মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test

Madhyamik Physical Science Mock Test

মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test

Physical Science Suggestion 2023

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2023: চলতড়িৎ | Physical Science Suggestion 2023

Last Updated on December 20, 2022 by Science Master

Current Electricity | চলতড়িৎ Physical Science Suggestion 2023

আসন্ন 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষারর্থীর কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন ( Madhyamik Physical Science Suggestion 2023) তৈরী করে দেওয়া হলো। বিভিন্ন বই থেকে বিগত বছরের প্রশ্মপত্র পর্যবেক্ষন করে এই ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন তৈরী করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের সাজেশন করে দেওয়া আছে। ভৌতবিজ্ঞান বিষয়ের আলো এই পেজে শুধুমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের অধ্যায় ” চলতড়িৎ ( Current Electricity )থেকে 2023 সালের মাধ্যমিকের জন্য সাজেশন করে দেওয়া হলো।

◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ )ঃ প্রতিটি প্রশ্মের মান – 1

1.রোধাঙ্কের SI একক হল-

(a) ওহম -সেমি

(b) ওহম -মিটার-1

(c) ওহম -মিটার

(d) ওহম -সেমি-1

2. তড়িৎ ক্ষমতার একক হল-

a) ভোল্ট

(b) জুল

(c) ওয়াট

(d) কুলম্ব।

3. কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে প্রস্থচ্ছেদের ব্যাস অর্ধেক করা হলে, পরিবাহীর রোধ-

a) অর্ধেক হবে

(b) দ্বিগুণ হবে

(c) চারগুন

(d) 1/4 অংশ হবে।

4. যে যন্ত্রে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায় সেটি হল-

a) জেনারেটর

(b) বৈদ্যুতিক মোটর

(c) অ্যামমিটার

(d) গ্যাল্ভানোমিটার।

5. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তর্জনী নির্দেশ করে –

a) তড়িৎপ্রবাহের দিক

(b) চুম্বকক্ষেত্রের

(c) ইলেকট্রন প্রবাহের দিক

(d) বলের দিক।

6. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করে –

a) তড়িৎ ক্ষেত্রের দিক

(b) চুম্বকক্ষেত্রের

(c) পরিবাহির গতির অভিমুখ

(d) কোনোটিই নয়।

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ আয়নীয় ও সমযোজী বন্ধন | Physical Science Suggestion 2025 Chapter 8.2

7. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে –

a) সমান্তরাল সমবায়ে

(b) শ্রেণি সমবায়ে

(c) শ্রেণি ও সমান্তরাল সমবায়ে

(d) সমান্তরাল অথবা শ্রেণি সমবায়ে ।

8. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে ?

আর্থ লাইন

(b) লাইভ লাইন

(c) নিউট্রাল লাইন

(d) লাইভ ও নিউট্রাল লাইন ।

9. উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় –

(a) ভোল্ট

(b) অ্যাম্পিয়ার

(c) কুলম্ব

(d) ওহম।

10. হিটারের কুণ্ডলীতে ব্যবহৃত ধাতুটি হল-

a) অ্যালুমিনিয়াম

(b) তামা

(c) নাইক্রোম

(d) টাংস্টেন।

11. ফিউজ তারের উপাদানগুলি হল-

a) Zn, Sn

(b) Cu, Sn

(c) Pb, Sn

(d) Co, Pb

12. বার্লোচক্রের কার্যনীতি যে সূত্রটি মেনে চলে-

a) লেঞ্জের সূত্র

(b) ফ্যারাডের সূত্র

(c) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম

(d) ফ্লেমিং এর বামহস্ত নিয়ম।

13. ভৌতরাশি গুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ার-

a) কুলম্ব .সেকেণ্ড

(b) ভোল্ট. ওহম

(c) ভোল্ট. ওহম-1

(d) ভোল্ট-1. ওহম

14. নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়-

a) পরিবাহী

(b) অর্ধপরিবাহী

(c) অতিপরিবাহী

(d) অন্তরক।

◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ) প্রতিটি প্রশ্মের মান – 1

1. উষ্ণতার বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়?

2. একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও।

3. গৃস্থলির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী ?

4. বার্লোচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

5. ওহমের সূত্র মেনে চলে না এমন দুটি পরিবাহীর নাম লেখো।

6. LED ও CFL এর পুরো নাম লেখো।

7. গৃহবর্তনীতে সব যন্ত্র শ্রেণি সমবায়ে যুক্ত থাকে। [সত্য/মিথ্যা]

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4

8. পরিবর্তী প্রবাহ দ্বারা বার্লোচক্রের ঘূর্ণন অসম্ভব। [সত্য/মিথ্যা]

9. ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয় ? 

10. গৃহবর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র গুলি কোন সমবায়ে যুক্ত থাকে ? 

11. ডায়ানামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরীত হয়?

12. ওয়াট – ঘণ্টা কোন ভৌতরাশির একক ? 

13. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট ……….. নির্মিত।

14. উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর রোধাঙ্ক ………..।

15. ওয়াট = ভোল্ট x ……….. ।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ) প্রতিটি প্রশ্মের মান – 2

1.ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো। মোটরের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়?

2. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।

3. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন?

4. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র গুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?

5. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো।

6. ওহমের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো।

7. DC এর তুলনায় AC ব্যবহারের সুবিধা আলোচনা করো।

8. BOT কী?

9. ডায়নামো ও মোটরের মূল নীতিগত পার্থক্য লেখো।

10. বার্লোচক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?

আরও দেখুনঃ ভৌতবিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ম এবং তার উত্তর।

দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ম ( LAQ ) প্রতিটি প্রশ্মের মান – 3

1. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো।

2. তড়িৎ প্রবাহের তাপীয় ফলসংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো।

3. আর্থিং কাকে বলে? গৃহস্থলিতে আর্থিং করা হয় কেন?

4. পরিবাহীর রোধ কাকে বলে? কোনো পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর কীভাবে নির্ভর করে?

5. দেখাও যে, তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের অন্যোনক, উপাদান রোধগুলির অন্যোনকের যোগফলের সমান।

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ জৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.6

6. দুটি রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হয় 7 ওহম এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 12/7 ওহম । রোধ দুটির মান কি কী ?

7. 220V-60W ও 220V-100W বাতি দুটিকে শ্রেণি সমবায়ে 220V লাইনে যুক্ত করলে কোনটির উজ্জ্বলতা বেশি হবে এবং কেন?

8. একই দৈর্ঘ্য ও একই উপাদানের দুটি তারের একটি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ . তার দুটির রোধের অনুপাত কত?

9. একটি বাড়িতে 4 টি 60W বালব প্রত্যহ 6 ঘণ্টা করে, 2 টি 100 ওয়াট বালব প্রত্যহ 5 ঘণ্টা করে এবং 2 টি 40W পাখা প্রত্যহ 8 ঘণ্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে, মাসে বিদ্যুৎ বিল কত হবে ?

10. তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কী বোঝ ? আবিষ্ট প্রবাহ কী ?

11. দুটি রোধের শ্রেণি সমবায় ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 12 ওহম ও 2.25 ওহম । রোধ দুটির মান লেখো।

12. একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হল। তারটিত আয়তন ও রোধাঙ্ক স্থির থাকলে তারটির রোধের কী পরিবর্তন হবে ?

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top