মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

mcq-adaptation-package-envs-class-8

MCQ Adaptation Package |ENVS| Class 8

Last Updated on November 30, 2022 by Science Master

MCQ Adaptation Package

ENVS Class 8

বাংলার শিক্ষা পোর্টালে অষ্টম শ্রেণীর জন্য সমস্ত বিষয়ের ওপর MCQ Adaptation Package দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য MCQ Adaptation Package এর মধ্যে থেকে পরিবেশবিদ্যা বিষয়ের উত্তর গুলি করে দেওয়া হলো। অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা যারা পরিবেশবিদ্যা বিষয়ের MCQ Adaptation Package এর উত্তর গুলি করবে তারা খুবই উপকৃত হবে।

MCQ Adaptation Package এর প্রশ্মগুলি Download করার জন্য এখানে Click করো।

mcq-adaptation-package-envs-class-8
mcq adaptation package envs class-8

১. নীচের বক্তব্যগুলি পড়ো।

রক্তে গ্লূকোজের পরিমান বেড়ে যায়।

মূত্রের সঙ্গে গ্লূকোজ দেহ থেকে বেরিয়ে যায়।

কোশে প্রয়োজনীয় গ্লূকোজ ঢুকতে পারে না।

বারে বারে খিদে পায়।

কোন হরমোনের কম ক্ষরণে উপরের লক্ষণ গুলি দেখা যায়?

(ক) থাইরক্সিন

(খ) ইন্সুলিন

(গ) অ্যাড্রিনালীন

(ঘ) ইস্টোজেন

উঃ- ইন্সুলিন।

২. তোমার ঠোঁটের ভেতরের দিক বা গালের পাশের অংশ একটা পরিস্কার টুথপিকের সাহায্যে তুলে নিয়ে একটা কাঁচের স্লাইডের মাঝখানে টথপিকের মাথাটা ঘষে নেওয়া হলো। একফোঁটা মিথিলিন ব্লু স্লাইডের ওপর ফেলে কভার স্লিপ চাপা দেওয়া হলো।

এবার মাইক্রোস্কোপের নীচে স্লাইডটিকে দেখলে তুমি নীচের কোনটিকে কখনই দেখতে পাবে না ?

(ক) কোশপ্রাচীর

(খ) কোশপর্দা

(গ) সাইটোপ্লাজম

(ঘ) নিউক্লিয়াস

উঃ- কোশপ্রাচীর ।

৩. সঠিক জোড়টি চিনে নাও –

(ক) ম্যালেরিয়া – ভাইরাস ঘটিত রোগ

(খ) ডেঙ্গি – প্রোটোজোয়া ঘটিত রোগ

(গ) প্লেগ – ব্যাকটেরিয়া ঘটিত রোগ

(ঘ) যক্ষ্মা – ভাইরাস ঘটিত রোগ

উঃ- প্লেগ – ব্যাকটেরিয়া ঘটিত রোগ।

৪. সমুদ্রে অনেকসময় অ্যালব্লুম দেখা যায়। এর কারণটি খুঁজে বার করো।

(ক) সমুদ্রের জলে তেল মিশে যাওয়ার ফলে

(খ) সমুদ্রে প্লাস্টিকজাত জিনিস ফেলা হলে

(গ) সমুদ্রের জলের অম্লতা বেড়ে যাওয়ার ফলে

(ঘ) রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে

উঃ- রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সমুদ্রে মেশার ফলে।

৫. নীচের কোনটি অজৈব সারের অত্যধিক আর অনিয়ন্ত্রিত ব্যবহার জনিত ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়?

