Vidyasagar Science Olympiad -2022

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২২ | Vidyasagar Science Olympiad-2022 Scholarship

Last Updated on June 27, 2023 by Science Master

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২২ (Vidyasagar Science Olympiad -2022)

পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার প্রাক-মাধ্যমিক অর্থাৎ নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান প্রতিভা শনাক্ত করার জন্য একটি ত্রি-স্তরীয় পরীক্ষা পদ্ধতি তৈরি করা হয়েছে। তার জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে যার নাম বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড প্রকল্প ২০২২ ( Vidyasagar Science Olympiad-2022) । এটি মূলত পশ্চিমবঙ্গ সরকার, স্কুল শিক্ষা বিভাগ এবং জগদীশ বোস জাতীয় বিজ্ঞান প্রতিভা অনুসন্ধান, কলকাতা দ্বারা পরিচালিত।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৩ (Vidyasagar Science Olympiad 2023) newicon

উদ্দেশ্য (Objectivs):

১.পশ্চিমবঙ্গের নবম শ্রেণীর মেধাবী বিজ্ঞান শিক্ষার্থীদের শনাক্তকরন।

২. তরুন মনকে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে তুলে ধরা।

৩. বিজ্ঞান কর্মশালা ও সেমিনারের আয়োজন করে তরুণদের অনুপ্রাণিত করা এবং বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সঙ্গে আলাপচারিতার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা।

৪. শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি সৃজনশীল ও উৎসাহিত করা।

৫. মেধাবী শিক্ষার্থীদের জাতীয় ও আর্ন্তজাতিক অলিম্পিয়াডের জন্য উপযুক্ত করে গড়ে তোলা।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড প্রকল্প ২০২২ এর জন্য স্কুলের প্রকৃতি (School Catagory):

১.পশ্চিমবঙ্গের মধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনস্থ সমস্ত সরকারি বিদ্যালয়।

২. সমস্ত বেসরকারি সংস্থা যা সাহায্য প্রাপ্ত ও স্পনসরড।

৩. পশ্চিমবঙ্গের মধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনস্থ সমস্ত DA প্রাপ্ত বিদ্যালয়।

কারা আবেদন করতে পারবেঃ

২০২২ এ নবম শ্রেণীতে পাঠরত শীর্ষ ৫ জন শিক্ষার্থী যারা ষষ্ঠ শ্রেণীরে বার্ষিক পরীক্ষার মেধার ওপর ভিত্তি করে স্কুলের প্রধান শিক্ষক (H.M.) / সহকারী প্রধান শিক্ষক (A.H.M.) / ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (T.I.C.) দ্বারা নির্বাচিত।

পশ্চিমবঙ্গের মধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনস্থ সমস্ত DA প্রাপ্ত বিদ্যালয় এবং সমস্ত বেসরকারি সংস্থা যা সাহায্য প্রাপ্ত ও স্পনসরড এই পরীক্ষার জন্য আবেদনের যোগ্য।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড প্রকল্প ২০২২ এর পরীক্ষার জন্য সিলেবাস (Vidyasagar Science Olympiad-2022 Exam Syllabus ):

পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান সিলেবাস।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড প্রকল্প ২০২২ এর পরীক্ষার ধরন (Vidyasagar Science Olympiad-2022 Exam Pattern):

পরীক্ষাটি মূলত তিনটি লেয়ারের মাধ্যমে নেওয়া হবে। লেয়ারগুলি নিচে দেওয়া হলো।

আরও দেখুন:  বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ | Vidyasagar Science Olympiad 2024 (VSO)

First layer Examination : Intra Unit Competition

Second layer Examination : Intra Distric Competition

Third layer Examination : Intra State Competition

First layer Examination : Intra Unit Competition

এটি একটি ইউনিটের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয় গুলি নিয়ে অনুষ্ঠিত হবে। সমস্ত জেলার প্রতিটি ইউনিট থেকে ১০% শিক্ষার্থীদের পরবর্তী দ্বিতীয় স্তরের পরীক্ষার জন্য বেছে নেওয়া হবে । তাছাড়াও প্রতিটি ইউনিট থেকে ১০% শিক্ষার্থীদের পারটিসিপেশন সার্টিফিকেট দেওয়া হবে।

