WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Class 10 Mathematics Syllabus

দশম শ্রেণীর গণিত সিলেবাস ২০২৪ | Class 10 Mathematics Syllabus

Last Updated on March 19, 2024 by Science Master

দশম শ্রেণীর গণিত সিলেবাস ২০২৪ (Mathematics Syllabus)

Class 10 Mathematics Syllabus: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত বিষয়ের ২০২৪ সালের সিলেবাস (Class 10 Mathematics Syllabus) দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর দশম শ্রেণীতে পাঠরত এবং যারা পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা গণিত বিষয়ের এই সিলেবাস দেখে নাও। এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসই দেওয়া আছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত বিষয়ের (WBBSE Class 10 Mathematics Syllabus) সিলেবাস নীচে আলোচনা করা হলো।

Mathematics Syllabus- প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (First Summative)

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
লিখিত- ৪০, অন্তবর্তী মূল্যায়ন- ১০
পরীক্ষার মাস- এপ্রিল
পাটিগণিত(i) সরল সুদ

(ii) চক্রবৃদ্ধি সুদ

(iii) সমহার বৃদ্ধি বা হ্রাস
বীজগণিত(i) একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান

(ii) বাস্তব সমস্যা সমাধানে দ্বিঘাত সমীকরনের প্রয়োগ (সমীকরণ গঠন ও সমাধান)

(iii) অনুপাত ও সমানুপাত

(iv) দ্বিঘাত করণী
জ্যামিতি(i) বৃত্ত সম্পর্কিত উপপাদ্য

(ii) বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য

(iii) বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য
পরিমিতি(i) আয়তঘন

(ii) লম্ব বৃত্তাকার চোঙ

Mathematics Syllabus- দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Third Summative)

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
লিখিত- ৪০, অন্তবর্তী মূল্যায়ন- ১০
পরীক্ষার মাস- আগস্ট
পাটিগণিত
(i) অংশীদারি কারবার
বীজগণিত(i) একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান

(ii) ভেদ
জ্যামিতি
(i) বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য

(ii) সদৃশতা সম্পর্কিত উপপাদ্য

(iii) সম্পাদ্যঃ ত্রিভূজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন

(iv) উপপাদ্যের প্রয়োগ
পরিমিতি
(i) গোলক

(ii) লম্ব বৃত্তাকার শংকু

Mathematics Syllabus- তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
লিখিত- ৯০, অন্তবর্তী মূল্যায়ন- ১০
পরীক্ষার মাস- ডিসেম্বর
জ্যামিতি(i) সম্পাদ্যঃ বৃত্তের স্পর্শক অঙ্কন

(ii) সম্পাদ্যঃ মধ্যসমানুপাতী নির্ণয়

(iii) পিথাগোরাসের উপপাদ্য
পরিমিতি
(i) বিভিন্ন ঘন বস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা
ত্রিকোণমিতি(i) কোণ পরিমাপের ধারনা

(ii) ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলি

(iii) পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত

(iv) ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ- উচ্চতা ও দূরত্ব
রাশিবিজ্ঞান(i) গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান

বি.দ্রঃ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঠ্যসুচিও অন্তর্ভুক্ত হবে।

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ পরমানুর নিউক্লিয়াস | Physical Science Suggestion 2025 Chapter 7

nath আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top