(ক) মাটির থাকা উপকারী জীবানুদের সংখ্যা বাড়ায়

(খ) মাটির উর্বরাশক্তি বা উৎপাদান ক্ষমতা কমে যায়

(গ) মাটির অম্ল- ক্ষারের ভারসাম্য নষ্ট হয়

(ঘ) নাইট্রোজেন বা ফসফরাসের যৌগ মিশ্রিত জল নদী বা পুকুরের জলে মিশে জলদূষণ ঘটায়

উঃ- মাটির থাকা উপকারী জীবানুদের সংখ্যা বাড়ায়।

৬. নীচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও।

বক্তব্য ১ঃ ক্রোমোপ্লাস্টিডে ক্লোরোফিল নামক সবুজ রং এর রঞ্জক পদার্থ থাকে।

বক্তব্য ২ঃ সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষের জন্য ক্লোরোফিল অত্যান্ত গুরুত্বপূর্ণ।

(ক) বক্তব্য ১ সঠিক এবং বক্তব্য ২ ভুল

(খ) বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ১ ভুল

(গ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১ এর সঠিক ব্যাখ্যা নয়।

আরও দেখুন:  অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 1.3 তাপ | Heat Chapter Poribesh O Bigyan Class 8

(ঘ) বক্তব্য ১ ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ২, বক্তব্য ১ এর সঠিক ব্যাখ্যা।

উঃ- বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য ১ ভু।

৭. নীচে কিছু কাজ দেওয়া আছে। এর মধ্যে যোগকলার কাজ কোনটি ?

(ক) অঙ্গ – প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো

(খ) দেহের বাইরে ও ভেতরের বিভিন্ন অঙ্গের মুক্ততলের ওপর প্রতিরক্ষামূলক আচ্ছাদন গঠন করা

(গ) দেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমম্বয় সাধন করা।

(ঘ) বিভিন্ন অঙ্গ – প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা।

উঃ- বিভিন্ন অঙ্গ – প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা।

৮. অনেক সময় দুটো চাষের মাঝে ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায়। এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অনুজীব কোনটি ?

(ক) ল্যাক্টোব্যাসিলাস

(খ) নাইট্রোসোমোনাস

(গ) রাইজোবিয়াম

(ঘ) নাইট্রোব্যাকটর

উঃ- রাইজোবিয়াম।

৯. রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রোগটি সংক্রামিত হয় সেটি হলো –

(ক) ডায়ারিয়া

(খ) হেপাটাইটিস

(গ) যক্ষ্মা

(ঘ) অ্যামিবিয়াসিস

উঃ- হেপাটাইটি।

১০. “A” চিহ্নিত গ্রন্থি জোড়ার নাম কী ?

(ক) অ্যাড্রিনাল

(খ) থাইরয়েড

(গ) অগ্নাশয়

(ঘ) পিটুইটারি

উঃ- অ্যাড্রিনাল।

১১. ঘরবাড়ি, পৌরসভা ও কলকারখানার বর্জ্যপদার্থ মিশে থাকা ময়লা জল কীভাবে ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয় না, আবার আমাদের উপকারও হয় ?

(ক) ময়লা জল কোনো নির্দিষ্ট জলাশয়ে জমিয়ে রাখলে

(খ) ময়লা জল সরাসরি কোনো নদীতে ফেললে

(গ) ময়লা জলে মাছ চাষ করলে

(ঘ) পানীয় জলের উৎসে ময়লা জল মিশ্রিত করলে

উঃ- ময়লা জল কোনো নির্দিষ্ট জলাশয়ে জমিয়ে রাখ।

১২. নীচে দেওয়া চিত্রলেখ দুটি দেখো। A, B,C,D হলো চার প্রজাতির প্রাণী।

IUCN এর ‘রেড ডেটা লিস্ট’ অনুযায়ী ” A” প্রজাতির প্রাণীকে নীচের কোন ক্যাটাগোরিতে রাখা যায়?

(ক) বিলুপ্ত

(খ) সমীক্ষা করা হয় নি

(গ) বিপন্ন

(ঘ) উদ্বেগের কোনো প্রয়োজন নেই

উঃ- বিপন্ন।

১৩. বৈশিষ্ট্য ১ঃ এদের কোশে কোশপ্রাচীর, নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গানু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না।

বৈশিষ্ট্য ১ঃ এদের কোশপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত।

ওপরের বৈশিষ্ট্য দুটি কোন ধরনের অনুজীবে দেখা যায় ?

