দশম শ্রেণীর গণিত সিলেবাস ২০২৪ (Mathematics Syllabus)
Class 10 Mathematics Syllabus: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত বিষয়ের ২০২৪ সালের সিলেবাস (Class 10 Mathematics Syllabus) দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর দশম শ্রেণীতে পাঠরত এবং যারা পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা গণিত বিষয়ের এই সিলেবাস দেখে নাও। এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসই দেওয়া আছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত বিষয়ের (WBBSE Class 10 Mathematics Syllabus) সিলেবাস নীচে আলোচনা করা হলো।
Mathematics Syllabus- প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (First Summative)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন লিখিত- ৪০, অন্তবর্তী মূল্যায়ন- ১০ পরীক্ষার মাস- এপ্রিল |
পাটিগণিত | (i) সরল সুদ (ii) চক্রবৃদ্ধি সুদ (iii) সমহার বৃদ্ধি বা হ্রাস |
বীজগণিত | (i) একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান (ii) বাস্তব সমস্যা সমাধানে দ্বিঘাত সমীকরনের প্রয়োগ (সমীকরণ গঠন ও সমাধান) (iii) অনুপাত ও সমানুপাত (iv) দ্বিঘাত করণী |
জ্যামিতি | (i) বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (ii) বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য (iii) বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য |
পরিমিতি | (i) আয়তঘন (ii) লম্ব বৃত্তাকার চোঙ |
আরও দেখুনঃ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025
Mathematics Syllabus- দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Third Summative)
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন লিখিত- ৪০, অন্তবর্তী মূল্যায়ন- ১০ পরীক্ষার মাস- আগস্ট |
পাটিগণিত | (i) অংশীদারি কারবার |
বীজগণিত | (i) একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান (ii) ভেদ |
জ্যামিতি | (i) বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য (ii) সদৃশতা সম্পর্কিত উপপাদ্য (iii) সম্পাদ্যঃ ত্রিভূজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন (iv) উপপাদ্যের প্রয়োগ |
পরিমিতি | (i) গোলক (ii) লম্ব বৃত্তাকার শংকু |
Mathematics Syllabus- তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন লিখিত- ৯০, অন্তবর্তী মূল্যায়ন- ১০ পরীক্ষার মাস- ডিসেম্বর |
জ্যামিতি | (i) সম্পাদ্যঃ বৃত্তের স্পর্শক অঙ্কন (ii) সম্পাদ্যঃ মধ্যসমানুপাতী নির্ণয় (iii) পিথাগোরাসের উপপাদ্য |
পরিমিতি | (i) বিভিন্ন ঘন বস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা |
ত্রিকোণমিতি | (i) কোণ পরিমাপের ধারনা (ii) ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলি (iii) পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত (iv) ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ- উচ্চতা ও দূরত্ব |
রাশিবিজ্ঞান | (i) গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান |
বি.দ্রঃ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঠ্যসুচিও অন্তর্ভুক্ত হবে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
Latest Posts:
- অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি (নবম অধ্যায়)-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 9
- ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ
- p-Block Elements MCQ | ক্লাস 11 রসায়ন প্রশ্ম-উত্তর
- s-Block Elements MCQ | s-ব্লক মৌলসমূহ | একাদশ শ্রেণী | রসায়ন
- WB NMMSE Scholarship 2025 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস
গণিত chapter