Last Updated on March 3, 2022 by Science Master
s-ব্লক মৌলের (s-Block Elements) ক্ষার ধাতু সমূহ
- s- ব্লক মৌল ( s-Block Elements ) কাদের বলে? উদাহরণ দাও।
উত্তরঃ- যে সমস্ত পরমানুর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি অর্বিট্যালে প্রবেশ করে, তাদের s-ব্লক মৌল বলে। যেমন- Li, Na, K, Ca
2. ক্ষার ধাতু গুলিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কেন?
উত্তরঃ- যেহেতু ক্ষার ধাতুগুলি অত্যান্ত সক্রিয়, তাই এদের প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। প্রকৃতিতে এরা হ্যালাইড, অক্সাইড ও নাইট্রেট লবণ রুপে অবস্থান করে।
3. ক্ষার ধাতু গুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় ?
উত্তরঃ- ফ্রান্সিয়াম।
4. সোহাগা কী?
উত্তরঃ- সোডিয়ামের একটি গুরুত্বপূর্ণ পদার্থ হল বোরাক্স। এর ওপর নাম সোহাগা (Na2B4O7, 10H2O)।
5. ট্রোনা কী?
উত্তরঃ- ট্রোনা হল সোডিয়ামের একটি গুরুত্বপূর্ণ খনিজ যার রাসায়নিক সংকেত [Na2CO3. NaHCO3. H2O]
6. ক্ষার ধাতু গুলির মধ্যে কোনটি অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে?
উত্তরঃ- লিথিয়াম। কারন এর ইলেকট্রন বিন্যাস অন্য মৌল গুলির থেকে কিছুটা আলাদা এবং পরমানু ও আয়ন আকারে অত্যন্ত ক্ষুদ্র।
7. ক্ষার ধাতু গুলিকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয় কেন?
উত্তরঃ- ক্ষার ধাতুগুলি অত্যন্ত সক্রিয় হওয়ায় বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় অক্সাইড গঠন করে। উৎপন্ন অক্সাইড জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রাইড উৎপন্ন করে। যা বায়ুর কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় কার্বনেট যৌগ গঠন করে। ধাতুর ওপর উৎপন্ন ঐ কার্বনেটের আস্তরন পড়ায় এরা বিবর্ণ হয়ে পড়ে এবং এদের ধাতব ঐজ্জল্য বিনষ্ট হয় । বায়ুর সংস্পর্শে এর বিক্রিয়াগুলির হাত থেকে ক্ষার ধাতুগুলিকে রক্ষা করতে এদের কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়।
8. সোডিয়াম পার অক্সাইড গঠন করে কিন্তু পটাশিয়াম সুপার অক্সাইড গঠন করে কেন?
উত্তরঃ- Na+ আয়ন আকারে বড়ো এবং অপেক্ষাকৃত দূর্বল ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট O22- আয়নকে স্থিতিশীল করে। তাই Na2O2 গঠিত হয়। কিন্তু আকারে বড়ো হওয়ার জন্য K+ আয়ন অতি দূর্বল ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র O2– আয়নকে স্থিতিশীল করে। তাই KO2 গঠিত হয়।
9. ক্ষার ধাতু গুলির হ্যালোজেন এর সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে হ্যালোজেন মৌলগুলির ক্রম লেখো।
উত্তরঃ- F > Cl > Br > I
10. ক্ষার ধাতু গুলির হাইড্রাইড গুলির ক্ষারকীয়তার ক্রম লেখো।
উত্তরঃ- LiOH < NaOH < KOH < RbOH < CsOH
11. ক্ষার ধাতু গুলির পার অক্সাইড ও সুপার অক্সাইড গুলি শক্তিশালী জারক রূপে কাজ করে কেন?