(ক) ব্যাকটেরিয়া

(খ) আদ্যপ্রানী

(গ) ছত্রাক

(ঘ) শৈবাল

উঃ- ছত্রাক।

১৪. নীচের বিষয়গুলি পড়ো।

(i) চোরাশিকার

(ii) পরিবেশ দূষণ

(iii) বনসৃজন

(iv) বন্য প্রানীর দেহে নানা অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার

বন্য প্রাণীদের বিপন্নতার জন্য উপরের চারটি কারনের মধ্যে কোণগুলি দ্বায়ী ?

(ক) (ii) , (iii), (iv)

(খ) (i) , (ii), (iv)

(গ) (i), (iii), (iv)

(ঘ) (i), (ii) (iii)

উঃ- (i) , (ii), (iv) ।

১৫. বক্তব্য ১ঃ এই কোশ অঙ্গাণুটি প্রাণীকোশে উপস্থিত , উদ্ভিদ কোশে অনুপস্থিত।

বক্তব্য ২ঃ এই কোশ অঙ্গাণুটি প্রাণীকোশের বিভাজনে অংশগ্রহন করে।

নীচের কোন কোশ অঙ্গাণুটির সঙ্গে উপরের বক্তব্য দুটি সম্পর্কিত?

আরও দেখুন:  অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ম-উত্তর | Poribesh o Bigyan Class 8 Chapter 2

(ক) প্লাস্টিড

(খ) লাইসোজোম

(গ) রাইবোজোম

(ঘ) সেন্ট্রোজোম

উঃ- সেন্ট্রোজোম।

১৬. সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব 6m থেকে কমিয়ে 2m করা হলো। এর ফলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের যত গুন হবে তা হলো-

(ক) 3 গুন

(খ) 4 গুন

(গ) 9 গুন

(ঘ) 36 গুন

উঃ- 9 গুন।

১৭. দুটি রাবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষার পরে কাছাকাছি আনলে তারা পরস্পরকে –

(ক) আকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির

(খ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃতির

(গ) আকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির

(ঘ) বিকর্ষণ করবে কারণ তাদের আধান বিপরীত প্রকৃতির

উঃ- বিকর্ষণ করবে কারণ তাদের আধান সম প্রকৃত।

১৮. একটি পাত্রের জলে একটা বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু একটা লোহার পেরেক দিতে তা জলে ডুবে গেল। এক্ষেত্রে নীচের যে বিবৃতি ঠিক তা হলো-

(ক) ভেসে থাকা কাঠের টুকরোর ওজন ও তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান সমান

(খ) ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি

(গ) ডুবে যাওয়া লোহার পেরেকের ওজন তার ওপর ক্রিয়াশীল প্লবতার মানের চেয়ে কম

(ঘ) লোহার পেরেক ডুবে গেছে কারণ তার ওপরে জল কোনো উর্দ্ধমুখী বল প্রয়োগ করেনি

উঃ- ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার ওপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি।

১৯. কোনো পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নীচের কোন বিবৃতি ঠিক নয় ?

(ক) উপাদানের প্রকৃতির ওপর আপেক্ষিক তাপের মান নির্ভর করে

(খ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে

(গ) তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে না

(ঘ) আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি/গ্রামC

উঃ- তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার ওপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে ।

২০. নীচের কোন পদার্থটি খোলা হাওয়ায় উর্দ্ধপাতিত হয়?

(ক) চিনি

(খ) মোম

(গ) সোডিয়াম ক্লোরাইড

(ঘ) কঠিন কার্বন ডাই অক্সাইড

উঃ- কঠিন কার্বন ডাই অক্সাইড।

২১. খোলা হাওয়ায় রাখা জলের উষ্ণতা একই সঙ্গে সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারে মাপা হলে দেখা যাবে যে –

(ক) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ > ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ

(খ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ < ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ

(গ) সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ = ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ

