Electricity and Chemical Reactions | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া-মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022
আসন্ন ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষারর্থীর কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন ( Madhyamik Physical Science Suggestion 2022 ) তৈরী করে দেওয়া হলো। বিভিন্ন বই থেকে বিগত বছরের প্রশ্মপত্র পর্যবেক্ষন করে এই ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন তৈরী করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের সাজেশন করে দেওয়া আছে। এই পেজে শুধুমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের অধ্যায় ” তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ( Electricity and Chemical Reactions )” থেকে ২০২২ সালের মাধ্যমিকের জন্য সাজেশন করে দেওয়া হলো।
◪ ভৌতবিজ্ঞান বিষয়ের Reduced Syllabus:
সাধারণ অংশঃ পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ , রাসায়নিক গণনা।
পদার্থবিদ্যাঃ আলো, চলতড়িৎ।
রসায়নঃ পর্যায়-সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়ণীয় ও সমযোজী বন্ধন , তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া।
◪ পর্যায় সারণি অধ্যায়ের প্রশ্মের কাঠামো ও নম্বর বিভাজনঃ
MCQ | VSAQ | SAQ | LAQ | TOTAL |
1 x 2 = 2 | 1 x 4 = 4 | 2 x 1 = 2 | 3 x 2 = 6 | 14 |
◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ )ঃ প্রতিটি প্রশ্মের মান – 1
1. নীচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে-
a) কঠিন NaCl (b) গলিত NaCl (c) গলিত HCl (d) গ্লূকোজের জলীয় দ্রবন।
2. প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য-
a) NH4OH (b) NaOH (c) CH3COOH (d) C6H12O6
3. কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য-
a) NaOH (b) NaCl (c) KOH (d) CH3COOH
4. তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবহনের জন্য দায়ী হল-
a) মুক্ত ইলেকট্রন (b) অণু (c) ক্যাটায়ন, অ্যানায়ন (d) পরমানু।
5. অ্যানোড মাডে কোনটি উপস্থিত থাকে না?
a) Ag (b) Au (c) Pt (d) Cu
6. ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে-
a) ইলেকট্রন (b) ক্যাটায়ন (c) অ্যানায়ন (d) সবগুলি ।
7. অ্যাসিড মিশ্রিত জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত –
a) 1:2 (b) 2:1 (c) 1:1 (d) 2:3
8. জলীয় দ্রবণে তড়িৎ অবিশ্লেষ্য যৌগের উদাহরণ হল-
a) KCl (b) NaCl (c) MgCl2 (d) চিনি।
9. নীচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ-
a) অ্যালকোহল (b) বেঞ্জিন (c) কেরোসিন (d) লঘু HNO3
10. তড়িদবিশ্লেষণের সময় ক্যাথোডে ঘটে-
a) জারণ (b) বিজারণ (c) জল উৎপাদন (d) আলোক বিকিরণ।
11. তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্রটির নাম কী ?
a) ভোল্টামিটার (b) অ্যামমিটার (c) ক্যালোরিমিটার (d) ভোল্টমিটার।
12. তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরীত হয়-
a) শব্দ শক্তি (b) তাপশক্তি (c) রাসায়নিক শক্তি (d) চৌম্বকীয় শক্তিতে।
13. জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে উৎপন্ন হয়-
a) O2 (b) H2 (c) O (d) H
[আরও দেখুন: গ্যাসের আচরণ অধ্যায়ের সাজেশন 2022 ]
◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ) প্রতিটি প্রশ্মের মান – 1
1. AC না DC কোন ধরনের তড়িৎ তড়িদবিশ্লেষণের সময় ব্যবহার করা হয়?
2. কোনো ধাতুর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নিতে হবে?
3. কোনো ধাতুর ওপর রুপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নিতে হবে?
4. লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোডে কী ব্যবহৃত হয়?
5. তামার প্রলেপ দিতে বিশুদ্ধ ……..পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয়।
6. তড়িদবিশ্লেষণ প্রক্রিয়ায় জারণ বিক্রিয়া ঘটে কোন তড়িদ্বারে ?
7. লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িদ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করা যায়?
8. কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ পরিবহনের সময় তড়িতের বাহক কারা?
9. কোন তড়িব্দারকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত রাখা হয়?
10. জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়?
11. তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টামিটারে তড়িৎ প্রবাহের অভিমুখ কোনদিকে হয়।
12. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়?
13. সিলভার প্লেটিং এ ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম কী কী ?
14. ক্ষার যুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে কী উৎপন্ন হয়?
15. তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরীত হয়?
16. কোন অধাতু তড়িৎ পরিবহণ করে?
17. অ্যানোড মাডে উপস্থিত একটি দামী ধাতুর নাম লেখো।
[ আরও দেখুন: পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের সাজেশন 2022 ]
◪ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ) প্রতিটি প্রশ্মের মান – 2
1.অ্যানোড মাড কী?
2. NaCl এর দ্রবন তড়িৎ বিশ্লেষণ করলেও চিনির দ্রবন করে না কেন?
3. গোল্ড প্লেটিং ও সিলভার প্লেটিং এর জন্য প্রয়োজনীয় তড়িদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী কী নিতে হবে?
4. মৃদু তড়িৎ বিশ্লেষ্য ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? উদাহরণ দাও।
5. কপার তড়িদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দুটি লেখো।
6. তড়িৎ লেপন বলতে বলতে কি বোঝায়? তড়িৎ লেপনের উদ্দেশ্য লেখো।
7. বিশুদ্ধ জলে অল্প পরিমান H2SO4 মেশালে জলের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় কেন?
8. অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে কী কী মেশানো হয়? ক্যাথোডে যে বিক্রিয়া ঘটে সেটি লেখো।
9. অম্লায়িত জলের তড়িদ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়?
10. সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয় না কেন?
[আরও দেখুনঃ ভৌতবিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ম এবং তার উত্তর। ]
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।