WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

ENVS Model Activity Task

অষ্টম শ্রেণীর পরিবেশবিদ্যা মডেল অ্যাকটিভিটি টাক্স | ENVS Model Activity Task February 2022 Class 8

Last Updated on April 1, 2022 by Science Master

পরিবেশবিদ্যা মডেল অ্যাকটিভিটি টাক্স | ENVS Model Activity Task

Class 8 , Full Marks-20

১. ঠিক উত্তর নির্বাচন করোঃ ১ x ৩ = ৩

১.১ যে কোশীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলো-

(ক) গলজি বস্তু (খ) নিউক্লিয়াস (গ) মাইটোকনড্রিয়া (ঘ) লাইসোজোম।

উত্তরঃ- মাইটোকনড্রিয়া।

১.২ যে কোশীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তা হলো-

(ক) লাইসোজোম (খ) রাইবোজোম (গ) সেন্ট্রোজোম (ঘ) গলজি বস্তু।

উত্তরঃ- রাইবোজোম।

১.৩ উদ্দীপনা পরিবহণ করা যে কলার কাজ সেটি হলো-

(ক) আবরণী কলা (খ) যোগ কলা (গ) পেশি কলা (ঘ) স্নায়ু কলা।

উত্তরঃ- স্নায়ু কলা।

২. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ১ x ৩ = ৩

২.১ উজ্জ্বল আলোয় বর্ণ দর্শনে সাহায্য করে কোন কোশ?

উত্তরঃ- শঙ্কূ আকৃতির কোণ কোশ।

২.২ আমি একটি পর্দাঘেরা কোশ অঙ্গাণু যার মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধবংশকরার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। আমার নাম কী?

উত্তরঃ- লাইসোজোম।

২.৩ ক্রোমোপ্লাস্টিডের কাজ কী?

উত্তরঃ- ক্রোমোপ্লাস্টিডের মধ্যে সবুজ রং ব্যতীত কমলা, লাল, হলুদ ও অন্যান্য বর্ণের রঞ্জক থাকে। এরা ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রন করে।

আরও দেখুন:  রাসায়নিক বিক্রিয়া- অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান | Poribesh O Bigyan Chapter 2.3 (Chemical Reaction)

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ ২ x ৪ = ৮

৩.১ ” লোহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপ্টা এবং চাকতির মতো ” – এর জন্য লোহিত রক্তকণিকার কী সুবিধা হয়?

উত্তরঃ- লোহিত রক্তকণিকা গোলাকার; দু-পাশ চ্যাপ্টা, চাকতির মতো। এর ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াতে এবং আরও বেশি পরিমান অক্সিজেন পরিবহনে সুবিধা হয়।

৩.২ কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করো।

উত্তরঃ-

৩.৩ এণ্ডোপ্লাজমীয় জালিকার কাজ উল্লেখ করো।

উত্তরঃ- এন্ডোপ্লাজমীয় জালিকা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লীয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। কতকগুলো পর্দাবেষ্টিত নানা আকারের নল নিয়ে এরা গঠিত। এরা সাইটোপ্লাজমকে কতকগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে। কোনো কোনো পর্দার বাইরে দিকে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম যুক্ত থাকে। তাই এদের অমসৃণ দেখায়। আর কোনো পর্দার বাইরের দিকে রাইবোজোম না থাকায় মসৃণ হয়।  

আরও দেখুন:  তড়িতের রাসায়নিক প্রভাব: অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান | Poribesh O Bigyan Class 8 Chapter 2.4

এন্ডোপ্লাজমীয় জালিকা বিভিন্ন কোশীয় বস্তু যেমন প্রোটিন , লিপিড সংশ্লেষ, পরিবহণ ও সঞ্চয়ে অংশ গ্রহণ করে।

৩.৪ যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?

উত্তরঃ- যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নিচে দেওয়া হলো।

(ক) ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন এককোশী ও বহুকোশী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য।

(খ) উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের (মূল, কাণ্ড ও পাতা) অন্তগর্ঠন পর্যবেক্ষনের জন্য।

(গ) জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদ করে তার কলার গঠন জানার জন্য।

(ঘ) কোশের ভেতরের অঙ্গাণু ও কোশের বাইরের পর্দার গঠন জানার জন্য।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাওঃ ৩ x ২ = ৬

৪.১ প্রাইমরডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয়?

উত্তরঃ- উদ্ভিদকোশে বৃহদাকৃতির গহবর আর প্রাণীকোশে ছোটো আকারের গহবর দেখা যায়। উদ্ভিদকোশে গহবরের বাইরে কোনো পর্দা থাকে না। গহবরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে, তখন নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম কোশপ্রাচীরের ভেতরের দিকে কোশের পরিধির দিকে সরে যায়। গহবরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসই হল প্রাইমরডিয়াল ইউট্রিকল।

আরও দেখুন:  মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন-অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান | Poribesh O Bigyan Chapter 8 Class 8

৪.২ স্থায়ী কলার কাজ কী কী ?

উত্তরঃ- স্থায়ী কলার বিভিন্ন কাজ-

(ক) খাদ্য সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহণ করা।

(খ) জল সংবহন করা।

(গ) ভার বহন ও দৃড়তা প্রদান করা।

(ঘ) বর্জ্য পদার্থ সঞ্চয় করা।

(ঙ) ফল ও বীজের বিস্তার করা।

(চ) উদ্ভিদ অঙ্গের টান ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা ও ক্ষত নিরাময় করা।

[ আরও দেখুনঃ অষ্টম শ্রেণীর পরিবেশবিদ্যা মডেল অ্যাকটিভিটি টাক্স জানুয়ারি ২০২২ ]

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top