(ঘ) সেলসিয়াস স্কেলের অন্তিম পাঠ > ফারেনহাইট স্কেলের অন্তিম পাঠ

উঃ- সেলসিয়াস স্কেলের প্রাথমিক পাঠ > ফারেনহাইট স্কেলের প্রাথমিক পাঠ।

২২. একটি সমতল আয়নার তলের সঙ্গে 35o কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে-

(ক) 35o

আরও দেখুন:  অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানঃ পদার্থের গঠন প্রশ্ম উত্তর | Poribesh o Bigyan Class 8 Chapter 2.2

(খ) 45o

(গ) 55o

(ঘ) 65o

উঃ- 55o

২৩. স্বাভাবিক চাপে চারটি ধাতুর গলনাঙ্ক হলোঃ লোহা 1530oC, গ্যালিয়াম 29.8oC, পারদ -39oC, সোনা1063oC। এর মধ্যে যেটি ডিসেম্বর মাসের খুব ঠাণ্ডা দিনে কাপে আর প্লেটে রাখলে আলাদা আলাদা আকৃতির দেখাবে তা হলো –

(ক) লোহা

(খ) সোনা

(গ) পারদ

(ঘ) গ্যালিয়াম

উঃ- গ্যালিয়াম ।

২৪. লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে চারটি ধাতুর ক্রম হলো Ca, Zn, Fe, (H), Cu। তাহলে নীচের কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধঃক্ষেপ পড়বে ?

(ক) কপার সালফেট দ্রবনে জিঙ্ক যোগ করলে

(খ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবনে লোহা যোগ করলে

(গ) ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবনে কপার যোগ করলে

(ঘ) কপার সালফেট দ্রবনে লোহা যোগ করলে

উঃ- কপার সালফেট দ্রবনে জিঙ্ক যোগ করলে।

২৫. কোনটা ডালটনের পরমাণুবাদের স্বীকার্য নয় ?

(ক) একই মৌলের সব পরমানু ভর ও ধর্মে অভিন্ন

(খ) ভিন্ন মৌলের পরমানু ভর ও ধর্মে ভিন্ন

(গ) রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমানু পূর্ণ সংখ্যার সরলানুপাতে যুক্ত হয়

(ঘ) মৌলের একাধিক পরমানু যুক্ত হয়ে মৌলের অনু গঠন করে

উঃ- মৌলের একাধিক পরমানু যুক্ত হয়ে মৌলের অনু গঠন করে ।

২৬. মারকিউরাস ক্লোরাইডের সংকেত হলো-

(ক) HgCl

(খ) Hg2Cl2

(গ) HgCl2

(ঘ) Hg2Cl

উঃ- Hg2Cl2

২৭. কঠিন অনুঘটক সম্বন্ধে কোন বিবৃতিটি ঠিক নয় ?

(ক) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে

(খ) অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না

(গ) পরীক্ষার ভিত্তিতেই অনুঘটক নির্বাচন করতে হয়

(ঘ) অনুঘটক গুঁড়ো করে রাখায় বিক্রিয়ার বেগ বেড়ে যায়

উঃ- অনুঘটক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।

২৮. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় –

(ক) ক্যাথোড ধণাত্মক ও এখানে বিজারণ ঘটে

(খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

(গ) অ্যানোড ধণাত্মক ও এখানে বিজারণ ঘটে

(ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

উঃ- ক্যাথোড ধণাত্মক ও এখানে বিজারণ ঘটে।

২৯. কোনটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় ?

(ক) জোয়ার ভাটা

(খ) বায়ুপ্রবাহ

(গ) কয়লা

(ঘ) সূর্য

উঃ- কয়লা।

৩০. বায়ুমমণ্ডলে কোন গ্রীনহাউস গ্যাসটির পরিমান সর্বাধিক এবং ক্র্রমশ তা বৃদ্ধি পাচ্ছে ?

(ক) কার্বন ডাই অক্সাইড

(খ) মিথেন

(গ) নাইট্রাস অক্সাইড

(ঘ) ওজোন

উঃ- কার্বন ডাই অক্সাইড।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

1 thought on “MCQ Adaptation Package |ENVS| Class 8”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top