মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

Chemical Kinetics

Chemical Kinetics | দ্বাদশ শ্রেণীর রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়ের MCQs এবং তার উত্তর

Last Updated on January 23, 2022 by Science Master

 MCQs on Chemical Kinetics 

রাসায়নিক গতিবিদ্যা ( Chemical Kinetics ) অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ MCQ এবং তার উত্তর করে দেওয়া হল। এই বছর যে সমস্ত ছাত্র-ছাত্রী বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখেই এই রাসায়নিক গতিবিদ্যা ( Chemical Kinetics ) অধ্যায়ের প্রশ্ম-উত্তর করে দেওয়া হলো।

  1. A + 2B → C বিক্রিয়ার ক্ষেত্রে A এর গাড়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। বিক্রিয়ার হার চারগুন করতে A ও B উভয়ের গাড়ত্ব চারগুন করতে হয়। বিক্রিয়ার ক্রম হল- 3 / 0 / 1 / 2

উঃ- 1

2. কোন বিষয়টির বিক্রিয়া হারের উপর কোনো প্রভাব নেই ?

উষ্ণতা / বিক্রিয়কের গাঢ়ত্ব / বিক্রিয়কের প্রকৃতি / আণবিকতা।

উঃ- আণবিকতা।

3. একটি বিক্রিয়ার হার = k[H]n । pH এর পরিবর্তন 3 থেকে 1 হলে বিক্রিয়ার হার 100 গুন হয়। বিক্রিয়ার ক্রম- 2 / 0 / 1 / 1.5

উঃ- 1

4. অম্ল দ্বারা অনুঘটক ইথাইল অ্যাসিটেটের আর্দবিশ্লেষন এস্টারের সাপেক্ষে ছদ্ম এক ক্রমের বিক্রিয়া। বিক্রিয়াটি অতিরিক্ত এস্টারের উপস্থিতিতে হলে এস্টারের সাপেক্ষে ক্রম হবে- 1.5 / 0 / 2 / 1

উঃ- 0

5. কোনো সক্রিয় জটিল যৌগের বিয়োজন করলে- প্রথমে শক্তি গৃহিত হয় ও পরে বর্জিত হয় / সর্বদা শক্তি গৃহিত হয় / শক্তির পরিবর্তন হয় না / বিকারক উৎপন্ন হতে পারে।

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক ২০২৪ পদার্থবিদ্যা প্রশ্নপত্র pdf | HS Exam 2024 Physics Question Paper pdf

উঃ- বিকারক উৎপন্ন হতে পারে।

6. মৌলিক বিক্রিয়ার সমিত সমীকরণের ক্ষেত্রে কোন বিবৃতটি প্রযোজ্য- ক্রম ও আণবিকতা একই / ক্রম, আণবিকতা অপেক্ষা কম / ক্রম, আণবিকতা অপেক্ষা বেশি / আণবিকতা শূন্য হতে পারে।

উঃ- ক্রম ও আণবিকতা একই ।

7. N2 + 3H2 → 2NH3 বিক্রিয়ার ক্ষেত্রে d[NH3]/dt = 2 x 10-4 mol.L-1.s-1 হলে -d[H2]/dt এর মান হবে-

3 x 10-4 mol.L-1.s-1 / 4 x 10-4 mol.L-1.s-1 / 6 x 10-4 mol.L-1.s-1 / 1 x 10-4 mol.L-1.s-1

উঃ- 3 x 10-4 mol.L-1.s-1

8. একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 1386 s । বিক্রিয়াটির হার-ধ্রুবকের মান হল-

5×10-3 s-1 / 5×10-2 s-1 / 0.5×10-3 s-1 / 5×10-2 s-1

উঃ- 0.5 x10-2 s-1

9.একটি বিক্রিয়ায় বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে অর্ধায়ু পরিবর্তিত হয় না, তাহলে বিক্রিয়াটির ক্রম হবে- শূন্য / প্রথম / দ্বিতীয় / তৃতীয় ।

উঃ- প্রথম ক্রম

10. x + y → z হল একটি শূন্য ক্রম বিক্রিয়া। বিক্রিয়াটির হার সমীকরণটি হল-

হার = k[x]0 [y], হার = k[x] [y]0 , হার = k, হার = k[x]

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | WB HS Previous Year Question Paper Class 12 Download

উঃ- হার = k

ক্রম ও আণবিকতা একই / ক্রম, আণবিকতা অপেক্ষা কম / ক্রম, আণবিকতা অপেক্ষা বেশি / আণবিকতা শূন্য হতে পরে না ।

উঃ- ক্রম ও আণবিকতা একই।

12. বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ হলে একটি শুন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল হবে- অপরিবর্তনীয় / অর্ধেক / তিনগুন / দ্বিগুণ ।

উঃ- দ্বিগুণ ।

13. নিচের কোনটির সাহায্যে বিক্রিয়ার বেগ বৃদ্ধি করা যায় না – সক্রিয়করণ শক্তি/ উষ্ণতা বৃদ্ধি করে / অনুঘটক প্রয়োগ করে / বিক্রিয়কের গাড়ত্ব বৃদ্ধি করে।

উঃ-

14. একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার-ধ্রুবকের মান 0.01 s-1 । বিক্রিয়া শুরুর 1s পরে বিক্রিয়কের কত শতাংশ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে ? 10% / 1% / 20% / 25%

উঃ- 1% ।

15. একটি প্রথম ক্রম বিক্রিয়ার 10% সম্পন্ন হতে 20 মিনিট সময় লাগে। বিক্রিয়াটির 19% সম্পন্ন হতে কত সময় লাগবে- 40 min / 60 min / 30 min / 50 min

উঃ- 40 min

16. 3A → 2B বিক্রিয়ার ক্ষেত্রে B এর উৎপন্ন হওয়ার হার অর্থাৎ d[B]/dt এর মান হল-

-3/2 d[A]/dt, -2/3 d[A]/dt, +3/2 d[A]/dt, +2/3 d[A]/dt

উঃ- -2/3 d[A]/dt

17. একটি বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গাড়ত্বের সঙ্গে ব্যাস্তানুপাতিক। বিক্রিয়াটির ক্রম হল – 0 / 1 / 2 / 3

আরও দেখুন:  {pdf} উচ্চমাধ্যমিক ২০২৪ সংস্কৃত প্রশ্নপত্র | HS Exam 2024 Sanskrit Question Paper pdf

উঃ- 2

18. যদি একটি প্রথম ক্রম বিক্রিয়া 75% সম্পন্ন হতে 32 min সময় লাগে, তবে বিক্রিয়াটির 50% শেষ হতে সময় লাগবে – 16 min / 8 min / 4 min / 32 min

উঃ- 16 min

19. একটি প্রথম ক্রম বিক্রিয়া 50% সম্পন্ন হতে t s সময় লাগলে 99.9% সম্পন্ন হতে কত সময় লাগবে ? 10 t.s / 5 t.s / 100 t.s / 2 t.s

উঃ- 10 t.s

20. একটি প্রথম ক্রম বিক্রিয়ার আপেক্ষিক বিক্রিয়া হার 10 -2 s-1 । এই বিক্রিয়ার 20g বিক্রিয়ক পদার্থ নিয়ে বিক্রিয়া শুরু করার কত সময় পরে 5g বিক্রিয়ক অবশিষ্ট থাকবে ? 138.6 s / 346.5 s / 693 s / 238.6 s

উঃ- 138.6 s

[ আরও দেখুনঃ রাসায়নিক গতিবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ম ও তার উত্তর ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top