যোগ্যতাঃ ২০২২ এ নবম শ্রেণীতে পাঠরত শীর্ষ ৫ জন শিক্ষার্থী যারা ষষ্ঠ শ্রেণীরে বার্ষিক পরীক্ষার মেধার ওপর ভিত্তি করে স্কুলের প্রধান শিক্ষক (H.M.) / সহকারী প্রধান শিক্ষক (A.H.M.) / ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (T.I.C.) দ্বারা নির্বাচিত।

বিষয়ঃ ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং গণিত।

প্রশ্মের ধরনঃ এই স্তরে প্রশ্ম হবে MCQ ধরনের এবং এতে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা যাবে।

সিলেবাসঃ অষ্টম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বিষয়ের সিলেবাস।

পূর্নমানঃ ১০০ টি MCQ প্রশ্মের জন্য ১০০ নম্বর থাকবে। ভৌত বিজ্ঞান ৪০নম্বর জীবন বিজ্ঞান ৩০ নম্বর এবং গণিত ৩০ নম্বর।

ভাষাঃ বাংলা এবং ইংরেজী ভাষায় পরীক্ষা হবে।

পরীক্ষার তারিখ ও সময়ঃ ৮ মে রবিবার ২০২২, বেলা ১২ টা থেকে বিকেল ৩ টা।

পরীক্ষার কেন্দ্রঃ প্রত্যেকটি ইউনিটের জন্য একটি করে পরীক্ষা কেন্দ্র থাকবে।

আউটকামঃ প্রত্যেক ইউনিটের শীর্ষ ৩ জনকে বই কেনার গ্রাণ্ড হিসেবে ১০০০/- টাকা করে দেওয়া হবে।

Second layer Examination : Intra Distric Competition

জেলার সমস্ত ইউনিট থেকে নেওয়া ১০% শিক্ষার্থী যারা প্রথম স্তরের পরীক্ষা থেকে নির্বাচিত তাদের নিয়ে অনুষ্ঠিত হবে। এই দ্বিতীয় স্তরের পরীক্ষা থেকে ২০% শিক্ষার্থীদের তৃতীয় স্তরের পরীক্ষার জন্য নির্বাচিত হবে।

যোগ্যতাঃ সমস্ত ইউনিট থেকে নেওয়া ১০% শিক্ষার্থী যারা প্রথম স্তরের পরীক্ষা থেকে নির্বাচিত।

প্রশ্মের ধরনঃ এই স্তরে প্রশ্ম হবে MCQ ধরনের এবং এতে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/২ নম্বর কাটা যাবে।

আরও দেখুন:  Aikyashree Scholarship 2024-2025 | ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ, যোগ্যতা

পূর্নমানঃ ১০০ টি MCQ প্রশ্মের জন্য ১০০ নম্বর থাকবে। ভৌত বিজ্ঞান ৪০ নম্বর জীবন বিজ্ঞান ৩০ নম্বর এবং গণিত ৩০ নম্বর।

ভাষাঃ বাংলা এবং ইংরেজী ভাষায় পরীক্ষা হবে।

পরীক্ষার তারিখ ও সময়ঃ ২৪ জুলাই ২০২২ (রবিবার), দুপুর ১২ টা থেকে ৩ বিকেল টে পর্যন্ত ।

পরীক্ষার কেন্দ্রঃ একটি জেলার জন্য একটি পরীক্ষাকেন্দ্র করা হবে।

আউটকামঃ প্রত্যেক ইউনিটের শীর্ষ ১০ জনকে বই কেনার গ্রাণ্ড হিসেবে ২০০০/- টাকা করে দেওয়া হবে।

প্রত্যেক জেলা থেকে ২০% শিক্ষার্থী অর্থাৎ মোট ৯৬০ জন শিক্ষার্থী তৃতীয় স্তরের পরীক্ষার জন্য নির্বাচিত হবে।

Third layer Examination : Intra State Competition

এই স্তরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দ্বিতীয় স্তরের পরীক্ষা থেকে নির্বাচিত ২০% শিক্ষার্থীদের নিয়ে। ফাইনালি এই স্তর থেকে নেওয়া পশ্চিমবঙ্গের শীর্ষ ১০০ জন শিক্ষার্থীকে এই স্ক্লারশসিপ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

