WBJEE GNM ANM Syllabus Question Pattern 2024
WBJEE GNM ANM 2024 Syllabus Question Pattern: WBJEE বোর্ড থেকে প্রকাশিত হল 2024 সালের WBJEE GNM ANM 2024 পরীক্ষার Syllabus এবং Question Pattern। পরীক্ষার সমস্ত প্রশ্ন হবে MCQ ধরনের এবং প্রত্যেক প্রশ্মের সাপেক্ষে মোট চারটি করে অপশন পাবেন। পরীক্ষার সম্ভাব্য তারিখ 14 জুলাই 2024 রবিবার, দুপুর 12:00 থেকে 1:30 পর্যন্ত। পরীক্ষার জন্য মোট 1 ঘণ্টা 30 মিনিট সময় থাকবে। সমস্ত প্রশ্ম বাংলা ও ইংরেজি এই দুটি ভাষায় থাকবে। নীচে পুরোনো বছরের প্রশ্মপত্র pdf আকারে দেওয়া আছে, যা খুব সহজেই এক ক্লিকে ডাউনলোড করা যাবে।
একনজরে:
◪ প্রশ্ন পত্রের ধরন (WBJEE GNM ANM 2024 Question Paper Pattern) :
Subjects | Category-1 Full marks of each Q=1 | Category -2 Full marks of each Q=2 | Total Number of Questions | Total Marks |
| No of Questions | No of Questions | | |
Life Science | 30 | 10 | 40 | 50 |
Physical Science | 15 | 5 | 20 | 25 |
English | 15 | – | 15 | 15 |
Mathematics | 10 | – | 10 | 10 |
General Knowledge | 10 | – | 10 | 10 |
Logical Reasoning | 5 | – | 5 | 5 |
Total | | | 100 | 115 |
◪ পরীক্ষার সিলেবাস ( WBJEE GNM ANM 2024 Exam Syllabus):
জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও গণিত বিষয়ের প্রশ্ম হবে দশম শ্রেণী স্টাণ্ডার্ড এবং ইংরেজী, জেনারেল নলেজ ও লজিক্যাল রিজেনিং বিষয়ের প্রশ্ম হবে দ্বাদশ শ্রেণী স্টাণ্ডার্ড।
◪ স্কোরিং পদ্ধতি ( WBJEE GNM ANM 2024 Scroring Methodology):
Category-1
- একটি সঠিক উত্তর থাকবে।
- প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে থাকবে।
- প্রতিটি ভুল উত্তরের জন্য-1/4 নম্বর কাটা যাবে।
- একাধিক উত্তর দিলে, তার মধ্যে সঠিক উত্তর থাকলেও এটি ভুল উত্তর হিসেবে গণ্য হবে।
- কোনো উত্তর না করলে তার জন্য শূন্য নম্বর দেওয়া হবে।
Category- 2
- একাধিক সঠিক উত্তর থাকবে।
- প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে থাকবে।
- একাধিক উত্তর দিলে, তার মধ্যে সঠিক উত্তর থাকলেও এটি ভুল উত্তর হিসেবে গণ্য হবে।
- আংশিক সঠিক উত্তরের জন্য নম্বর গণনা হবে প্রাপ্য নম্বর =2×(চিহ্নিত সঠিক উত্তর)÷ (বাস্তবে সঠিক উত্তরের নম্বর)
◪ আবেদনের তারিখ (Application date):
আবেদনের তারিখ:- 21 March 2024
আবেদনের শেষ তারিখ:- 21 April 2024
পরীক্ষার তারিখ:- 14 জুলাই রবিবার 2024, সময় দুপুর 12:00 থেকে 1:30 পর্যন্ত।
আরও দেখুনঃ ANM GNM Exam 2024: শুরু হলো GNM ANM অনলাইন আবেদন, দেখুন কিভাবে আবেদন করবেন
GNM ANM Old Question Paper Download:
Title | Session | Download |
---|---|---|
ANM GNM 2023 | 2023 | ![]() |
ANM GNM 2022 Session-I | 2022 | ![]() |
ANM GNM 2022 Session-II | 2022 | ![]() |
ANM GNM 2021 Session-I | 2021 | ![]() |
ANM GNM 2021 Session-II | 2021 | ![]() |
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।
Latest Posts:
- গ্রুপ-১৬ মৌলসমূহ MCQ দ্বাদশ শ্রেণী- রসায়ন (Sem-III) | Group-16 Elements MCQ Class 12 Chemistry
- গ্রুপ-১৫ মৌলসমূহ MCQ-দ্বাদশ শ্রেণীর রসায়ন | Group-15 Elements Class 12 Chemistry Chapter 2 MCQ
- পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় MCQ প্রশ্ম উত্তর | States of Matter-Solid and Gases | Chemistry Class 11 Chapter 5 MCQ
- Vidyasagar Science Olympiad 2025 Layer-1 Result | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025
- রাসায়নিক বন্ধন- MCQ একাদশ শ্রেণী Semester- I | Chemical Bonding Chemistry Class 11 Chapter 4 MCQ