উত্তরঃ-
12. LiF জলে অদ্রাব্য কিন্তু CsI এর জলে দ্রাব্যতা খুবই কম কেন?
উত্তরঃ- একটি লবণের দ্রাব্যতা ওর ল্যাটিস এনথ্যালপি এবং হাইড্রেশন এনথ্যালপির ওপর নির্ভর করে। LiF এর ল্যাটিস এনথ্যালপি অত্যান্ত বেশি হওয়ায় এটি জলে অদ্রাব্য। আবার CsI এর হাইড্রেশন এনথ্যালপি অত্যান্ত কম হওয়ার জন্য জলে খুব কম দ্রাব্য।
13. একটি সহজ পরীক্ষার সাহায্যে কীভাবে KNO3 এবং LiNO3 এর মধ্যে পার্থক্য করবে?
উত্তরঃ- KNO3 উত্তাপে বিয়োজিত হয়ে বর্ণহীন অক্সিজেন নির্গত করে। কিন্তু LiNO3 উত্তাপে বিয়োজিত হয়ে বর্ণহীন অক্সিজেনের সঙ্গে বাদামি বর্ণের NO2 গ্যাস নির্গত করে।
KNO3 → 2KNO2 + O2
4 LiNO3 → 2Li2O + NO2 + O2
14. কঠিন অবস্থায় কোন ক্ষার ধাতুটির বাইকার্বনেট লবণের অস্তিত্ব নেই?
উত্তরঃ- ম্যাগনেসিয়াম।
15. হোয়াইট মেট্যাল কী? এটি কি কাজে ব্যবহার করা হয়?
উত্তরঃ- হোয়াইট মেট্যাল হল লিথিয়াম ও সিসার সংকর ধাতু যা মোটর গাড়ির বেয়ারিং প্রস্তুতিতে ব্যবহার হয়।
16. অবসাদের চিকিৎসায় ব্যবহৃত লিথিয়াম যৌগটি কি?
উত্তরঃ- লিথিয়াম কার্বনেট (Li2CO3)।
17. মহাকাশযান ও সাবমেরিনে দুষিত বায়ু পরিশুদ্ধ করতে ব্যবহৃত যৌগটি কী?
উত্তরঃ- LiOH
18. সলভে পদ্ধতিতে Na2CO3 প্রস্তুতিতে ব্যবহৃত কাঁচামাল গুলির নাম লেখো।
উত্তরঃ- NaCl এর সম্পৃক্ত জলীয় দ্রবন, লাইমস্টোন বা ক্যালশিয়াম কার্বনেট (CaCO3), অ্যামোনিয়া।
19. সোডা ভস্ম কী?
উত্তরঃ- অনার্দ্র Na2CO3 এর অনিয়তাকার গুড়ো সোডা ভস্ম নামে পরিচিত।
20. কাপড় কাচার সোডার রাসায়নিক সংকেত লেখো।
উত্তরঃ- Na2CO3,10H2O
21. কাপড় কাচার সোডাকে খোলা বাতাসে রাখলে কী ঘটে?
উত্তরঃ- কাপড় কাচার সোডার মধ্যে দশ অণু কেলাস জল থাকে। একে খোলা বাতাসে রেখে দিলে নয় অণু কেলাস জল ত্যাগ করে মনো হাইড্রেটে পরিণত হয় এবং কেলাস গঠন ভেঙে গিয়ে গুড়ো হয়ে যায়।
22. ওয়াটার গ্লাস কী?
উত্তরঃ- সোডিয়াম সিলিকেট (Na2SiO3) কে ওয়াটার গ্লাস বলে।
23. অগ্নি নির্বাপক যন্ত্রে NaHCO3 ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ- NaHCO3 লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় CO2 এবং জল উৎপন্ন করে।
NaHCO3 + HCl → NaCl + H2O + CO2
24. বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন?
উত্তরঃ- খাদ্য লবণের সঙ্গে MgCl2 ও CaCl2 মিশে থাকে। যেহেতু MgCl2 ও CaCl2 লবণ দুটি উদগ্রাহী; তাই বর্ষাকালে খাদ্য লবন ভিজে যায়।
[ আরও দেখুনঃ রসায়ন বিষয়ের হাইড্রোজেন অধ্যায়ের প্রশ্ম ও উত্তর ]