যোগ্যতাঃ প্রত্যেক জেলা থেকে দ্বিতীয় স্তরের পরীক্ষা থেকে নির্বাচিত ২০% শিক্ষার্থী।

প্রশ্মের ধরনঃ এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম থাকবে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।

পূর্নমানঃ মোট ৬০ নম্বরের প্রশ্ম থাকবে। ভৌত বিজ্ঞান ২০ নম্বর জীবন বিজ্ঞান ২০ নম্বর এবং গণিত ২০ নম্বর।

ভাষাঃ বাংলা এবং ইংরেজী ভাষায় পরীক্ষা হবে।

পরীক্ষার তারিখ ও সময়ঃ 28 August 2022

পরীক্ষার কেন্দ্রঃ একটি রাজ্যের বিভিন্ন জোনে মোট ১০ টি পরীক্ষাকেন্দ্র করা হবে।

আউটকামঃ রাজ্যের শীর্ষ ১০০ জনকে বই কেনার গ্রাণ্ড হিসেবে ২০০০/- টাকা করে দেওয়া হবে এবং নবম ও দশম শ্রেণীতে পড়ার জন্য প্রতি মাসে ১০০০/- টাকা করে স্ক্লারশসিপ অ্যাওয়ার্ড দেওয়া হবে। তাছাড়াও ওই শিক্ষার্থীরা দুটি সায়েন্স ওয়ার্কশোপে অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং তাদের জন্য প্রত্যেকটি বিষয়ের ওপর ন্যাশেনাল অলিম্পিয়াড পরীক্ষার জন্য ট্রেনিং দেওয়া হবে।

আবেদনের পদ্ধতিঃ

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২২ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। অথবা http://vidyasagarscienceolympiad.jbnsts.ac.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

Apply now

তবে শিক্ষার্থীরা নিজেরা এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে না। তাদের বিদ্যাল্যের প্রধান শিক্ষক / সহকারী প্রধান শিক্ষক / ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাছে গিয়েই আবেদন করেতে হবে। কারন আবেদন করার সময় বিদ্যালয় সংক্রান্ত অনেক তথ্য দিতে হবে।

আরও দেখুন:  VSO Layer-1 Result 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৪ পরীক্ষার রেজাল্ট

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড প্রকল্প ২০২২ (Vidyasagar Science Olympiad -2022) আবেদনের শেষ তারিখঃ

আবেদন শুরু হয়েছে ১ এপ্রিল ২০২২ থেকে এবং চলবে ২০ এপ্রিল ২০২২ পর্যন্ত।

Admit Card Download:

Layer-3 পরীক্ষার Admit Card পাওয়া যাবে ১৬ আগস্ট ২০২২ থেকে। Admit Card Download করার জন্য এখানে ক্লিক করতে হবে।

Admit Card for Class IX

Admit Card for Class X

Download Answer kyes:

2022 সালে হওয়া পরীক্ষার উত্তরপত্র ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

To download tentative answer keys of Layer-1 please Click here

To download final answer keys of Layer-2 exam please Click here

মডেল প্রশ্মপত্র ডাউনলোডঃ

মডেল প্রশ্মপত্র ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে।

Download Model Question

কিছু গুরুত্বপূর্ণ তারিখঃ

SUBJECTS Layer 1Layer 2 Layer 3
Application Start1 st April 2022
Last date of Application20 th April 2022
Admit Card Download20 th April to 8 th May 2022From 8 July 2022From 16 August 2022
Date of Exam8 th May 202224 July 2022 (sunday)
12:00 -3:00 pm
28 August 2022
Vidyasagar Science Olympiad

আরও দেখুনঃ স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (SVMCM)

Layer-3 Final Result: Class IX, Class X

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

2 thoughts on “বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২২ | Vidyasagar Science Olympiad-2022 Scholarship”

    1. Sir I am a vidyasagar science olympiad 2nd layer candidate. Can I review my omr sheet please. My name is Joy Nath from South 24 pgs and my id is 22117845.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top