / 2.8g CO / 16g O2
5. এক মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ – PV = RT / PV = nRT / PV = (1/2)KT / PV = nKT
6. উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের অণুর গতিশক্তি – হ্রাস পায় / বৃদ্ধি পায় / একই থাকে / শূন্য হয়।
7. 76 cm পারদস্তম্ভের চাপ সমান- 2.24 লিটার / 22.2 লিটার / 22.4 লিটার / 0.24 লিটার
8. চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হল- V ∞ T , V ∞ 1/P , V ∞ 1/T, V ∞ P
9. আদর্শ গ্যাসের PV বনাম P লেখচিত্র হল – P-অক্ষের সমান্তরাল / PV -অক্ষের সমান্তরাল / সমপরাবৃতাকার / অধিবৃত্তাকার।
10. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন- চারগুন হবে / অর্ধেক হবে / দ্বিগুণ হবে / একই থাকবে।
◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ) প্রতিটি প্রশ্মের মান – 1
1.CGS এবং SI পদ্ধতিতে R এর মান কত?
2. কোন উষ্ণতায় গ্যাসের অনুগুলির গতিবেগ শূন্য হয়?
3. PV = (W/M) RT সমীকরণে M একক কি হবে।
4. চার্লস সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী ?
5. পরম উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ …………..।
6. লিটার – অ্যাটমোস্ফিয়ার এককে সার্বিক গ্যাস ধ্রুবকের মান কত ?
7. বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কোনটি ?
8. খুব উচ্চ চাপ এবং নিন্ম উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে (সত্য/মিথ্যা)।
9. বয়েলের সূত্র অনুযায়ী PV বনাম P লেখচিত্র অঙ্কন করো।
10. স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক (সত্য/মিথ্যা)।
11. স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?
12. কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়?
13. উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?
14. একই উষ্ণতা ও চাপে সমআয়তন CO2 এবং N2 গ্যাসের মধ্যে অনুর সংখ্যা পৃথক । [ সত্য / মিথ্যা ]
◪ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ) প্রতিটি প্রশ্মের মান – 2
1. চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্র থেকে কীভাবে পরম শূন্য উষ্ণতার ধারনা পাওয়া যায় দেখাও।
2. PV = nRT সমীকরণ থেকে গ্যাসের আণবিক ভরের রাশিমালা নির্ণয় করো।
3. গ্যাস সংক্রান্ত বয়েল সূত্রটি লেখো এবং গাণিতিক রূপে প্রকাশ করো।
4. গে-লুসালের গ্যাস আয়তন সূত্রটি লেখো। অ্যাভোগাড্রো সূত্রটি লেখো।
5. একটি ফুটবলকে পাম্প করার সময় তার ভিতরের আয়তন ও চা দুই-ই বাড়ে। এই ঘটনা কি বয়েলের সূত্রের বিরোধী?
6. CGS পদ্ধতিতে R এর মান নির্ণয় করো।
7. উষ্ণতার পরম স্কেল কাকে বলে? এর সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্ক লেখো।
8. বয়েল ও চার্লসের সূত্রের সমম্বয় রূপটি প্রতিষ্ঠা করো।
◪ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ম ( LAQ ) প্রতিটি প্রশ্মের মান – 3
1.বয়েলের সূত্র অনুযায়ী, PV বনাম P এবং P বনাম V লেখচিত্র অঙ্কন করো এবং ব্যাখ্যা করো।
2. চার্লসের সূত্রটি লেখো। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V বনাম T লেখচিত্র অঙ্কন করো।
3. গ্যাসের গতিতত্বের স্বীকার্যগুলি লেখো।
4. বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। আদর্শ গ্যাসকে তরলে পরিণত করা যায় না কেন ?
5. 760 mmHg চাপে 0oC উষ্ণতায় কিছু পরিমান গ্যাসের আয়তন 300 cm3 । একই চাপে 546oC উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কি হবে?
6. 0oC উষ্ণতার নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়েই দ্বিগুণ হয়। গ্যাসের চুড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো।
7. 27oC উষ্ণতায় 76 cm Hg চাপে নির্দিষ্ট পরিমান গ্যাসের আয়তন 900 cc । কোন উষ্ণতায় 57 cmHg চাপে ওই গ্যাসের আয়তন 400cc হবে।
8. 35o উষ্ণতায় 70 সেমি চাপে কিছু পরিমান গ্যাসের আয়তন 800 cc । উষ্ণতা স্থির রেখে চাপ কত হলে গ্যাসটির আয়তন 640cc হবে?
9. একটি গ্যাসের পরম উষ্ণতা ও চাপ উভয়ই দ্বিগুণ করা হল। গ্যাসটির অন্তিম আয়তন ও প্রাথমিক আয়তনের অনুপাত লেখো।
10 যে উষ্ণতায় 28 গ্রাম N2 গ্যাসের আয়তন 2.56 atm চাপে 10L হবে, সেই উষ্ণতাটি নির্ণয় করো।
আরও পড়ুনঃ- দশম শ্রেণীর গ্যাসের আচরণ অধ্যায়ের গুরুতবপূর্ণ প্রশ্ম ও উত্তর |
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।