Madhyamik PPR PPS Result 2024: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার স্ক্রটনি (Scruitiny) এবং রিভিউ (Review) এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিলেন ঠিক কবে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার স্ক্রটনি এবং রিভিউ এর রেজাল্ট প্রকাশিত হবে । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২৮ জুন ২০২৪ প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার স্ক্রটনি (PPS) এবং রিভিউ (PPR) এর রেজাল্ট।
এই বছর মাধ্যমিক পরীক্ষার স্ক্রটনি (PPS) এবং রিভিউ (PPR) এর জন্য আবেদনের শেষ তারিখ ছিল ১৮ মে ২০২৪। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিভিন্ন রিজিওনাল অফিস থেকে ২ জুলাই ২০২৪ মার্কশিট বিলি করা হবে। কিন্তু পরীক্ষার্থীরা রেজাল্টের (WBBSE Madhyamik PPR PPS Result) দিন অর্থাৎ ২৮ জুন ২০২৪ বিকেল ৫ টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে তাদের রেজাল্ট জানতে পারবে। যে সমস্ত ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে তা নিচে দেওয়া আছে।
Madhyamik PPR PPS Result 2024
Board | West Bengal Board of Secondary Education(WBBSE) |
Result | Madhyamik PPR PPS Result 2024 |
Publication Date | 28 June 2024 |
Marksheet Distribution | 2 July 2024 |
Online Result | 28 June 2024 from 5 pm |
Official Website | https://wbbse.wb.gov.in/ |
আরও দেখুনঃ জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২৪ | Junior Bigyani Kanya Medha Britti 2024
Madhyamik PPR PPS Result 2024 Website Link
যে সমস্ত ওয়েবসাইটে মাধ্যমিকের স্ক্রটনি (PPS) এবং রিভিউ (PPR) এর রেজাল্ট জানা যাবে তা দেওয়া হল। এখানে অফিসিয়াল ওয়েবসাইট গুলির সরাসরি লিঙ্ক দেওয়া আছে ক্লিক করলেই তাদের অফিসিয়াল পেজ ওপেন হবে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
Latest Posts:
- অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি (নবম অধ্যায়)-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 9
- ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ
- p-Block Elements MCQ | ক্লাস 11 রসায়ন প্রশ্ম-উত্তর
- s-Block Elements MCQ | s-ব্লক মৌলসমূহ | একাদশ শ্রেণী | রসায়ন
- WB NMMSE Scholarship 2025 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস