Madhyamik Life Science Online TestMadhyamik Life Science Online Test

Last Updated on August 3, 2023 by Science Master

মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় ” বংশগতি এবং কয়েকটি সাধারন জিনগত রোগ ” থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ এর ওপর অনলাইন মক টেস্ট ( Madhyamik Life Science Online Test) দেওয়া হলো। এই প্রশ্মগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই এই টেস্টে অংশগ্রহণ করতে পারো। START বটনে ক্লিক করলেই টেস্ট শুরু হয়ে যাবে। এখানে প্রতিটি প্রশ্মের মান এক করে।

Madhyamik Life Science Online Test (Part-1)

0%
17
Created on

Life Science

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান " বংশগতি এবং কয়েকটি সাধারন জিনগত রোগ " অধ্যায়। (Part-1)

1 / 20

1) কোন রোগে মাতা বাহক হলে তার 50% পুত্র সন্তান রোগাক্রান্ত হয়?

2 / 20

2) সন্ধ্যামালতি ফুলের দুটি গোলাপি (RW) ফুলের সংকরায়ন ঘটালে তার অপত্যের কী ফল হবে?

3 / 20

3) কোণটি প্রকরনের উদাহরন-

4 / 20

4) বংশগতির জনক কে ছিলেন?

5 / 20

5) টেস্ট ক্রসের সাহায্যে আমরা প্রজাতির কি জানতে পারি?

6 / 20

6) কোন রোগটি সেক্স ক্রোমোজোম বাহিত?

7 / 20

7) রোলিং জিভ কতগুলি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়?

8 / 20

8) একটি বিশুদ্ধ কালো গিনিপিগের (BB) সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের (bb) পরনিষেক ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে (F2) কটি কালো এবং কটি সাদা গিনিপিগ সৃষ্টি হবে?

9 / 20

আরও দেখুন:  মাধ্যমিক জীবন বিজ্ঞান " বংশগতি এবং কয়েকটি সাধারন জিনগত রোগ " | Madhyamik Life Science Online Mock Test

9) এক সংকর জননে দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপ অনুপাত কী ছিল?

10 / 20

10) একটি বিশুদ্ধ লম্বা (TT) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে (tt) মটর গাছের সংকরায়ন ঘটালে কি রকমের জিনোটাইপ যুক্ত মটরগাছ জন্মাবে?

11 / 20

11) গ্রেগর জোহান মেণ্ডেল কোথাকার আধিবাসী ছিলেন?

12 / 20

12) স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?

13 / 20

13) একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে?

14 / 20

14) লিঙ্গ নির্ধারনে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা গুরুত্বপূর্ণ?

15 / 20

15) কোনটি অটোজোম বাহিত বংশগত রোগ?

16 / 20

16) মেণ্ডেল মটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিলেন?

17 / 20

17) পিতার লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কী কী?

18 / 20

18) দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ণ ঘটালে তার অপত্যের কি ফল পাওয়া যাবে?

19 / 20

19) F1 জনুর সংকর জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যে সম্পন্ন অ্যালিলগুলি একত্রিত হলেও কখনও মিশ্রিত হয় না বরং গ্যামেট গঠনকালে বিশুদ্ধ অ্যালিলগুলি পরস্পর পৃথক হয়ে যায়। - সূত্রটি কি নামে পরিচিত?

20 / 20

20) যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের কোনোটি প্রকাশিত হয় না বরং একটি মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে-

Your score is

The average score is 57%

0%

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান অনলাইন মক টেস্ট | Madhyamik Physical Science Online Mock Test

আরও দেখুনঃ মাধ্যমিক জীবন বিজ্ঞান মকটেস্টঃ জীবনের প্রবাহমানতা | Madhyamik Life Science Mock Test: Chapter 2 Part 2

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: