দশম শ্রেণীর বাংলা সিলেবাস ২০২৪ | Class 10 Bengali Syllabus 2024
Class 10 Bengali Syllabus 2024: দশম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য বাংলা বিষয়ের সিলেবাস দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী দশম শ্রেণীতে পাঠরত এবং আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা দেখে নাও। মাধ্যমিক পরীক্ষার জন্যেও বাংলা বিষয়ের সিলেবাস (Madhyamik Bengali Syllabus) এবং প্রশ্মের কাঠামো (Question Patttern) ও নম্বর বিভাজন (Marks Distribution) দেওয়া আছে।
এক নজরে>>
Class 10 Bengali Syllabus 2024- 1st Summative
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান ৪০+অন্তর্বতীকালীন মূল্যায়ন ১০ মূল্যায়নের সময়কালঃ এপ্রিল |
পাঠ্যবই | আয় আরো বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, অসুখী একজন |
ব্যকরণ | কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ |
কোনি | ১ – ৩৯ পাতা |
Class 10 Bengali Syllabus 2024- 2nd Summative
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান ৪০+অন্তর্বতীকালীন মূল্যায়ন ১০ মূল্যায়নের সময়কালঃ আগস্ট |
পাঠ্যবই | বহুরূপী, অভিষেক, সিরাজদৌল্লা, প্রলয়োল্লাস, পথের দাবী |
ব্যকরণ | সমাস এবং প্রতিবেদন |
কোনি | ৩২- ৫০ পাতা |
আরও দেখুনঃ ২০২৪ সালের মাধ্যমিকের প্রশ্মপত্র PDF | Madhyamik Question Paper 2024 pdf
Class 10 Bengali Syllabus 2024- 3rd Summative
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান ৯০+অন্তর্বতীকালীন মূল্যায়ন ১০ মূল্যায়নের সময়কালঃ ডিসেম্বর |
পাঠ্যবই | সিন্ধুতীরে, অদল বদল, অস্ত্রের বিরুদ্ধে গান, বাংলা ভাষায় বিজ্ঞান, নদীর বিদ্রোহ এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঠক্রম |
ব্যকরণ | বাক্য, বাচ্য, সংলাপ রচনা, প্রবন্ধ রচনা, এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যাকরন ও নির্মিতির সমস্ত অধ্যায়। |
কোনি | সম্পূর্ণ বই |
আরও দেখুনঃ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025
Class 10 Bengali Syllabus 2024- Question Pattern
বহু বিকল্পীয় প্রশ্ম (MCQ) | অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম (VSAQ) | ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ম (SAQ) | রচনাধর্মী প্রশ্ম (LAQ) | পূর্ণমান (Total) | |
গল্প | ০৩ | ০৪ | ০৩ | ০৫ | ১৫ |
কবিতা | ০৩ | ০৪ | ০৩ | ০৫ | ১৫ |
প্রবন্ধ | ০৩ | ০৩ | x | ০৫ | ১১ |
নাটক | x | x | x | ০৪ | ০৪ |
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ | x | x | x | ৫+৫=১০ | ১০ |
ব্যাকরণ | ০৮ | ০৮ | x | x | ১৬ |
নির্মিতি | x | x | x | প্রবন্ধ রচনা- ১০ অনুবাদ -০৪ সংলাপ রচনা অথবা প্রতিবেদন-০৫ | ১৯ |
বাংলা প্রথম ভাষার ক্ষেত্রে উত্তর প্রদানের জন্য নির্ধারিত শব্দসংখ্যা:
১০ নম্বরের প্রশ্নের জন্য কমবেশি ৪০০ শব্দ
০৫ নম্বরের প্রশ্নের জন্য কমবেশি ১৫০ শব্দ
০৪ নম্বরের প্রশ্নের জন্য কমবেশি ১২০ শব্দ
০৩ নম্বরের প্রশ্নের জন্য। কমবেশি ৬০ শব্দ
০১ নম্বরের প্রশ্নের জন্য কমবেশি ২০ শব্দ
নির্মিতি অংশে প্রবন্ধ ও অনুবাদের উত্তর প্রদান বাধ্যতামূলক।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনের আনুপাতিক মান প্রযোজ্য হবে। এক্ষেত্রে যে যে বিষয় পাঠ্যসূচির অন্তর্গত থাকবে না তার মান প্রশ্নের অন্য বিষয়গুলিতে গুরুত্ব অনুসারে বন্টিত হবে।
MCQ-এর ক্ষেত্রে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। VSA এর ক্ষেত্রে গল্পের ৫টির মধ্যে ৪টি, কবিতার এটির মধ্যে ৪টি, প্রবন্ধের ৪টির মধ্যে ৩টি প্রশ্নের উত্তর করতে হবে SA এবং Essay type প্রশ্নের ক্ষেত্রে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক থেকে একটি করে বিকল্প থাকবে। পূর্ণাঙ্গ সহায়ক। গ্রন্থ থেকে ৩টি Essay type প্রশ্নের মধ্যে দুটির উত্তর করতে হবে। ব্যাকরণ অংশের VSA এর ক্ষেত্রে ১০টির মধ্যে ৮টির উত্তর করতে হবে। ৪টি প্রবন্ধের মধ্যে থেকে ১টির উত্তর করতে হবে। অনুবাদের ক্ষেত্রে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। সংলাপ অথবা প্রতিবেদন- যে কোনো ১টির উত্তর করতে হবে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
Latest Posts:
- Nabanna Scholarship 2025 | নবান্ন স্কলারশিপে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি
- মৌলসমূহের শ্রেণিবিভাগ ও ধর্মাবলির পর্যাবৃত্তি- রসায়ন | একাদশ শ্রেণী | Classification of Elements and Periodicity in Properties Class 11 Chemistry
- পরমানুর গঠন- একাদশ শ্রেণীর রসায়ন MCQ প্রশ্মউত্তর | Structure of Atom Class 11 Chemistry Chapter 2 MCQ
- বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ Layer-1 প্রশ্মপত্র | Vidyasagar Science Olympiad 2025 Layer 1 Question Paper with Answer Keys
- তরল অবস্থা (Liquid State)- দ্বাদশ শ্রেণীর রসায়ন MCQ প্রশ্মউত্তর | Chemistry Class 12 Chapter 1 MCQ Question Answer